ফিচার ডেস্ক
এমন অনেক বাঙালি নারী কবি ও শিল্পী আছেন, যাঁদের কাজ নিয়ে তেমন কোনো আলোচনা কোথাও নেই। অথচ নিজেদের সময়ে তাঁরা সাহিত্য ও শিল্পজগৎ সমৃদ্ধ করেছেন আপন মেধা ও মননে। তেমনই একজন বাঙালি নারী হাসিরাশি দেবী। তাঁর বোন প্রভাবতী দেবীও ছিলেন একজন জনপ্রিয় বাঙালি সাহিত্যিক।
হাসিরাশি দেবীর আঁকা ছবির মধ্যে পৌরাণিক কাহিনির আধুনিক উপস্থাপন, প্রকৃতির নিসর্গ এবং বুদ্ধের ধ্যানমগ্ন মূর্তি প্রভৃতি বিষয় ফুটে ওঠে। তিনি জলরঙে ছবি আঁকতে পছন্দ করতেন এবং তাঁর ছবিতে রঙের ব্যবহার ছিল সংযত ও সুষম। তাঁর কবিতায় মানবিক আবেগ, শোক আর প্রেমের গভীরতা প্রকাশ পায়। তাঁর লেখা কবিতাগুলোর মধ্যে ‘যে গেছে সে চলে যাক’ এবং ‘ধূসর ধুলায় ঢাকা রবে’ উল্লেখযোগ্য। তাঁর কবিতায় জীবনের দুঃখ, আশা ও সংগ্রামের চিত্র ফুটে ওঠে। তাঁর বোন প্রভাবতী দেবী গোয়েন্দা কাহিনির জন্য খ্যাতি অর্জন করেন। তিনি নারী গোয়েন্দা চরিত্র কৃষ্ণার নির্মাতা। প্রভাবতী দেবী তাঁর বোন হাসিরাশি দেবীকে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে নিয়ে যান। তাঁর সান্নিধ্যে এসে হাসিরাশি দেবী শিল্প ও সাহিত্যে আরও উন্নতি লাভ করেন। তিনি ছিলেন একাধারে চিত্রশিল্পী, ভাস্কর, কবি, লেখক ও শিশুসাহিত্যিক। সব মাধ্যমেই তাঁর খ্যাতি ছিল।
রবীন্দ্রনাথ হাসিরাশি দেবীর নতুন নাম রেখেছিলেন চিত্রলেখা। আইনজীবী পিতা গোপাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কর্মক্ষেত্র পশ্চিম দিনাজপুরে ১৯১১ সালে জন্ম হাসিরাশি দেবীর। ১৯৯৩ সালের ১২ জুন তিনি মারা যান।
এমন অনেক বাঙালি নারী কবি ও শিল্পী আছেন, যাঁদের কাজ নিয়ে তেমন কোনো আলোচনা কোথাও নেই। অথচ নিজেদের সময়ে তাঁরা সাহিত্য ও শিল্পজগৎ সমৃদ্ধ করেছেন আপন মেধা ও মননে। তেমনই একজন বাঙালি নারী হাসিরাশি দেবী। তাঁর বোন প্রভাবতী দেবীও ছিলেন একজন জনপ্রিয় বাঙালি সাহিত্যিক।
হাসিরাশি দেবীর আঁকা ছবির মধ্যে পৌরাণিক কাহিনির আধুনিক উপস্থাপন, প্রকৃতির নিসর্গ এবং বুদ্ধের ধ্যানমগ্ন মূর্তি প্রভৃতি বিষয় ফুটে ওঠে। তিনি জলরঙে ছবি আঁকতে পছন্দ করতেন এবং তাঁর ছবিতে রঙের ব্যবহার ছিল সংযত ও সুষম। তাঁর কবিতায় মানবিক আবেগ, শোক আর প্রেমের গভীরতা প্রকাশ পায়। তাঁর লেখা কবিতাগুলোর মধ্যে ‘যে গেছে সে চলে যাক’ এবং ‘ধূসর ধুলায় ঢাকা রবে’ উল্লেখযোগ্য। তাঁর কবিতায় জীবনের দুঃখ, আশা ও সংগ্রামের চিত্র ফুটে ওঠে। তাঁর বোন প্রভাবতী দেবী গোয়েন্দা কাহিনির জন্য খ্যাতি অর্জন করেন। তিনি নারী গোয়েন্দা চরিত্র কৃষ্ণার নির্মাতা। প্রভাবতী দেবী তাঁর বোন হাসিরাশি দেবীকে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে নিয়ে যান। তাঁর সান্নিধ্যে এসে হাসিরাশি দেবী শিল্প ও সাহিত্যে আরও উন্নতি লাভ করেন। তিনি ছিলেন একাধারে চিত্রশিল্পী, ভাস্কর, কবি, লেখক ও শিশুসাহিত্যিক। সব মাধ্যমেই তাঁর খ্যাতি ছিল।
রবীন্দ্রনাথ হাসিরাশি দেবীর নতুন নাম রেখেছিলেন চিত্রলেখা। আইনজীবী পিতা গোপাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কর্মক্ষেত্র পশ্চিম দিনাজপুরে ১৯১১ সালে জন্ম হাসিরাশি দেবীর। ১৯৯৩ সালের ১২ জুন তিনি মারা যান।
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও উদ্যোক্তা পারভীন মাহমুদ পেয়েছেন সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) প্রদত্ত লাইফটাইম উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫। গতকাল মঙ্গলবার শ্রীলঙ্কার কলম্বোতে হোটেল সিনামন লাইফে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে এই মর্যাদাপূর্ণ সম্মাননা দেওয়া হয়।
৬ দিন আগেবাইরে থেকে ঘরে ফিরে হাতের কাছে পাওয়া ঠান্ডা পানি কিংবা সুস্বাদু তৈরি খাবার; বাড়ি গিয়ে কী খাব—কাজে গিয়ে এমন ভাবনার মুখোমুখি না হওয়া; অথবা সারা দিনের ক্লান্তির পর শান্তিতে ঘুমানোর জন্য পাওয়া গোছানো ঘর! এই যে তৈরি খাবার, গোছানো ঘর কিংবা এক গ্লাস পানি—সবকিছুর পেছনে থাকে একজন মানুষের শ্রম। কিন্তু জমা-খরচ
৬ দিন আগেকরোনার সময় চারদিক অচল হয়ে পড়ে। সেই সময় বগুড়ার মাসুমা ইসলাম নামের ছাব্বিশ বছরের এই গৃহিণী ঘরে বসে শুরু করলেন এক নতুন উদ্যোগ। এর মধ্যে চাকরি হারালেন তাঁর স্বামী, থমকে গেল সংসার। কিন্তু হাল ছাড়লেন না মাসুমা। মাত্র ৩০০ টাকা মূলধন দিয়ে শুরু করে এখন তিনি হয়ে উঠেছেন সফল উদ্যোক্তা।
৬ দিন আগেআমার ছবি ও নাম ব্যবহার করে ফেসবুকে কেউ একজন ভুয়া অ্যাকাউন্ট খুলেছে। আমার পরিচিত সবাইকে ফ্রেন্ডস রিকোয়েস্ট পাঠাচ্ছে। সবাই আমাকে ভেবে অ্যাকসেপ্ট করছে। সবার কাছে আমার নামে খারাপ খারাপ কথা বলছে এবং টাকা ধার চাচ্ছে। আমার কয়েক বন্ধু অ্যাকাউন্টে যোগাযোগের চেষ্টা করলে তাদেরও অনেক বাজে কথা বলছে। আমার কাছের
৬ দিন আগে