Ajker Patrika

বাসন ধোয়ার মুশকিল আসান

ফিচার ডেস্ক 
বাসন ধোয়ার মুশকিল আসান

কাউকে দাওয়াত দিয়ে রান্নাবান্না করে খাওয়ানোর পর বাসন মাজতে গিয়ে সমস্যায় পড়েন অনেকে। এত বাসন মাজতে হবে বলে মাথায় হাত পড়ে। এখান থেকেই হয়তো একদিন ডিশওয়াশার তৈরির সূত্র পেয়েছিলেন জোসেফাইন কোচরান। না হলে কি আর ডিশওয়াশার তৈরিতে মন দিতেন তিনি?

শিকাগোর উদ্ভাবক জোসেফাইন ডিশওয়াশার আবিষ্কারের জন্য প্রত্যেক মানুষের; বিশেষ করে নারীদের কাছ থেকে একটা ধন্যবাদ পেতেই পারেন। তবে জানিয়ে রাখা ভালো, জোসেফাইন আসলে কাপড় ধোয়ার যন্ত্রণা থেকে মুক্তি পেতে চেয়েছিলেন। কিন্তু কোনো এক কারণে সেটিতে তিনি সফল হতে পারেননি। এরপর তিনি ডিশওয়াশার মেশিনের একটি প্রোটোটাইপ ডিজাইন করেন। শুধু তা-ই নয়, ইলিনয়ের শেলবিভিলে নিজ বাড়িতে জোসেফাইন এর প্রথম মডেলটির নকশা করেছিলেন। ১৮৮৬ সালের ২৮ ডিসেম্বর এটির পেটেন্ট পান তিনি।

তবে পঞ্চাশের দশক পর্যন্ত সাধারণ মানুষের কাছে ডিশওয়াশার জনপ্রিয়তা পায়নি। প্রথম দিকে শুধু বড় বড় হোটেল আর রেস্তোরাঁতেই এর জায়গা হয়। তিনি এই ডিশওয়াশার তৈরির জন্য একটি প্রতিষ্ঠান তৈরি করেছিলেন, যা শেষ পর্যন্ত কিচেনএইডে পরিণত হয়। ১৮৩৯ সালের ৮ মার্চ ওহাইওর অশতাবুলা কাউন্টিতে জন্ম নেওয়া এই নারী উদ্ভাবক ১৯১৩ সালের ৩ আগস্ট শিকাগোর ইলিনয়ে মারা যান। 
সূত্র: ক্ল্যাসিক শিকাগো ম্যাগাজিন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত