সম্পাদকীয়
আজ সুইডেন সুদূর লাতিন আমেরিকার দিকে ফিরেছে, দেশটির সংস্কৃতিকে প্রতিনিধিত্বকারী একজনকে সম্মান দেখানোর উদ্দেশ্যে। চিলির গণতন্ত্রে লালিত একজন হিসেবে আমার সামনে সুইডিশ গণতান্ত্রিক ঐতিহ্যের প্রতিনিধি দেখতে পাই, যার মৌলিকতা সমাজের অত্যন্ত মূল্যবান সৃষ্টি কাঠামোর মধ্যে বিরতিহীনভাবে নিজেকে নবায়ন করে চলেছে। পুরোনো গুণগুলোর মূল অক্ষত অবস্থায় সংরক্ষণের মাধ্যমে প্রশংসনীয় কাজগুলো ধ্বংসের হাত থেকে মুক্ত করা, বর্তমানকে গ্রহণ এবং এর পাশাপাশি ভবিষ্যতের পূর্বাভাসকে জায়গা করে দেওয়া, সুইডেন বলতে আমরা এটাই বুঝি, এই পাওয়াটা ইউরোপের জন্য সম্মানের এবং আমেরিকা উপমহাদেশকে উদ্বুদ্ধ করার মতো উদাহরণ।
নতুনদের প্রতিনিধি হিসেবে আমি সুইডেনের ধর্মীয় অভিযাত্রীদের সম্মান জানাতে চাই, যাঁরা আমার দিকে একাধিকবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমি দেশটির বিজ্ঞানীদের স্মরণ করতে চাই, যাঁরা এর জাতীয় জীবন ও মনকে সমৃদ্ধ করেছেন। এই মুহূর্তে আমি স্মরণ করি সেই সব অধ্যাপক ও শিক্ষককে, যাঁরা বাইরের অধিবাসীদের সামনে প্রশ্নাতীত মানের অনুকরণীয় পাঠশালা হাজির করে দেখিয়েছেন এবং আমি বিশ্বাস ও ভালোবাসার সঙ্গে সুইডেনের কৃষক, শ্রমিক, মজুরদের স্মরণ করতে চাই। আমার সৌভাগ্য বলা যেতে পারে, এই মুহূর্তে আমি আমার জাতির কবিদের প্রত্যক্ষ স্বর এবং স্প্যানিশ ও পর্তুগিজদের অপ্রত্যক্ষ স্বর হিসেবে আপনাদের সামনে হাজির হতে পেরেছি। উভয়ই তাদের লোকসংস্কৃতি ও কবিতার বহু শতকের ঐতিহ্যকে নিয়ে নরডিক জীবনের এই উৎসবে আমন্ত্রিত হতে পেরে আনন্দিত।
এই অনুকরণীয় জাতির, এর উত্তরাধিকার ও এর সৃষ্টিশীলতার সব চ্যালেঞ্জ উতরে যাওয়া সমুদ্র উপকূলীয় মানুষ, যাঁরা আত্মবিশ্বাসের সঙ্গে বর্তমানকে দেখার এবং নির্ভার হয়ে অতীতকে সুরক্ষিত রাখায় প্রচেষ্টারত, ঈশ্বর তাঁদের সহায় হোন।
আমার জন্মভূমি দেশটিকে প্রতিনিধিত্বকারী সবাই সুইডেনকে সম্মান করে, ভালোবাসে এবং আপনারা যে সম্মান আমাকে দেখিয়েছেন তা গ্রহণ করতে তাঁরা আমাকে পাঠিয়েছেন। চিলি আপনাদের এই উদারতাকে তার স্মৃতিতে ধারণ ও লালন করবে।
গ্যাব্রিয়েলা মিস্ত্রাল ১৯৪৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান
আজ সুইডেন সুদূর লাতিন আমেরিকার দিকে ফিরেছে, দেশটির সংস্কৃতিকে প্রতিনিধিত্বকারী একজনকে সম্মান দেখানোর উদ্দেশ্যে। চিলির গণতন্ত্রে লালিত একজন হিসেবে আমার সামনে সুইডিশ গণতান্ত্রিক ঐতিহ্যের প্রতিনিধি দেখতে পাই, যার মৌলিকতা সমাজের অত্যন্ত মূল্যবান সৃষ্টি কাঠামোর মধ্যে বিরতিহীনভাবে নিজেকে নবায়ন করে চলেছে। পুরোনো গুণগুলোর মূল অক্ষত অবস্থায় সংরক্ষণের মাধ্যমে প্রশংসনীয় কাজগুলো ধ্বংসের হাত থেকে মুক্ত করা, বর্তমানকে গ্রহণ এবং এর পাশাপাশি ভবিষ্যতের পূর্বাভাসকে জায়গা করে দেওয়া, সুইডেন বলতে আমরা এটাই বুঝি, এই পাওয়াটা ইউরোপের জন্য সম্মানের এবং আমেরিকা উপমহাদেশকে উদ্বুদ্ধ করার মতো উদাহরণ।
নতুনদের প্রতিনিধি হিসেবে আমি সুইডেনের ধর্মীয় অভিযাত্রীদের সম্মান জানাতে চাই, যাঁরা আমার দিকে একাধিকবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমি দেশটির বিজ্ঞানীদের স্মরণ করতে চাই, যাঁরা এর জাতীয় জীবন ও মনকে সমৃদ্ধ করেছেন। এই মুহূর্তে আমি স্মরণ করি সেই সব অধ্যাপক ও শিক্ষককে, যাঁরা বাইরের অধিবাসীদের সামনে প্রশ্নাতীত মানের অনুকরণীয় পাঠশালা হাজির করে দেখিয়েছেন এবং আমি বিশ্বাস ও ভালোবাসার সঙ্গে সুইডেনের কৃষক, শ্রমিক, মজুরদের স্মরণ করতে চাই। আমার সৌভাগ্য বলা যেতে পারে, এই মুহূর্তে আমি আমার জাতির কবিদের প্রত্যক্ষ স্বর এবং স্প্যানিশ ও পর্তুগিজদের অপ্রত্যক্ষ স্বর হিসেবে আপনাদের সামনে হাজির হতে পেরেছি। উভয়ই তাদের লোকসংস্কৃতি ও কবিতার বহু শতকের ঐতিহ্যকে নিয়ে নরডিক জীবনের এই উৎসবে আমন্ত্রিত হতে পেরে আনন্দিত।
এই অনুকরণীয় জাতির, এর উত্তরাধিকার ও এর সৃষ্টিশীলতার সব চ্যালেঞ্জ উতরে যাওয়া সমুদ্র উপকূলীয় মানুষ, যাঁরা আত্মবিশ্বাসের সঙ্গে বর্তমানকে দেখার এবং নির্ভার হয়ে অতীতকে সুরক্ষিত রাখায় প্রচেষ্টারত, ঈশ্বর তাঁদের সহায় হোন।
আমার জন্মভূমি দেশটিকে প্রতিনিধিত্বকারী সবাই সুইডেনকে সম্মান করে, ভালোবাসে এবং আপনারা যে সম্মান আমাকে দেখিয়েছেন তা গ্রহণ করতে তাঁরা আমাকে পাঠিয়েছেন। চিলি আপনাদের এই উদারতাকে তার স্মৃতিতে ধারণ ও লালন করবে।
গ্যাব্রিয়েলা মিস্ত্রাল ১৯৪৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান
বাংলাদেশের অ্যাংলিংকান সম্প্রদায় উপাসনার জন্য নির্মাণ করেছিল সেন্ট থমাস ক্যাথেড্রাল চার্চ। ১৮১৯ সালে শেষ হয় এর নির্মাণকাজ। ঢাকা কারাগারের কয়েদিরা নাকি এটির নির্মাণে শ্রম দিয়েছিল। কলকাতার বিশপ রেজিনাল্ড হেবার ১৮২৪ সালের ১০ জুলাই ঢাকায় এসে উদ্বোধন করেন লক্ষ্মীবাজারে অবস্থিত এই গির্জাটির।
২১ ঘণ্টা আগেআজ বিশ্ব নৃত্য দিবস। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর সহযোগী সংস্থা আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট-আইটিআই ১৯৮২ সালে ২৯ এপ্রিলকে বিশ্ব নৃত্য দিবস হিসেবে ঘোষণা করেন। মূলত নৃত্যশিল্পের বিকাশ ও বিশ্বব্যাপী নৃত্যপ্রেমীদের একত্রিত করাই এই দিবসের মূল উদ্দেশ্য। ২৯ এপ্রিল আধুনিক
১ দিন আগেদুপুরের খাবারের বিরতির পর তাঁরা আবার কাজ শুরু করেন। সন্ধ্যা ৭টায় কাজ শেষ হলে সিপির চীনা ও আইরিশ শ্রমিকেরা এক দিনে ১০ মাইল ৫৬ ফুট (১৬.১১১ কিলোমিটার) রেলপথ বসানোর অনন্য রেকর্ড গড়েন।
২ দিন আগেআলীর এই সিদ্ধান্তে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে যুক্তরাষ্ট্র। কেউ কেউ আলীর অবস্থানের প্রশংসা করেন, আবার কেউ কেউ তাঁকে আখ্যায়িত করেন বিশ্বাসঘাতক। তাঁকে বক্সিং রিংয়ে নিষিদ্ধ করা হয়, কেড়ে নেওয়া হয় অর্জিত শিরোপা। এমনকি তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনে ফেডারেল সরকারের বিচার বিভাগ।
৩ দিন আগে