Ajker Patrika

নারী ও কন্যাশিশু নির্যাতন জাতীয় সমস্যা

নিজস্ব প্রতিবেদক
নারী ও কন্যাশিশু নির্যাতন জাতীয় সমস্যা

নারী ও কন্যাশিশুর ওপর নির্যাতন জাতীয় সমস্যা হিসেবে দেখা দিয়েছে বলে জানিয়েছেন নারী ও কন্যা নির্যাতন এবং সামাজিক অনাচার প্রতিরোধ জাতীয় কমিটির নেতারা। তাঁরা বলেন, সম্প্রতি নারীর প্রতি যে ধরনের সহিংসতার ঘটনা ঘটছে, তা কেবল নারীর ইস্যু নয়; এটি একটি সামাজিক সমস্যা। এই সমস্যা দূর করতে স্বল্প ও দীর্ঘমেয়াদি কার্যক্রম নিতে হবে।

১৯ মার্চ সেগুনবাগিচার আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। ‘ঢাকাতে নারী ও কন্যার প্রতি সহিংসতার বর্তমান পরিস্থিতি ও করণীয়’ বিষয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে নারী ও কন্যার প্রতি বর্তমান ক্রমবর্ধমান সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। এসব সহিংসতা বন্ধে আশু এবং কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন নারী ও কন্যা নির্যাতন এবং সামাজিক অনাচার প্রতিরোধ জাতীয় কমিটির আহ্বায়ক ও মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। তিনি বলেন, বর্তমানে নারী ও কন্যাশিশুর প্রতি নির্যাতনের মাত্রা বেড়ে গেছে এবং এ ব্যাপারে বিশেষ প্রবণতা দেখা যাচ্ছে। যেহেতু নারী দুর্বল,

তাই নারীর প্রতি ক্ষমতা প্রদর্শন করা হয়। বিশেষ বিশেষ পরিস্থিতিতে নারী ও কন্যার প্রতি সহিংসতা বেড়ে যায়। ফলে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত