Ajker Patrika

ঝুঁকিতে প্রায় ১০ লাখ নারী

ডেস্ক রিপোর্ট
ঝুঁকিতে প্রায় ১০ লাখ নারী

ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ঝুঁকির মুখে রয়েছেন উপকূলীয় ৬ জেলার প্রায় ১০ লাখ নারী। এ ছাড়া রিমালে উপদ্রুত ১০টি জেলায় প্রায় সাড়ে ১১ হাজার অন্তঃসত্ত্বা নারী ঝুঁকির মধ্যে রয়েছেন। দেশের উপকূলীয় অঞ্চলের ৮৪ লাখের বেশি মানুষ স্বাস্থ্য, পুষ্টি, স্যানিটেশন ও নিরাপত্তাহীনতার ঝুঁকিতে পড়েছে। গুরুতর ঝুঁকিতে রয়েছে প্রায় ৩২ লাখ শিশু। গত ২৭ মে ইউনিসেফ তাদের এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।  

এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, সারা দেশে সাড়ে ৩৭ লাখের বেশি মানুষ রিমালের তাণ্ডবের শিকার। দীর্ঘ ১৪ ঘণ্টার বেশি সময়ে ধরে চলা এই ঝড়ে ক্ষতির পরিমাণ ধীরে ধীরে বাড়ছে। জলোচ্ছ্বাসে ভেসে গেছে ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা। ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী ছয়টি জেলা বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরায় ঝুঁকিতে থাকা জনপদের সংখ্যা উল্লেখ করা হয়েছে। সবচেয়ে বেশি ঝুঁকির মুখে আছে খুলনা জেলার কয়রা উপজেলা। সেখানে ৭০ হাজার ৭৯ জন নারী ঝুঁকির মুখে রয়েছেন বলে জানিয়েছে ইউনিসেফ। মধ্যম ঝুঁকির মধ্যে রয়েছে বরগুনা সদর, পটুয়াখালীর কলাপাড়া, বাগেরহাটের মোংলা ও শরণখোলা, খুলনার দাকোপ এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলা। 

ঝোড়ো হাওয়ায় বিধ্বস্ত হয়েছে প্রায় দেড় লাখ ঘরবাড়ি, বাঁধ ভেঙে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম, ভেসে গেছে অসংখ্য মাছের ঘের। কোথাও বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। এ  ছাড়া তলিয়ে গেছে সুপেয়  পানির উৎসগুলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত