ফিচার ডেস্ক
এমন অনেক বাঙালি নারী কবি ও শিল্পী আছেন, যাঁদের কাজ নিয়ে তেমন কোনো আলোচনা কোথাও নেই। অথচ নিজেদের সময়ে তাঁরা সাহিত্য ও শিল্পজগৎ সমৃদ্ধ করেছেন আপন মেধা ও মননে। তেমনই একজন বাঙালি নারী হাসিরাশি দেবী। তাঁর বোন প্রভাবতী দেবীও ছিলেন একজন জনপ্রিয় বাঙালি সাহিত্যিক।
হাসিরাশি দেবীর আঁকা ছবির মধ্যে পৌরাণিক কাহিনির আধুনিক উপস্থাপন, প্রকৃতির নিসর্গ এবং বুদ্ধের ধ্যানমগ্ন মূর্তি প্রভৃতি বিষয় ফুটে ওঠে। তিনি জলরঙে ছবি আঁকতে পছন্দ করতেন এবং তাঁর ছবিতে রঙের ব্যবহার ছিল সংযত ও সুষম। তাঁর কবিতায় মানবিক আবেগ, শোক আর প্রেমের গভীরতা প্রকাশ পায়। তাঁর লেখা কবিতাগুলোর মধ্যে ‘যে গেছে সে চলে যাক’ এবং ‘ধূসর ধুলায় ঢাকা রবে’ উল্লেখযোগ্য। তাঁর কবিতায় জীবনের দুঃখ, আশা ও সংগ্রামের চিত্র ফুটে ওঠে। তাঁর বোন প্রভাবতী দেবী গোয়েন্দা কাহিনির জন্য খ্যাতি অর্জন করেন। তিনি নারী গোয়েন্দা চরিত্র কৃষ্ণার নির্মাতা। প্রভাবতী দেবী তাঁর বোন হাসিরাশি দেবীকে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে নিয়ে যান। তাঁর সান্নিধ্যে এসে হাসিরাশি দেবী শিল্প ও সাহিত্যে আরও উন্নতি লাভ করেন। তিনি ছিলেন একাধারে চিত্রশিল্পী, ভাস্কর, কবি, লেখক ও শিশুসাহিত্যিক। সব মাধ্যমেই তাঁর খ্যাতি ছিল।
রবীন্দ্রনাথ হাসিরাশি দেবীর নতুন নাম রেখেছিলেন চিত্রলেখা। আইনজীবী পিতা গোপাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কর্মক্ষেত্র পশ্চিম দিনাজপুরে ১৯১১ সালে জন্ম হাসিরাশি দেবীর। ১৯৯৩ সালের ১২ জুন তিনি মারা যান।
এমন অনেক বাঙালি নারী কবি ও শিল্পী আছেন, যাঁদের কাজ নিয়ে তেমন কোনো আলোচনা কোথাও নেই। অথচ নিজেদের সময়ে তাঁরা সাহিত্য ও শিল্পজগৎ সমৃদ্ধ করেছেন আপন মেধা ও মননে। তেমনই একজন বাঙালি নারী হাসিরাশি দেবী। তাঁর বোন প্রভাবতী দেবীও ছিলেন একজন জনপ্রিয় বাঙালি সাহিত্যিক।
হাসিরাশি দেবীর আঁকা ছবির মধ্যে পৌরাণিক কাহিনির আধুনিক উপস্থাপন, প্রকৃতির নিসর্গ এবং বুদ্ধের ধ্যানমগ্ন মূর্তি প্রভৃতি বিষয় ফুটে ওঠে। তিনি জলরঙে ছবি আঁকতে পছন্দ করতেন এবং তাঁর ছবিতে রঙের ব্যবহার ছিল সংযত ও সুষম। তাঁর কবিতায় মানবিক আবেগ, শোক আর প্রেমের গভীরতা প্রকাশ পায়। তাঁর লেখা কবিতাগুলোর মধ্যে ‘যে গেছে সে চলে যাক’ এবং ‘ধূসর ধুলায় ঢাকা রবে’ উল্লেখযোগ্য। তাঁর কবিতায় জীবনের দুঃখ, আশা ও সংগ্রামের চিত্র ফুটে ওঠে। তাঁর বোন প্রভাবতী দেবী গোয়েন্দা কাহিনির জন্য খ্যাতি অর্জন করেন। তিনি নারী গোয়েন্দা চরিত্র কৃষ্ণার নির্মাতা। প্রভাবতী দেবী তাঁর বোন হাসিরাশি দেবীকে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে নিয়ে যান। তাঁর সান্নিধ্যে এসে হাসিরাশি দেবী শিল্প ও সাহিত্যে আরও উন্নতি লাভ করেন। তিনি ছিলেন একাধারে চিত্রশিল্পী, ভাস্কর, কবি, লেখক ও শিশুসাহিত্যিক। সব মাধ্যমেই তাঁর খ্যাতি ছিল।
রবীন্দ্রনাথ হাসিরাশি দেবীর নতুন নাম রেখেছিলেন চিত্রলেখা। আইনজীবী পিতা গোপাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কর্মক্ষেত্র পশ্চিম দিনাজপুরে ১৯১১ সালে জন্ম হাসিরাশি দেবীর। ১৯৯৩ সালের ১২ জুন তিনি মারা যান।
গত বছর আমার বিয়ে হয় ছেলের ইচ্ছার বিরুদ্ধে। বিয়ের কয়েক দিন পরে সে আমাকে ছেড়ে চলে যায়। আর কখনো খোঁজখবর নেয়নি। তখন আমাদের বিয়ে রেজিস্ট্রি হয়েছিল। কিন্তু তখন আমার স্বামীর বয়স কম ছিল। তার বিরুদ্ধে আমি মামলা করতে চাইলে কাজি সাহেব আমাদের বিয়ের কাবিলনামা অস্বীকার করেন। তখন আমি আদালতে নারী ও শিশু নির্যাতন আই
৩ দিন আগেগ্রহ-নক্ষত্র আর মহাবিশ্বের মতিগতি বোঝার জন্য রাজপরিবারে একজন জ্যোতির্বিদ থাকবেন না, তা কি হয়? সে কারণে প্রায় ৩৫০ বছর আগে, ১৬৭৫ সালে রাজা দ্বিতীয় চার্লস ব্রিটিশ রাজপরিবারে একজন জ্যোতির্বিজ্ঞানীকে নিয়োগ দেন। এই মর্যাদাপূর্ণ পদকে বলা হয় ‘অ্যাস্ট্রোনমার রয়্যাল’।
৩ দিন আগেচাঁদপুরের হাইমচর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ জান্নাতুল মাওয়া। তাঁকে অনেকে চেনে অনলাইনে চাঁদপুরের ইলিশ ও নদীর সুস্বাদু তাজা মাছ বিক্রির জন্য। এখন তিনি ‘ইলিশ রানি’ নামে বেশ পরিচিত। জীবন তাঁকে টেনে এনেছে এখানে।
৩ দিন আগেচলতি বছরের জুলাই মাসে ২৩৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ জানিয়েছে, তাদের মধ্যে ৮৬ জন কন্যা ও ১৪৯ জন নারী। মহিলা পরিষদের দেওয়া মাসিক প্রতিবেদনের তথ্য পর্যবেক্ষণ করলে দেখা যায়, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোট ১ হাজার ৭৯০ জন নারী ও কন্যাশিশু সহিংসতা...
৩ দিন আগে