আজকের পত্রিকা ডেস্ক
প্রশ্ন: আমার বড় বোনের বিয়ে হয়েছে দুই বছর হলো। গত মাসে বোনজামাই বড় অঙ্কের টাকা নিয়ে বিদেশে পালিয়ে গেছেন। বোনের সঙ্গে তিনি কোনো ধরনের যোগাযোগ করছেন না। তাঁকে দেশে ফেরত আনব কীভাবে? বিদেশে যাওয়ার পর তাঁকে কি দেশে ফেরত আনতে পারব? আমাদের এখন কী করণীয়?
ঝুমুর, পটিয়া
উওর: আপনার বোনজামাই কোন দেশে গেছেন, সেটা যদি জানতে পারেন, তবে সেই দেশের বাংলাদেশ দূতাবাসে অভিযোগ করতে পারবেন। এর আগে অবশ্যই থানায় তাঁর বিরুদ্ধে মামলা করতে হবে। পুলিশ তাঁকে খুঁজে বের করতে পারবে। বাংলাদেশ দূতাবাস ফৌজদারি অপরাধের আসামিকে ফেরত পাঠানোর জন্য পদক্ষেপ নিতে পারে।
প্রশ্ন: আমি কর্মজীবী নারী। পেশায় আর্কিটেক্ট। বিয়ে হয়েছে পাঁচ বছর আগে। বিয়ের পর প্রথম ১০ মাস স্বামীর কথামতো আমি একাই বাড়িভাড়া ও নিজের খরচ চালাই। করোনার সময় চাকরি ছেড়ে দিই। এক বছর বাড়িতে থেকে টুকটাক ফ্রিল্যান্সের কাজ করি। সে সময় সে খুবই বিরক্ত ছিল আমার ওপর। কারণ আমি আয় করি না। আর এ কারণে মানসিক নির্যাতন করত। ২০২১ সালে আমি নতুন করে কাজ শুরু করি। আমাদের দাম্পত্যজীবনে যখন সমস্যা হয়, তখন সে ফোন করে আমার বাবা-মাকে ডেকে আনে। একদিন আমার বুকের ওপর বসে গলা চেপে ধরেছিল, তখন ওকে আমি লাথি মেরে সরিয়ে দিই। ও এই কথাটা সবাইকে বলে বেড়ায়। একবার আমার শারীরিক নির্যাতনের রক্তাক্ত ছবি বাড়িতে পাঠাই, কিন্তু কোনো ধরনের সাড়া পাইনি।
কিছুদিন আগেও আমার পরিবারকে ডেকে এনে ডিভোর্সের হুমকি দিয়েছে। ওর অভিযোগ, ঝগড়া করে আমি নিজেকেই নিজে আঘাত করে বাড়িতে ছবি পাঠাই। হুমকি দিচ্ছে, আমার বিরুদ্ধে থানায় জিডি করবে। আমি সব সময় সংসারটা টিকিয়ে রাখতেই চেয়েছি। কারণ বাবার বাড়ির আবদ্ধ পরিবেশে আমার পক্ষে মানসিকভাবে সুস্থ থেকে কাজ করা সম্ভব নয়। কিন্তু যদি সেপারেশন হয়, সে ক্ষেত্রেও আমি আলাদা করে আমার মতো থাকতে চাই। আমি একটা জব করে হাসিমুখে স্বাভাবিকভাবে বাঁচতে চাই। পুরো পরিস্থিতিতে আমি কোন ধরনের আইনি সহায়তা পেতে পারি? যদি সে ডিভোর্স দেয়, তাহলে কি নিজেকে প্রমাণ করতে পারব যে আমি নির্দোষ? যদি হ্যাপিলি ডিভোর্সও হয়, তাহলে কি আমাকে জোরপূর্বক কেউ বাবার বাড়িতে ফেরত নিয়ে যেতে পারবে? যদি নিয়ে যেতে চায়, তাহলে কি আইনত কোনো সহায়তা পাব, যাতে আমি আমার মতো কর্মজীবী হোস্টেলে থেকে ক্যারিয়ার গুছিয়ে নিতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
উওর: আপনি প্রাপ্তবয়স্ক একজন মানুষ। আপনি নিজে রোজগার করেন। আপনার অভিভাবক আইনত আপনি নিজে। কাজেই আপনি কোথায় থাকবেন না থাকবেন, সংসার করবেন কি করবেন না, তা পুরোটাই আপনার ওপর নির্ভর করে। বাংলাদেশের কোনো নাগরিককে জোরপূর্বক আটকে রাখার বা ইচ্ছার বিরুদ্ধে কোথাও বাস করতে বাধ্য করতে পারে না। এটা আমাদের সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী। ডিভোর্স হলেও আপনি আপনার মতো করে যেকোনো জায়গায় থাকতে পারবেন।
পরামর্শ দিয়েছেন: আইনুন নাহার সিদ্দিকা, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট
প্রশ্ন: আমার বড় বোনের বিয়ে হয়েছে দুই বছর হলো। গত মাসে বোনজামাই বড় অঙ্কের টাকা নিয়ে বিদেশে পালিয়ে গেছেন। বোনের সঙ্গে তিনি কোনো ধরনের যোগাযোগ করছেন না। তাঁকে দেশে ফেরত আনব কীভাবে? বিদেশে যাওয়ার পর তাঁকে কি দেশে ফেরত আনতে পারব? আমাদের এখন কী করণীয়?
ঝুমুর, পটিয়া
উওর: আপনার বোনজামাই কোন দেশে গেছেন, সেটা যদি জানতে পারেন, তবে সেই দেশের বাংলাদেশ দূতাবাসে অভিযোগ করতে পারবেন। এর আগে অবশ্যই থানায় তাঁর বিরুদ্ধে মামলা করতে হবে। পুলিশ তাঁকে খুঁজে বের করতে পারবে। বাংলাদেশ দূতাবাস ফৌজদারি অপরাধের আসামিকে ফেরত পাঠানোর জন্য পদক্ষেপ নিতে পারে।
প্রশ্ন: আমি কর্মজীবী নারী। পেশায় আর্কিটেক্ট। বিয়ে হয়েছে পাঁচ বছর আগে। বিয়ের পর প্রথম ১০ মাস স্বামীর কথামতো আমি একাই বাড়িভাড়া ও নিজের খরচ চালাই। করোনার সময় চাকরি ছেড়ে দিই। এক বছর বাড়িতে থেকে টুকটাক ফ্রিল্যান্সের কাজ করি। সে সময় সে খুবই বিরক্ত ছিল আমার ওপর। কারণ আমি আয় করি না। আর এ কারণে মানসিক নির্যাতন করত। ২০২১ সালে আমি নতুন করে কাজ শুরু করি। আমাদের দাম্পত্যজীবনে যখন সমস্যা হয়, তখন সে ফোন করে আমার বাবা-মাকে ডেকে আনে। একদিন আমার বুকের ওপর বসে গলা চেপে ধরেছিল, তখন ওকে আমি লাথি মেরে সরিয়ে দিই। ও এই কথাটা সবাইকে বলে বেড়ায়। একবার আমার শারীরিক নির্যাতনের রক্তাক্ত ছবি বাড়িতে পাঠাই, কিন্তু কোনো ধরনের সাড়া পাইনি।
কিছুদিন আগেও আমার পরিবারকে ডেকে এনে ডিভোর্সের হুমকি দিয়েছে। ওর অভিযোগ, ঝগড়া করে আমি নিজেকেই নিজে আঘাত করে বাড়িতে ছবি পাঠাই। হুমকি দিচ্ছে, আমার বিরুদ্ধে থানায় জিডি করবে। আমি সব সময় সংসারটা টিকিয়ে রাখতেই চেয়েছি। কারণ বাবার বাড়ির আবদ্ধ পরিবেশে আমার পক্ষে মানসিকভাবে সুস্থ থেকে কাজ করা সম্ভব নয়। কিন্তু যদি সেপারেশন হয়, সে ক্ষেত্রেও আমি আলাদা করে আমার মতো থাকতে চাই। আমি একটা জব করে হাসিমুখে স্বাভাবিকভাবে বাঁচতে চাই। পুরো পরিস্থিতিতে আমি কোন ধরনের আইনি সহায়তা পেতে পারি? যদি সে ডিভোর্স দেয়, তাহলে কি নিজেকে প্রমাণ করতে পারব যে আমি নির্দোষ? যদি হ্যাপিলি ডিভোর্সও হয়, তাহলে কি আমাকে জোরপূর্বক কেউ বাবার বাড়িতে ফেরত নিয়ে যেতে পারবে? যদি নিয়ে যেতে চায়, তাহলে কি আইনত কোনো সহায়তা পাব, যাতে আমি আমার মতো কর্মজীবী হোস্টেলে থেকে ক্যারিয়ার গুছিয়ে নিতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
উওর: আপনি প্রাপ্তবয়স্ক একজন মানুষ। আপনি নিজে রোজগার করেন। আপনার অভিভাবক আইনত আপনি নিজে। কাজেই আপনি কোথায় থাকবেন না থাকবেন, সংসার করবেন কি করবেন না, তা পুরোটাই আপনার ওপর নির্ভর করে। বাংলাদেশের কোনো নাগরিককে জোরপূর্বক আটকে রাখার বা ইচ্ছার বিরুদ্ধে কোথাও বাস করতে বাধ্য করতে পারে না। এটা আমাদের সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী। ডিভোর্স হলেও আপনি আপনার মতো করে যেকোনো জায়গায় থাকতে পারবেন।
পরামর্শ দিয়েছেন: আইনুন নাহার সিদ্দিকা, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট
নারী অধিকারকর্মী, লেখক ও শিক্ষক নাদিরা ইয়াসমিনকে হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে পেন ইন্টারন্যাশনাল। সংস্থাটি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, তাঁকে পূর্ণাঙ্গভাবে চাকরিতে পুনর্বহাল করতে এবং নারীদের মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে। গতকাল সোমবার (১১ আগস্ট) এক
৫ ঘণ্টা আগেবিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি বিনতো কেইতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া কিনশাসায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের পুলিশ কম্পোনেন্টের প্রধান এবং ভারপ্রাপ্ত কমিশনার জেনারেল আলাইন বামেনো উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কন্টিনজেন্ট কমান্ডার
৯ ঘণ্টা আগেবিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, নারীনেত্রী অধ্যাপক মাহফুজা খানম মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। আজ মঙ্গলবার (১২ আগস্ট) একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
৯ ঘণ্টা আগেগত বছর আমার বিয়ে হয় ছেলের ইচ্ছার বিরুদ্ধে। বিয়ের কয়েক দিন পরে সে আমাকে ছেড়ে চলে যায়। আর কখনো খোঁজখবর নেয়নি। তখন আমাদের বিয়ে রেজিস্ট্রি হয়েছিল। কিন্তু তখন আমার স্বামীর বয়স কম ছিল। তার বিরুদ্ধে আমি মামলা করতে চাইলে কাজি সাহেব আমাদের বিয়ের কাবিলনামা অস্বীকার করেন। তখন আমি আদালতে নারী ও শিশু নির্যাতন আই
৭ দিন আগে