Ajker Patrika

শিশুর প্রতি যৌন সহিংসতা প্রতিরোধে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে হবে: ২৬ এনজিও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ মার্চ ২০২৫, ২২: ২৯
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সারা দেশে শিশু ও নারীদের প্রতি যৌন সহিংসতা ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে শিশু সুরক্ষা এবং শিশু অধিকারের জন্য নিবেদিত ২৬টি এনজিওর (বেসরকারি সংস্থা) সমন্বয়ে গঠিত ‘শিশু যৌন নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্ক’।

এই নেটওয়ার্কের সাচিবিক দায়িত্ব পালনকারী সংস্থা হিসেবে ব্রেকিং দ্য সাইলেন্স এক বিবৃতিতে শিশুদের ওপর যৌন নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে সরকারকে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে। বিশেষ করে, মাগুরার সেই মেয়েটির অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।

ব্রেকিং দ্য সাইলেন্সের পরিচালক (কর্মসূচি ও পরিকল্পনা) মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, শিশুদের প্রতি যৌন নির্যাতন, শারীরিক নির্যাতনসহ সকল ধরনের সহিংসতা বর্তমানে মহামারি আকারে বেড়েই চলেছে। বিশেষ করে মেয়ে শিশুদের ওপর সহিংসতার প্রবণতা দেশব্যাপী ব্যাপক ক্ষোভ এবং প্রতিবাদের জন্ম দিয়েছে। আমরা একটি জোট হিসেবে এই সংকটের বিরুদ্ধে চলমান দেশব্যাপী প্রতিবাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।

বিবৃতিতে আরও বলা হয়, শিশুদের বিরুদ্ধে যৌন সহিংসতার ক্রমবর্ধমান সংখ্যা একটি জরুরি সংকটকে প্রতিফলিত করে যা সরকার, আইন প্রয়োগকারী সংস্থা এবং সাধারণ জনগণসহ সমাজের সকল স্তরের তাৎক্ষণিক পদক্ষেপের দাবি করছে। বিবৃতিতে বিচার ব্যবস্থা শক্তিশালীকরণ, শিশু কল্যাণ পরিষেবার সমন্বয়, শিশু সংস্কার কমিশন প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

‘শিশু যৌন নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্ক’ হলো ২৬টি এনজিওর একটি জোট, যা বাংলাদেশে শিশু যৌন নির্যাতন প্রতিরোধ, শিশু অধিকার এবং শিশুদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

জোটের সদস্য সংস্থাগুলো হলো—অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি), অ্যাসোসিয়েশন অব ভলান্টারি অ্যাকশনস ফর সোসাইটি (আভাস), বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টস (বিটা), বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন (বিপিএফ), কমিউনিটি পার্টিসিপেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিডি), সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিসেবিলিটি (সিএসআইডি), ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি), গ্রিন হিল, হ্যাপি ড্রিমস ফাউন্ডেশন, ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স (আইডিইএ), ইনসিডিন বাংলাদেশ, জাগো নারী, কাঠপেন্সিল, মানব কল্যাণ পরিষদ (এমকেপি), মৌমাছি, মাল্টিপারপাস সোসিও-ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (এমএসইডিএ), পরিবর্তন-খুলনা, পারটিসিপেটরি অ্যাডভান্সমেন্ট সোশ্যাল সার্ভিস (পাস), সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সি (এসডিএ), সুসমাজ ফাউন্ডেশন, সলিডারিটি, তৃণমূল উন্নয়ন সংস্থা (টিইউএস), প্রকাশ গণকেন্দ্র (পিজিকে), তাজিংডং, শিশুরাই সব এবং ব্রেকিং দ্য সাইলেন্স (বিটিএস)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত