সম্পাদকীয়
বাংলার সুবেদার মীর জুমলা তাঁর আসাম অভিযানের সময় ঢাকা ও নারায়ণগঞ্জের (তৎকালীন খিজিরপুর) সংযোগকারী সড়কের পাগলা এলাকায় শীতলক্ষ্যা-বুড়িগঙ্গা নদীর সংযোগস্থলে নির্মাণ করেন পাগলা সেতু। সম্ভবত ১৬৬০ খ্রিষ্টাব্দে সম্রাট আওরঙ্গজেবের সময় সেতুটি নির্মাণ করা হয়। ধারণা করা হয়, পাগলা নদীর ওপর সেতুটি দাঁড়িয়ে ছিল বলেই এর নাম পাগলা পুল বা পাগলা সেতু। একটি মন্দিরের ভৌগোলিক সীমানার মধ্যে সেতুটির ধ্বংসাবশেষ পাওয়া যায়, যেখানে দেবতা শিবের মূর্তি ছিল। প্রাচীন ধ্বংসাবশেষটি ছিল পাগল-নাথ মন্দিরের অংশ। মোগল আমলের দৃষ্টিনন্দন সেতুটি আসলে অনেক বছর আগেই ধ্বংসপ্রায় হয়েছে। তবে আবহাওয়া ও প্রাকৃতিক কারণে ধ্বংসপ্রাপ্ত সেতুর মিনারসদৃশ কয়েকটি পিলারের ধ্বংসাবশেষ এখনো চোখে পড়ে।
ছবি: সংগৃহীত, ১৮৭০-এর দশক
বাংলার সুবেদার মীর জুমলা তাঁর আসাম অভিযানের সময় ঢাকা ও নারায়ণগঞ্জের (তৎকালীন খিজিরপুর) সংযোগকারী সড়কের পাগলা এলাকায় শীতলক্ষ্যা-বুড়িগঙ্গা নদীর সংযোগস্থলে নির্মাণ করেন পাগলা সেতু। সম্ভবত ১৬৬০ খ্রিষ্টাব্দে সম্রাট আওরঙ্গজেবের সময় সেতুটি নির্মাণ করা হয়। ধারণা করা হয়, পাগলা নদীর ওপর সেতুটি দাঁড়িয়ে ছিল বলেই এর নাম পাগলা পুল বা পাগলা সেতু। একটি মন্দিরের ভৌগোলিক সীমানার মধ্যে সেতুটির ধ্বংসাবশেষ পাওয়া যায়, যেখানে দেবতা শিবের মূর্তি ছিল। প্রাচীন ধ্বংসাবশেষটি ছিল পাগল-নাথ মন্দিরের অংশ। মোগল আমলের দৃষ্টিনন্দন সেতুটি আসলে অনেক বছর আগেই ধ্বংসপ্রায় হয়েছে। তবে আবহাওয়া ও প্রাকৃতিক কারণে ধ্বংসপ্রাপ্ত সেতুর মিনারসদৃশ কয়েকটি পিলারের ধ্বংসাবশেষ এখনো চোখে পড়ে।
ছবি: সংগৃহীত, ১৮৭০-এর দশক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানে অবস্থিত মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টকে বলা হয় দেশটির বৃহত্তম শিল্প জাদুঘর। আর বিশ্বে তৃতীয় বৃহত্তম। সংক্ষেপে জাদুঘরটি ‘দ্য মেট’ নামেও পরিচিত। ১৫৫ বছর পুরোনো এই জাদুঘর প্রতিষ্ঠিত হয় ১৮৭০ সালে।
৪ দিন আগেবাংলা বর্ষার দ্বিতীয় মাস শ্রাবণ। বাতাসে আর্দ্রতা, আকাশে ঘনঘোর মেঘ, আর রিমঝিম শব্দে প্রকৃতির নীরব সংগীত। এই শ্রাবণেই, ১৩৪৮ বঙ্গাব্দের ২২ তারিখ, আমাদের ছেড়ে গিয়েছিলেন বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি, বিশ্বকবি, রবীন্দ্রনাথ ঠাকুর। সেই থেকে ২২ শ্রাবণ বাঙালির জন্য শুধু এক প্রাকৃতিক ঋতুর উপলব্ধি নয়—এ এক স্মরণ,
৫ দিন আগেযুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামটি বিশ্বের অন্যতম প্রাকৃতিক ইতিহাসভিত্তিক জাদুঘর। এটি উদ্বোধন করা হয় ১৮৮১ সালে। ১৭৫৩ সালের দিকে বিজ্ঞানী স্যার হ্যান্স স্লোয়েনের সংগ্রহ দিয়ে যাত্রা শুরু হয় ব্রিটিশ মিউজিয়ামের। ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম ছিল ব্রিটিশ মিউজিয়ামেরই অংশ।
৫ দিন আগেইতিহাসের অন্যতম দীর্ঘ ও নির্মম সংঘাত ছিল ভিয়েতনাম যুদ্ধ। এই যুদ্ধের প্রতিটি দিন ভয়, মৃত্যু এবং সাহসিকতার এক করুণ প্রতিচ্ছবি। ঠিক এই কঠিন বাস্তবতার মাঝে ভিয়তনামের যুদ্ধের ছবি তুলতে লাগল কিশোর ফটোসাংবাদিক লু মান হং ওরফে জিমি।
৭ দিন আগে