সম্পাদকীয়
ছোটবেলা থেকেই সরযু দেবী নজরুলের গানের ভক্ত। বিশেষ করে ‘এত জল ও কাজল চোখে’, ‘শুকনো পাতার নূপুর পায়ে’ গানগুলো গুনগুন করে গাইতেন তিনি।
বড় হয়ে যখন তিনি নামকরা অভিনয়শিল্পী, তখন মনমোহন থিয়েটারে ডাক পেলেন অভিনয়ের। নাটকের নাম ‘রক্তকমল’। অভিনয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু যখন তিনি শুনলেন এই নাটকের নায়িকা মমতার কণ্ঠে থাকবে পাঁচটি গান, এবং সেই গানগুলোর রচয়িতা ও সুরকার কাজী নজরুল ইসলাম, তখন তাঁর হৃৎস্পন্দন বেড়ে গেল। কাজী সাহেবের কাছে গিয়ে গান শিখতে হবে, এটা ভাবতেই ভয়ে মুখটা শুকিয়ে গেল সরযু দেবীর। অভয় দিলেন প্রতিষ্ঠানের প্রবোধ গুহ ও অনাদি বসু। বললেন, বাইরে থেকেই এমন রাশভারী তিনি। ভেতরে নিরহংকার এক মানুষ। এক মিনিটের মধ্যেই আপনজন হয়ে উঠবেন নজরুল।
সেই ভরসার বিদ্রোহের প্রতিমূর্তি নজরুলের কাছে গেলেন সরযু। তখন সাঙ্গপাঙ্গ নিয়ে হারমোনিয়াম হাতে বসে আছেন গানপাগল নজরুল। এবং কী বিস্ময়ের ব্যাপার, এক ঘণ্টার মধ্যে কাজী নজরুল ইসলাম হয়ে গেলেন সরযুর কাজীদা। নজরুল নানা রসিকতা করছেন এবং ঘর ফাটিয়ে হাসছেন। সরযু ভুলেই গেলেন তিনি এখানে এসেছিলেন কাজীদার কাছে গান শিখতে।
আড্ডার এক ফাঁকে নজরুল ‘রক্তকমল’ নাটকের একটা গান গুনগুন করতে করতে বললেন, ‘একবার আমার সঙ্গে সঙ্গে গাও তো সরযু।’ নিতান্তই কথার ছলে গুনগুন করতে থাকা। সরযুও গাইতে শুরু করলেন। ভুলে গেলেন ভয়ের কথা। ভুলে গেলেন কাজীদা তাঁকে ‘রক্তকমল’ নাটকের গান শেখাচ্ছেন। বরং গান শেখার কথা ভুলে গিয়ে সহজভাবে গানের কথাগুলো গেয়ে গেলেন সরযু। এবার নজরুল বললেন, ‘তুমি তো চমৎকার গাও। এতক্ষণ ভয় পাচ্ছিলে কেন?’
লজ্জায় মুখ নিচু করা ছাড়া আর কোনো উপায় ছিল না সরযুর। নাটকে পাঁচটি গানই খুব দরদ দিয়ে গেয়েছিলেন তিনি।
সূত্র: ড. আনোয়ারুল করীম, নজরুল: তাঁর সমকালে, পৃষ্ঠা ২১৪-২১৫
ছোটবেলা থেকেই সরযু দেবী নজরুলের গানের ভক্ত। বিশেষ করে ‘এত জল ও কাজল চোখে’, ‘শুকনো পাতার নূপুর পায়ে’ গানগুলো গুনগুন করে গাইতেন তিনি।
বড় হয়ে যখন তিনি নামকরা অভিনয়শিল্পী, তখন মনমোহন থিয়েটারে ডাক পেলেন অভিনয়ের। নাটকের নাম ‘রক্তকমল’। অভিনয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু যখন তিনি শুনলেন এই নাটকের নায়িকা মমতার কণ্ঠে থাকবে পাঁচটি গান, এবং সেই গানগুলোর রচয়িতা ও সুরকার কাজী নজরুল ইসলাম, তখন তাঁর হৃৎস্পন্দন বেড়ে গেল। কাজী সাহেবের কাছে গিয়ে গান শিখতে হবে, এটা ভাবতেই ভয়ে মুখটা শুকিয়ে গেল সরযু দেবীর। অভয় দিলেন প্রতিষ্ঠানের প্রবোধ গুহ ও অনাদি বসু। বললেন, বাইরে থেকেই এমন রাশভারী তিনি। ভেতরে নিরহংকার এক মানুষ। এক মিনিটের মধ্যেই আপনজন হয়ে উঠবেন নজরুল।
সেই ভরসার বিদ্রোহের প্রতিমূর্তি নজরুলের কাছে গেলেন সরযু। তখন সাঙ্গপাঙ্গ নিয়ে হারমোনিয়াম হাতে বসে আছেন গানপাগল নজরুল। এবং কী বিস্ময়ের ব্যাপার, এক ঘণ্টার মধ্যে কাজী নজরুল ইসলাম হয়ে গেলেন সরযুর কাজীদা। নজরুল নানা রসিকতা করছেন এবং ঘর ফাটিয়ে হাসছেন। সরযু ভুলেই গেলেন তিনি এখানে এসেছিলেন কাজীদার কাছে গান শিখতে।
আড্ডার এক ফাঁকে নজরুল ‘রক্তকমল’ নাটকের একটা গান গুনগুন করতে করতে বললেন, ‘একবার আমার সঙ্গে সঙ্গে গাও তো সরযু।’ নিতান্তই কথার ছলে গুনগুন করতে থাকা। সরযুও গাইতে শুরু করলেন। ভুলে গেলেন ভয়ের কথা। ভুলে গেলেন কাজীদা তাঁকে ‘রক্তকমল’ নাটকের গান শেখাচ্ছেন। বরং গান শেখার কথা ভুলে গিয়ে সহজভাবে গানের কথাগুলো গেয়ে গেলেন সরযু। এবার নজরুল বললেন, ‘তুমি তো চমৎকার গাও। এতক্ষণ ভয় পাচ্ছিলে কেন?’
লজ্জায় মুখ নিচু করা ছাড়া আর কোনো উপায় ছিল না সরযুর। নাটকে পাঁচটি গানই খুব দরদ দিয়ে গেয়েছিলেন তিনি।
সূত্র: ড. আনোয়ারুল করীম, নজরুল: তাঁর সমকালে, পৃষ্ঠা ২১৪-২১৫
আর্মেনীয় জমিদার আরাতুন ১৮২৫ সালের দিকে ঢাকার ফরাশগঞ্জের শ্যামপুরে একটি দ্বিতল বাড়ি নির্মাণ করে নাম দিয়েছিলেন ‘আরাতুন হাউস’। এর ১০ বছর পর ১৮৩৫ সালের দিকে তিনি বাড়িটি বিক্রি করে দেন ঢাকার বিখ্যাত ব্যবসায়ী রূপলাল দাসের কাছে। নতুন মালিক বাড়িটির নতুন নাম দেন ‘রূপলাল হাউস’।
২ ঘণ্টা আগেবোঝাই যাচ্ছে ছবিটি একটি নাপিতের দোকানের। এ-ও বুঝতে অসুবিধা হয় না যে এটি ব্রিটিশ আমলে তোলা একটি ছবি। কেননা, দোকানের নামটি স্পষ্ট করে ইংরেজিতে লেখা—‘হানিফ বারবার নম্বর ফিফটি নাইন, হেয়ারকাটার অল হেয়ারি থিংস হিয়ার গট’। আর দোকানটির তালাবদ্ধ প্রবেশদ্বারের পাশের দেয়ালে ঝুলছে কতক পরচুলা, যেগুলোর কোনোটির...
১ দিন আগেআজকের পত্রিকার পাঠক ফোরাম পাঠকবন্ধুর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (২ মে) বনশ্রীতে পত্রিকাটির প্রধান কার্যালয়ে উদ্যাপিত হয়েছে। অনুষ্ঠানে ঢাকা মহানগরীর বিভিন্ন শাখার বন্ধুরা অংশ নেন।
১ দিন আগেকোকা-কোলার সঙ্গে ইসরায়েরের নানাভাবে সংযোগ থাকতে পারে। তবে এটি মূলত মার্কিন কোম্পানি, যার প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে। ১৮৮৬ সালে প্রতিষ্ঠিত কোকা-কোলা এযাবৎ বহুবার বর্জনের মধ্য দিয়ে গেলেও এটি বিশ্বের অন্যতম বৃহৎ সফট ড্রিংকস কোম্পানি।
২ দিন আগে