প্রশান্তি, বিনোদন থেকে শুরু করে চিন্তা, লেখা, মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিসহ মানসিক চাপ থেকে মুক্তি কিংবা বোধের উন্নয়ন—সুদীর্ঘ এই বই পড়ার সুফলের তালিকা। ইন্টারনেট সহজলভ্য হওয়ার আগের এবং পরের সময়ে বই পড়াকে সময় কাটানোর প্রধান অনুষঙ্গ হিসেবে গ্রহণের প্রবণতা এক নয়। ইলেকট্রনিক মিডিয়ার ক্রমবর্ধমান আকর্ষণ সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ভারতীয়রা ই-বুক বা অডিও বুকের চেয়ে চিরায়ত কাগজের বইয়ের প্রতিই তাদের ভালো লাগার কথা জানিয়েছে। আর, কোন দেশের মানুষ বেশি বই পড়ে, সেই তালিকায়ও প্রথম দুটি দেশের নাম—যুক্তরাষ্ট্র ও ভারত।
বিশ্বের ১০২টি দেশের পাঠকদের মধ্যে সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিনের করা এক সমীক্ষা অনুসারে, বই পড়ায় বিশ্বে সবচেয়ে এগিয়ে যুক্তরাষ্ট্র। মার্কিনিরা প্রতি বছর গড়ে ১৭টি বই পড়ে। পরের স্থানে থাকা ভারতীয়রা পড়ে ১৬টি বই। ৬৫ লাখেরও বেশি পাঠকের সাক্ষাৎকার নেওয়া হয়েছে এই সমীক্ষায়।
মার্কিনিরা বছরে গড়ে ৩৫৭ ঘণ্টা বই পড়ে। বছরে ভারতীয়রা বই পড়ে গড়ে ৩৫২ ঘণ্টা। তালিকায় পরের তিনটি নাম যুক্তরাজ্য, ফ্রান্স ও ইতালি। এই তিন দেশের মানুষ বছরে বই পড়ে যথাক্রমে ৩৪৩, ৩০৫ ও ২৭৮ ঘণ্টা। ব্রিটিশরা বছরে পড়ে ১৫টি বই। ফরাসি ও ইতালীয়দের ক্ষেত্রে এই সংখ্যা যথাক্রমে ১৪ ও ১৩।
বই পড়ুয়াদের দেশের তালিকায় ৬ থেকে ১০ নম্বরে থাকা দেশগুলো হলো—কানাডা, রাশিয়া, অস্ট্রেলিয়া, স্পেন ও নেদারল্যান্ডস। বই পড়ার পেছনে এই পাঁচ দেশের মানুষ বছরে গড়ে কাটায় যথাক্রমে ২৩২, ২২৩, ২১৭, ১৮৭ ও ১৮২ ঘণ্টা। এই তালিকায় চীনের অবস্থান ১৭ নম্বরে। চীনা নাগরিকেরা বছরে ৬ দশমিক ৬১টি বই পড়ে।
যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেন চলতি বছরের এই তালিকায় রয়েছে ৪৭ নম্বরে। বছরে ১১৭ ঘণ্টা বই পড়ে ইউক্রেনীয়রা।
এই তালিকার সর্বশেষ নামটি আফগানিস্তান। বছরে গড়ে প্রায় আড়াইটি বই পড়ে আফগানরা। আর সমীক্ষায় আফগানিস্তানের পাঁচ ধাপ ওপরে অবস্থান বাংলাদেশের। বাংলাদেশিরা বছরে গড়ে ৬২ ঘণ্টায় ২ দশমিক ৭৫টি বই পড়ে।
বিশ্বব্যাপী বইয়ের বাজার ২০২৩ সালে পৌঁছেছিল ১৪ হাজার ৪৬৭ কোটি ডলারে। এই বাজার ২০২৪ থেকে ২০৩০ সাল পর্যন্ত বার্ষিক ১ দশমিক ৮ শতাংশ হারে বাড়বে বলে অনুমান করা হয়েছে।
যাপিত জীবনের নানা চাপ ও চ্যালেঞ্জ থেকে মুক্তি, সান্ত্বনা ও অনুপ্রেরণা দেয় বই। কাজের চাপ কিংবা ব্যক্তিগত প্রতিকূলতা থেকে এক টানে নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে পারে এই সঙ্গী। জ্ঞানের নীরব মহাসমুদ্রে নিজেকে নিমজ্জিত করে নতুন দৃষ্টিভঙ্গি কিংবা ব্যক্তিবিশেষের স্বভাবপ্রেরণা অর্জনেও বইয়ের প্রভাব অনস্বীকার্য। তালিকার শুরুর দিকে উন্নত বিশ্বের উপস্থিতি সেই বার্তাই দেয়।
প্রশান্তি, বিনোদন থেকে শুরু করে চিন্তা, লেখা, মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিসহ মানসিক চাপ থেকে মুক্তি কিংবা বোধের উন্নয়ন—সুদীর্ঘ এই বই পড়ার সুফলের তালিকা। ইন্টারনেট সহজলভ্য হওয়ার আগের এবং পরের সময়ে বই পড়াকে সময় কাটানোর প্রধান অনুষঙ্গ হিসেবে গ্রহণের প্রবণতা এক নয়। ইলেকট্রনিক মিডিয়ার ক্রমবর্ধমান আকর্ষণ সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ভারতীয়রা ই-বুক বা অডিও বুকের চেয়ে চিরায়ত কাগজের বইয়ের প্রতিই তাদের ভালো লাগার কথা জানিয়েছে। আর, কোন দেশের মানুষ বেশি বই পড়ে, সেই তালিকায়ও প্রথম দুটি দেশের নাম—যুক্তরাষ্ট্র ও ভারত।
বিশ্বের ১০২টি দেশের পাঠকদের মধ্যে সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিনের করা এক সমীক্ষা অনুসারে, বই পড়ায় বিশ্বে সবচেয়ে এগিয়ে যুক্তরাষ্ট্র। মার্কিনিরা প্রতি বছর গড়ে ১৭টি বই পড়ে। পরের স্থানে থাকা ভারতীয়রা পড়ে ১৬টি বই। ৬৫ লাখেরও বেশি পাঠকের সাক্ষাৎকার নেওয়া হয়েছে এই সমীক্ষায়।
মার্কিনিরা বছরে গড়ে ৩৫৭ ঘণ্টা বই পড়ে। বছরে ভারতীয়রা বই পড়ে গড়ে ৩৫২ ঘণ্টা। তালিকায় পরের তিনটি নাম যুক্তরাজ্য, ফ্রান্স ও ইতালি। এই তিন দেশের মানুষ বছরে বই পড়ে যথাক্রমে ৩৪৩, ৩০৫ ও ২৭৮ ঘণ্টা। ব্রিটিশরা বছরে পড়ে ১৫টি বই। ফরাসি ও ইতালীয়দের ক্ষেত্রে এই সংখ্যা যথাক্রমে ১৪ ও ১৩।
বই পড়ুয়াদের দেশের তালিকায় ৬ থেকে ১০ নম্বরে থাকা দেশগুলো হলো—কানাডা, রাশিয়া, অস্ট্রেলিয়া, স্পেন ও নেদারল্যান্ডস। বই পড়ার পেছনে এই পাঁচ দেশের মানুষ বছরে গড়ে কাটায় যথাক্রমে ২৩২, ২২৩, ২১৭, ১৮৭ ও ১৮২ ঘণ্টা। এই তালিকায় চীনের অবস্থান ১৭ নম্বরে। চীনা নাগরিকেরা বছরে ৬ দশমিক ৬১টি বই পড়ে।
যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেন চলতি বছরের এই তালিকায় রয়েছে ৪৭ নম্বরে। বছরে ১১৭ ঘণ্টা বই পড়ে ইউক্রেনীয়রা।
এই তালিকার সর্বশেষ নামটি আফগানিস্তান। বছরে গড়ে প্রায় আড়াইটি বই পড়ে আফগানরা। আর সমীক্ষায় আফগানিস্তানের পাঁচ ধাপ ওপরে অবস্থান বাংলাদেশের। বাংলাদেশিরা বছরে গড়ে ৬২ ঘণ্টায় ২ দশমিক ৭৫টি বই পড়ে।
বিশ্বব্যাপী বইয়ের বাজার ২০২৩ সালে পৌঁছেছিল ১৪ হাজার ৪৬৭ কোটি ডলারে। এই বাজার ২০২৪ থেকে ২০৩০ সাল পর্যন্ত বার্ষিক ১ দশমিক ৮ শতাংশ হারে বাড়বে বলে অনুমান করা হয়েছে।
যাপিত জীবনের নানা চাপ ও চ্যালেঞ্জ থেকে মুক্তি, সান্ত্বনা ও অনুপ্রেরণা দেয় বই। কাজের চাপ কিংবা ব্যক্তিগত প্রতিকূলতা থেকে এক টানে নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে পারে এই সঙ্গী। জ্ঞানের নীরব মহাসমুদ্রে নিজেকে নিমজ্জিত করে নতুন দৃষ্টিভঙ্গি কিংবা ব্যক্তিবিশেষের স্বভাবপ্রেরণা অর্জনেও বইয়ের প্রভাব অনস্বীকার্য। তালিকার শুরুর দিকে উন্নত বিশ্বের উপস্থিতি সেই বার্তাই দেয়।
গত বছরের ৫ আগস্টের পর দেশের রাজনীতির ময়দান বেশ টানটান। সংস্কার আর নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দিন-রাত কাজ করে যাচ্ছেন। নেই দম ফেলার দুদণ্ড ফুরসত। কোনো কোনো উপদেষ্টাকে ভোররাত পর্যন্ত কাজ করতে হচ্ছে। তাঁদের মধ্যে রয়েছেন দেশের সর্বকনিষ্ঠ উপদেষ্টা আসিফ মাহমুদও।
১ দিন আগেযতীন স্যারকে নিয়ে কথা বলতে বসলে মনে হয়, কথাগুলো শুধু লেখা নয়—এ যেন হৃদয়ের ভেতরের কিছু টুকরো তুলে ধরা। দুপুরে হঠাৎ এক সুহৃদ ফোন করে বলল, ‘শুনেছ? যতীন স্যার নেই!’—মুহূর্তেই আমার বুক কেঁপে উঠল। মনে হলো, জীবনের এক অমূল্য আশ্রয় হঠাৎ হারিয়ে ফেলেছি।
২ দিন আগেএকটি ছোট পার্টি, একটি সাধারণ কমিউনিটি রুম এবং এক যুবক—১৫২০ সেডগউইক অ্যাভিনিউ, নিউইয়র্ক সিটির ব্রঙ্কস এলাকা তখন জানত না, যে এক রাতের অনুষ্ঠানই বিশ্বসংগীতের ইতিহাস বদলে দেবে। ১৯৭৩ সালের আজকের এই দিনে (১১ আগস্ট), যখন স্কুলফেরত কিছু কিশোর-তরুণীরা জমে উঠেছিল...
৫ দিন আগেযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানে অবস্থিত মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টকে বলা হয় দেশটির বৃহত্তম শিল্প জাদুঘর। আর বিশ্বে তৃতীয় বৃহত্তম। সংক্ষেপে জাদুঘরটি ‘দ্য মেট’ নামেও পরিচিত। ১৫৫ বছর পুরোনো এই জাদুঘর প্রতিষ্ঠিত হয় ১৮৭০ সালে।
৯ দিন আগে