নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া প্রথম নারী অস্ট্রীয় ঔপন্যাসিক বের্টা ফন জুটনার। পুরো নাম বের্টা ফেলিতসিটার জোফিয়ে ফ্রাইফ্রাউ ফন জুটনার। ১৮৪৩ সালে তৎকালীন চেকোস্লোভাকিয়ার রাজধানী প্রাগ শহরে জন্মগ্রহণ করেন বের্টা। ১৮৮৯ সালে ছদ্মনামে প্রকাশিত তাঁর ‘দা মেশিন’ গ্রন্থটি জনপ্রিয় হলেও বছরের শেষের দিকে প্রকাশিত উপন্যাস ‘ডাই ওয়াফেন নিডার’ তাঁকে আন্তর্জাতিক খ্যাতি ও স্বীকৃতি এনে দিয়েছিল। এই উপন্যাস অবলম্বনে মোট দুটি চলচ্চিত্র নির্মাণ করা হয়েছিল।
‘লো ডাউন ইয়োর আর্মস’ উপন্যাস প্রকাশের পরেই শান্তি আন্দোলনের নেতৃত্বদানকারী ব্যক্তিত্বে পরিণত হন বের্টা। ১৮৯১ সালে তিনি একটি শান্তিকামী সংগঠন প্রতিষ্ঠা করেন।
১৮৯২ থেকে ১৮৯৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক শান্তিকামী সাময়িকীর সম্পাদক ছিলেন বের্টা ফন জুটনার। আলফ্রেড নোবেল তাঁর সব অর্থ যেসব পুরস্কারের জন্য উইল করে দিয়েছিলেন তার মধ্যে শান্তি পুরস্কার সংযুক্ত করার পেছনে প্রভাব রয়েছে বের্টার। তিনি তাঁর বিখ্যাত উপন্যাস ‘লো ডাউন ইয়োর আর্মস’-এর জন্য ১৯০৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার মাত্র কয়েক দিন আগে ১৯১৪ সালের ২১ জুন অস্ট্রিয়ার ভিয়েনা শহরে ৭১ বছর বয়সে মারা যান বের্টা ফন জুটনার।
শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া প্রথম নারী অস্ট্রীয় ঔপন্যাসিক বের্টা ফন জুটনার। পুরো নাম বের্টা ফেলিতসিটার জোফিয়ে ফ্রাইফ্রাউ ফন জুটনার। ১৮৪৩ সালে তৎকালীন চেকোস্লোভাকিয়ার রাজধানী প্রাগ শহরে জন্মগ্রহণ করেন বের্টা। ১৮৮৯ সালে ছদ্মনামে প্রকাশিত তাঁর ‘দা মেশিন’ গ্রন্থটি জনপ্রিয় হলেও বছরের শেষের দিকে প্রকাশিত উপন্যাস ‘ডাই ওয়াফেন নিডার’ তাঁকে আন্তর্জাতিক খ্যাতি ও স্বীকৃতি এনে দিয়েছিল। এই উপন্যাস অবলম্বনে মোট দুটি চলচ্চিত্র নির্মাণ করা হয়েছিল।
‘লো ডাউন ইয়োর আর্মস’ উপন্যাস প্রকাশের পরেই শান্তি আন্দোলনের নেতৃত্বদানকারী ব্যক্তিত্বে পরিণত হন বের্টা। ১৮৯১ সালে তিনি একটি শান্তিকামী সংগঠন প্রতিষ্ঠা করেন।
১৮৯২ থেকে ১৮৯৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক শান্তিকামী সাময়িকীর সম্পাদক ছিলেন বের্টা ফন জুটনার। আলফ্রেড নোবেল তাঁর সব অর্থ যেসব পুরস্কারের জন্য উইল করে দিয়েছিলেন তার মধ্যে শান্তি পুরস্কার সংযুক্ত করার পেছনে প্রভাব রয়েছে বের্টার। তিনি তাঁর বিখ্যাত উপন্যাস ‘লো ডাউন ইয়োর আর্মস’-এর জন্য ১৯০৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার মাত্র কয়েক দিন আগে ১৯১৪ সালের ২১ জুন অস্ট্রিয়ার ভিয়েনা শহরে ৭১ বছর বয়সে মারা যান বের্টা ফন জুটনার।
গত বছর আমার বিয়ে হয় ছেলের ইচ্ছার বিরুদ্ধে। বিয়ের কয়েক দিন পরে সে আমাকে ছেড়ে চলে যায়। আর কখনো খোঁজখবর নেয়নি। তখন আমাদের বিয়ে রেজিস্ট্রি হয়েছিল। কিন্তু তখন আমার স্বামীর বয়স কম ছিল। তার বিরুদ্ধে আমি মামলা করতে চাইলে কাজি সাহেব আমাদের বিয়ের কাবিলনামা অস্বীকার করেন। তখন আমি আদালতে নারী ও শিশু নির্যাতন আই
৬ দিন আগেগ্রহ-নক্ষত্র আর মহাবিশ্বের মতিগতি বোঝার জন্য রাজপরিবারে একজন জ্যোতির্বিদ থাকবেন না, তা কি হয়? সে কারণে প্রায় ৩৫০ বছর আগে, ১৬৭৫ সালে রাজা দ্বিতীয় চার্লস ব্রিটিশ রাজপরিবারে একজন জ্যোতির্বিজ্ঞানীকে নিয়োগ দেন। এই মর্যাদাপূর্ণ পদকে বলা হয় ‘অ্যাস্ট্রোনমার রয়্যাল’।
৬ দিন আগেচাঁদপুরের হাইমচর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ জান্নাতুল মাওয়া। তাঁকে অনেকে চেনে অনলাইনে চাঁদপুরের ইলিশ ও নদীর সুস্বাদু তাজা মাছ বিক্রির জন্য। এখন তিনি ‘ইলিশ রানি’ নামে বেশ পরিচিত। জীবন তাঁকে টেনে এনেছে এখানে।
৬ দিন আগেচলতি বছরের জুলাই মাসে ২৩৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ জানিয়েছে, তাদের মধ্যে ৮৬ জন কন্যা ও ১৪৯ জন নারী। মহিলা পরিষদের দেওয়া মাসিক প্রতিবেদনের তথ্য পর্যবেক্ষণ করলে দেখা যায়, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোট ১ হাজার ৭৯০ জন নারী ও কন্যাশিশু সহিংসতা...
৬ দিন আগে