সম্পাদকীয়
নিজের জীবন উৎসর্গ করে মঈন হোসেন রাজু হয়ে উঠেছিলেন ইতিহাসের সন্তান এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রেরণার উৎস। একজন রাজুর আত্মদানে জন্ম নেয় হাজারো রাজু, যারা শিক্ষাঙ্গনে সন্ত্রাস আর দখলদারির বিরুদ্ধে আজও মেরুদণ্ড সোজা করে প্রতিবাদ করে।
মঈন হোসেন রাজুর জন্ম বরিশালের মেহেন্দীগঞ্জে। তবে তাঁর পরিবার প্রথমে চট্টগ্রাম এবং পরে ঢাকায় বসবাস শুরু করে। ঢাকায় থাকার সময় তিনি স্কুলজীবনেই যুক্ত হন ছাত্র ইউনিয়নের সঙ্গে। ১৯৮৭ সালে তিনি উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশবিজ্ঞান বিভাগে ভর্তি হন। ছিলেন বিভাগের মেধাবী শিক্ষার্থী। তৎকালীন ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সমাজকল্যাণবিষয়ক সম্পাদকের দায়িত্ব ছিল তাঁর কাঁধে। তিনি নব্বইয়ের স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৯১ সালে তিনি ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন।
১৯৯২ সালের ১৩ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ-ছাত্রদল বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। সাধারণ ছাত্রছাত্রীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। ক্যাম্পাসে তখনকার বামপন্থী ছাত্রসংগঠনের জোট গণতান্ত্রিক ছাত্র ঐক্যের ব্যানারে সন্ত্রাসবিরোধী প্রতিবাদ মিছিল বের করা হয়। ছাত্রলীগ ও ছাত্রদলের বন্দুকযুদ্ধ চলাকালেই গণতান্ত্রিক ছাত্র ঐক্যের মিছিল লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে ছাত্র ইউনিয়নের নেতা মঈন হোসেন রাজু মৃত্যুবরণ করেন। তাঁর শহীদি আত্মবলিদানকে স্মরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের সড়ক মোড়ে তৈরি করা হয় ‘সন্ত্রাসবিরোধী রাজু স্মারক ভাস্কর্য’। তাঁর মৃত্যুর পর এ দেশের প্রধান কবি শামসুর রাহমান তাঁকে নিয়ে ‘পুরানের পাখি’ নামের কবিতাটি লিখেছিলেন।
১৯৯৭ সালের ১৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এ কে আজাদ চৌধুরী ভাস্কর্যটির উদ্বোধন করেন। ভাস্কর্যটির নকশাকার ছিলেন ভাস্কর শ্যামল চৌধুরী। প্রতিবছর ১৩ মার্চ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে সন্ত্রাসবিরোধী রাজু দিবস পালন করা হয়।
নিজের জীবন উৎসর্গ করে মঈন হোসেন রাজু হয়ে উঠেছিলেন ইতিহাসের সন্তান এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রেরণার উৎস। একজন রাজুর আত্মদানে জন্ম নেয় হাজারো রাজু, যারা শিক্ষাঙ্গনে সন্ত্রাস আর দখলদারির বিরুদ্ধে আজও মেরুদণ্ড সোজা করে প্রতিবাদ করে।
মঈন হোসেন রাজুর জন্ম বরিশালের মেহেন্দীগঞ্জে। তবে তাঁর পরিবার প্রথমে চট্টগ্রাম এবং পরে ঢাকায় বসবাস শুরু করে। ঢাকায় থাকার সময় তিনি স্কুলজীবনেই যুক্ত হন ছাত্র ইউনিয়নের সঙ্গে। ১৯৮৭ সালে তিনি উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশবিজ্ঞান বিভাগে ভর্তি হন। ছিলেন বিভাগের মেধাবী শিক্ষার্থী। তৎকালীন ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সমাজকল্যাণবিষয়ক সম্পাদকের দায়িত্ব ছিল তাঁর কাঁধে। তিনি নব্বইয়ের স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৯১ সালে তিনি ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন।
১৯৯২ সালের ১৩ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ-ছাত্রদল বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। সাধারণ ছাত্রছাত্রীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। ক্যাম্পাসে তখনকার বামপন্থী ছাত্রসংগঠনের জোট গণতান্ত্রিক ছাত্র ঐক্যের ব্যানারে সন্ত্রাসবিরোধী প্রতিবাদ মিছিল বের করা হয়। ছাত্রলীগ ও ছাত্রদলের বন্দুকযুদ্ধ চলাকালেই গণতান্ত্রিক ছাত্র ঐক্যের মিছিল লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে ছাত্র ইউনিয়নের নেতা মঈন হোসেন রাজু মৃত্যুবরণ করেন। তাঁর শহীদি আত্মবলিদানকে স্মরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের সড়ক মোড়ে তৈরি করা হয় ‘সন্ত্রাসবিরোধী রাজু স্মারক ভাস্কর্য’। তাঁর মৃত্যুর পর এ দেশের প্রধান কবি শামসুর রাহমান তাঁকে নিয়ে ‘পুরানের পাখি’ নামের কবিতাটি লিখেছিলেন।
১৯৯৭ সালের ১৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এ কে আজাদ চৌধুরী ভাস্কর্যটির উদ্বোধন করেন। ভাস্কর্যটির নকশাকার ছিলেন ভাস্কর শ্যামল চৌধুরী। প্রতিবছর ১৩ মার্চ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে সন্ত্রাসবিরোধী রাজু দিবস পালন করা হয়।
যতীন স্যারকে নিয়ে কথা বলতে বসলে মনে হয়, কথাগুলো শুধু লেখা নয়—এ যেন হৃদয়ের ভেতরের কিছু টুকরো তুলে ধরা। দুপুরে হঠাৎ এক সুহৃদ ফোন করে বলল, ‘শুনেছ? যতীন স্যার নেই!’—মুহূর্তেই আমার বুক কেঁপে উঠল। মনে হলো, জীবনের এক অমূল্য আশ্রয় হঠাৎ হারিয়ে ফেলেছি।
২১ ঘণ্টা আগেএকটি ছোট পার্টি, একটি সাধারণ কমিউনিটি রুম এবং এক যুবক—১৫২০ সেডগউইক অ্যাভিনিউ, নিউইয়র্ক সিটির ব্রঙ্কস এলাকা তখন জানত না, যে এক রাতের অনুষ্ঠানই বিশ্বসংগীতের ইতিহাস বদলে দেবে। ১৯৭৩ সালের আজকের এই দিনে (১১ আগস্ট), যখন স্কুলফেরত কিছু কিশোর-তরুণীরা জমে উঠেছিল...
৩ দিন আগেযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানে অবস্থিত মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টকে বলা হয় দেশটির বৃহত্তম শিল্প জাদুঘর। আর বিশ্বে তৃতীয় বৃহত্তম। সংক্ষেপে জাদুঘরটি ‘দ্য মেট’ নামেও পরিচিত। ১৫৫ বছর পুরোনো এই জাদুঘর প্রতিষ্ঠিত হয় ১৮৭০ সালে।
৭ দিন আগেবাংলা বর্ষার দ্বিতীয় মাস শ্রাবণ। বাতাসে আর্দ্রতা, আকাশে ঘনঘোর মেঘ, আর রিমঝিম শব্দে প্রকৃতির নীরব সংগীত। এই শ্রাবণেই, ১৩৪৮ বঙ্গাব্দের ২২ তারিখ, আমাদের ছেড়ে গিয়েছিলেন বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি, বিশ্বকবি, রবীন্দ্রনাথ ঠাকুর। সেই থেকে ২২ শ্রাবণ বাঙালির জন্য শুধু এক প্রাকৃতিক ঋতুর উপলব্ধি নয়—এ এক স্মরণ,
৮ দিন আগে