সম্পাদকীয়
...সাধারণ মানুষের অসীম দুঃখ-দুর্দশা আর বুর্জোয়া শাসকশ্রেণির অন্তর্গত কুৎসিত ক্ষমতালিপ্সা ও প্রতিদ্বন্দ্বী রাজনীতি উচ্ছেদ করার নির্মম কর্মকাণ্ড দেখার পর, যেকোনো পরিণত কিশোর কোনো না কোনো প্রগতিশীল বামপন্থী রাজনৈতিক ভাবাদর্শের প্রতি আকৃষ্ট হবে—সমসাময়িক কালে সেটাই নিতান্ত স্বাভাবিক ছিল। আমিও চিন্তা-চেতনায় বাঁ দিকে ঝুঁকে পড়লাম। কেনই-বা নয়। সারা দেশে, এমনকি সারা পৃথিবীতে একটি শোষণ-নিপীড়নহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা পাবে, নারী-পুরুষ নির্বিশেষে সব মানুষ আপন আপন অগ্রাধিকারের ভিত্তিতে আপন প্রতিভা বিকাশের সুযোগ পাবে, নিত্যদিনের জীবনযাপনের ভার বইয়ে ন্যুব্জ হয়ে পড়া ‘ব্যক্তি’ মানুষগুলো সমাজ ও রাষ্ট্রের উদ্দীপ্ত সহযোগিতায় জীবনের ভার লাঘব করে সৃষ্টিশীল জীবনযাপনের সুযোগ লাভ করবে—বামপন্থী ভাবাদর্শপ্রসূত এইসব রাজনৈতিক স্বপ্ন দিয়ে উদ্বুদ্ধ না হওয়ার তো কোনো কারণ ছিল না।
তবে আমার ক্ষেত্রে প্রগতিশীল বামপন্থী রাজনৈতিক ভাবাদর্শে আকৃষ্ট হওয়ার নির্ধারণী প্রণোদনা আসে যতটা না প্রায়োগিক রাজনীতির ক্লেদাক্ত ও কুৎসিত রূপ দেখার অভিজ্ঞতা থেকে, তার চেয়ে বেশি বরং নিজস্ব পঠন-পাঠনজাত বুদ্ধিবৃত্তিক উপলব্ধি থেকে। বৈশ্বিক রাজনীতির সামান্য পাঠ, দেশি-বিদেশি চিরায়ত সাহিত্যে খানিকটা বিচরণ, আর রাজনৈতিক দর্শনের কিঞ্চিৎ অধ্যয়ন আমার ভেতর একধরনের প্রাথমিক উপলব্ধি জাগ্রত করেছিল যে, শাসক-বুর্জোয়া তার রাজনীতির দৃশ্যমান কুৎসিত রূপ লুকিয়ে শেষ পর্যন্ত একটা কৃত্রিম সুশীল অবয়ব দিতে সক্ষম হলেও, যা পৃথিবীর বহু দেশে বেশ খানিকটা সম্ভব হয়েছে, সে রাজনীতি সমাজের সকল শ্রেণির গণতান্ত্রিক মুক্তি নিশ্চিত করতে অন্তর্গতভাবেই অক্ষম।
এটা ছিল আমার তাত্ত্বিক উপলব্ধি। ফলে বুর্জোয়া রাজনীতির বিপরীতে প্রগতিশীল বাম ধারার রাজনীতির প্রতি আকৃষ্ট হওয়া এবং তা বাস্তবায়নে সক্রিয় হওয়া আমার জন্য যেন অনিবার্য হয়ে উঠেছিল।
... আমার বিশ্বাস জন্মেছিল যে, যা কালক্রমে অন্তত নিজের কাছে অভ্রান্ত প্রমাণ হয়েছে, ভিন্ন ইতিহাসের ধারায় বিকশিত ভিন্ন কোনো দেশের বিপ্লবী মডেল অনুকরণ করে, কিংবা ভিন্ন কোনো দেশের রাজনৈতিক প্রেসক্রিপশন অনুসরণ করে, অন্য দেশে কোনো সফল বিপ্লব হতে পারে না। ফলে বাম ধারার প্রগতিশীল রাজনৈতিক ভাবাদর্শের প্রতি আকৃষ্ট থেকেও আমি বিবদমান মস্কো কিংবা পিকিংপন্থী শিবিরে ভিড়ে যাওয়ার কোনো আগ্রহ বোধ করিনি।
সূত্র: কথকতা, নূরুল কবীর, পৃষ্ঠা-২৫
...সাধারণ মানুষের অসীম দুঃখ-দুর্দশা আর বুর্জোয়া শাসকশ্রেণির অন্তর্গত কুৎসিত ক্ষমতালিপ্সা ও প্রতিদ্বন্দ্বী রাজনীতি উচ্ছেদ করার নির্মম কর্মকাণ্ড দেখার পর, যেকোনো পরিণত কিশোর কোনো না কোনো প্রগতিশীল বামপন্থী রাজনৈতিক ভাবাদর্শের প্রতি আকৃষ্ট হবে—সমসাময়িক কালে সেটাই নিতান্ত স্বাভাবিক ছিল। আমিও চিন্তা-চেতনায় বাঁ দিকে ঝুঁকে পড়লাম। কেনই-বা নয়। সারা দেশে, এমনকি সারা পৃথিবীতে একটি শোষণ-নিপীড়নহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা পাবে, নারী-পুরুষ নির্বিশেষে সব মানুষ আপন আপন অগ্রাধিকারের ভিত্তিতে আপন প্রতিভা বিকাশের সুযোগ পাবে, নিত্যদিনের জীবনযাপনের ভার বইয়ে ন্যুব্জ হয়ে পড়া ‘ব্যক্তি’ মানুষগুলো সমাজ ও রাষ্ট্রের উদ্দীপ্ত সহযোগিতায় জীবনের ভার লাঘব করে সৃষ্টিশীল জীবনযাপনের সুযোগ লাভ করবে—বামপন্থী ভাবাদর্শপ্রসূত এইসব রাজনৈতিক স্বপ্ন দিয়ে উদ্বুদ্ধ না হওয়ার তো কোনো কারণ ছিল না।
তবে আমার ক্ষেত্রে প্রগতিশীল বামপন্থী রাজনৈতিক ভাবাদর্শে আকৃষ্ট হওয়ার নির্ধারণী প্রণোদনা আসে যতটা না প্রায়োগিক রাজনীতির ক্লেদাক্ত ও কুৎসিত রূপ দেখার অভিজ্ঞতা থেকে, তার চেয়ে বেশি বরং নিজস্ব পঠন-পাঠনজাত বুদ্ধিবৃত্তিক উপলব্ধি থেকে। বৈশ্বিক রাজনীতির সামান্য পাঠ, দেশি-বিদেশি চিরায়ত সাহিত্যে খানিকটা বিচরণ, আর রাজনৈতিক দর্শনের কিঞ্চিৎ অধ্যয়ন আমার ভেতর একধরনের প্রাথমিক উপলব্ধি জাগ্রত করেছিল যে, শাসক-বুর্জোয়া তার রাজনীতির দৃশ্যমান কুৎসিত রূপ লুকিয়ে শেষ পর্যন্ত একটা কৃত্রিম সুশীল অবয়ব দিতে সক্ষম হলেও, যা পৃথিবীর বহু দেশে বেশ খানিকটা সম্ভব হয়েছে, সে রাজনীতি সমাজের সকল শ্রেণির গণতান্ত্রিক মুক্তি নিশ্চিত করতে অন্তর্গতভাবেই অক্ষম।
এটা ছিল আমার তাত্ত্বিক উপলব্ধি। ফলে বুর্জোয়া রাজনীতির বিপরীতে প্রগতিশীল বাম ধারার রাজনীতির প্রতি আকৃষ্ট হওয়া এবং তা বাস্তবায়নে সক্রিয় হওয়া আমার জন্য যেন অনিবার্য হয়ে উঠেছিল।
... আমার বিশ্বাস জন্মেছিল যে, যা কালক্রমে অন্তত নিজের কাছে অভ্রান্ত প্রমাণ হয়েছে, ভিন্ন ইতিহাসের ধারায় বিকশিত ভিন্ন কোনো দেশের বিপ্লবী মডেল অনুকরণ করে, কিংবা ভিন্ন কোনো দেশের রাজনৈতিক প্রেসক্রিপশন অনুসরণ করে, অন্য দেশে কোনো সফল বিপ্লব হতে পারে না। ফলে বাম ধারার প্রগতিশীল রাজনৈতিক ভাবাদর্শের প্রতি আকৃষ্ট থেকেও আমি বিবদমান মস্কো কিংবা পিকিংপন্থী শিবিরে ভিড়ে যাওয়ার কোনো আগ্রহ বোধ করিনি।
সূত্র: কথকতা, নূরুল কবীর, পৃষ্ঠা-২৫
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানে অবস্থিত মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টকে বলা হয় দেশটির বৃহত্তম শিল্প জাদুঘর। আর বিশ্বে তৃতীয় বৃহত্তম। সংক্ষেপে জাদুঘরটি ‘দ্য মেট’ নামেও পরিচিত। ১৫৫ বছর পুরোনো এই জাদুঘর প্রতিষ্ঠিত হয় ১৮৭০ সালে।
৩ দিন আগেবাংলা বর্ষার দ্বিতীয় মাস শ্রাবণ। বাতাসে আর্দ্রতা, আকাশে ঘনঘোর মেঘ, আর রিমঝিম শব্দে প্রকৃতির নীরব সংগীত। এই শ্রাবণেই, ১৩৪৮ বঙ্গাব্দের ২২ তারিখ, আমাদের ছেড়ে গিয়েছিলেন বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি, বিশ্বকবি, রবীন্দ্রনাথ ঠাকুর। সেই থেকে ২২ শ্রাবণ বাঙালির জন্য শুধু এক প্রাকৃতিক ঋতুর উপলব্ধি নয়—এ এক স্মরণ,
৪ দিন আগেযুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামটি বিশ্বের অন্যতম প্রাকৃতিক ইতিহাসভিত্তিক জাদুঘর। এটি উদ্বোধন করা হয় ১৮৮১ সালে। ১৭৫৩ সালের দিকে বিজ্ঞানী স্যার হ্যান্স স্লোয়েনের সংগ্রহ দিয়ে যাত্রা শুরু হয় ব্রিটিশ মিউজিয়ামের। ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম ছিল ব্রিটিশ মিউজিয়ামেরই অংশ।
৪ দিন আগেইতিহাসের অন্যতম দীর্ঘ ও নির্মম সংঘাত ছিল ভিয়েতনাম যুদ্ধ। এই যুদ্ধের প্রতিটি দিন ভয়, মৃত্যু এবং সাহসিকতার এক করুণ প্রতিচ্ছবি। ঠিক এই কঠিন বাস্তবতার মাঝে ভিয়তনামের যুদ্ধের ছবি তুলতে লাগল কিশোর ফটোসাংবাদিক লু মান হং ওরফে জিমি।
৬ দিন আগে