Ajker Patrika

সমর দাস

সম্পাদকীয়
সমর দাস

সমর দাস ছিলেন বিখ্যাত যন্ত্রশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক। তাঁর জন্ম ১৯২৯ সালের ১০ ডিসেম্বর পুরান ঢাকার লক্ষ্মীবাজারে। 
সমর দাসের বাবার ছিল বাদ্যযন্ত্রের ব্যবসা আর তিনি ছিলেন সেই সময়ের নামকরা পিয়ানো টিউনার। পারিবারিকভাবেই সমরের সংগীতের হাতেখড়ি। বাবার কাছেই বেহালা বাজানো শেখেন। পরে নর্থ ফিল্ড নামের এক মিশনারির কাছে শেখেন পিয়ানো, গিটার ও বাঁশি। গিটার ও পিয়ানো বাজিয়ে অল্প বয়সেই চারদিকে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে। 

১৯৪৫ সালে মাত্র ১৬ বছর বয়সে সমর দাস তৎকালীন অল ইন্ডিয়া রেডিওর ঢাকা কেন্দ্রে বংশীবাদক হিসেবে যোগ দেন। এরপর কলকাতা বেতারসহ এইচএমভি গ্রামোফোন কোম্পানিতে যন্ত্রসংগীতশিল্পী হিসেবে কাজ করেন। ১৯৬১ সালে তৎকালীন রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্রে নিজস্ব শিল্পী হিসেবে যোগদান করেন তিনি। ১৯৬৬ সালে কিছুকাল করাচিতে পিআইএ সাংস্কৃতিক দলের সংগীত বিভাগের প্রধান ছিলেন। পূর্ব পাকিস্তানে চলচ্চিত্রশিল্প গড়ে উঠলে সমর দাস সংগীত পরিচালক হিসেবে কাজ শুরু করেন। 

সমর দাস মুখ ও মুখোশ, লটারী, মাটির পাহাড়, আসিয়া, গৌরী, ধীরে বহে মেঘনা, রাজা এলো শহরে প্রভৃতি সিনেমায় সংগীত পরিচালকের দায়িত্ব পালন করেন। নদীর সন্তান, নবারুণ, বীরাঙ্গনা সখিনা, সোনার সবুজ গাঁয়ে ছবির নৃত্যনাট্যেরও সংগীত পরিচালক ছিলেন। 

১৯৭২ সালে কলকাতার এইচএমভি কোম্পানি ‘বাংলাদেশের হৃদয় হতে’ নামে মুক্তিযুদ্ধের ২৬টি গানের রেকর্ড প্রকাশ করে। সমর দাস ছিলেন এ রেকর্ডের সংগীত পরিচালক। নবগঠিত বাংলাদেশ বেতারের সূচনা সংগীত সমর দাসের কম্পোজ করা। তিনি ১৯৭২ সালে বিবিসিতে গিয়ে বাংলাদেশের জাতীয় সংগীতের অর্কেস্ট্রা রেকর্ড করে আনেন। 

সমর দাসের সুরারোপিত আধুনিক গানগুলো হলো ‘তন্দ্রাহারা নয়ন আমার’, ‘পুরোনো আমাকে খুঁজে’, ‘লাজুক লাজুক চোখ মেলে ওই’, ‘কাঁকন কার বাজে রুমঝুম’, ‘কত যে ধীরে বহে মেঘনা’ ইত্যাদি। ঢাকায় ২০০১ সালের ২৫ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন সমর দাস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত