Ajker Patrika

দৌড়ে পিছিয়ে, সাঁতারে সেরা

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ১৩: ৪৮
দৌড়ে পিছিয়ে, সাঁতারে সেরা

বাবা ছিলেন কৃষক, খেলতেন হাডুডু ও কাবাডি। বাবার মতো মেয়েরও ছিল খেলোয়াড় হওয়ার ইচ্ছা। মেয়ে ভালো ছিল দৌড়ে। ১৯৯৭ সালে শিশু একাডেমি আয়োজিত প্রতিযোগিতায় নাম লিখিয়ে দৌড়ে অংশ নিতে পারেনি শিশুটি। দূর থেকে কষ্ট করে এসেছিল বলে সবশেষ ইভেন্ট সাঁতারে অংশ নিয়ে হয়েছিল জেলা পর্যায়ে প্রথম! এরপর একে একে বিভাগীয় পর্যায়ে প্রথম ও জাতীয় পর্যায়ে সাঁতারে দ্বিতীয় হয় সেই শিশু। বড় হয়ে সেই শিশুই একদিন দক্ষিণ এশিয়ান গেমসে নারীদের সাঁতারে প্রথম স্বর্ণ জয় করেছিলেন বাংলাদেশের হয়ে! এই গল্প যশোরের মেয়ে মাহফুজা খাতুন ওরফে শিলার। দেশের ইতিহাসে প্রথম নারী সাঁতারু হিসেবে একটি নয়, দুটি স্বর্ণ পেয়েছিলেন মাহফুজা খাতুন। অথচ সাঁতারের কোনো ইচ্ছাই ছিল না তাঁর। কিন্তু শিশু একাডেমির প্রতিযোগিতার পর ধীরে ধীরে দেশে, এমনকি দেশের বাইরেও সাঁতারের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের দক্ষতা ও যোগ্যতার প্রমাণ রাখেন তিনি।

এই শীতের এক সকালে মিরপুর ২ নম্বরের জাতীয় সাঁতার কমপ্লেক্সে দেখা হয়েছিল মাহফুজা খাতুনের সঙ্গে। গ্যালারির নীল চেয়ারগুলোকে ব্যাকগ্রাউন্ডে রেখে যখন তাঁর ছবি তুলছিলেন আমাদের ফটোগ্রাফার, তাঁকে বেশ সপ্রতিভ লাগছিল। আমার প্রশ্ন ছিল অনেক। বুঝতে পারছিলাম, তাঁরও বলার আছে কিছু। অবশেষে আমরা আলাপ করতে শুরু করি টুকরো টুকরোভাবে। মাহফুজার কথাগুলো রেকর্ড হতে থাকে। আর আমার মনে হতে থাকে, সেই কিশোরীর কথা, যে ঢাকায় এসেছিল দৌড়বিদ হতে। কিন্তু সময়ের বাধ্যবাধকতার কারণে হয়ে গিয়েছিল জলকন্যা। পরে এনেছিলেন দেশের জন্য আন্তর্জাতিক সোনার পদক! আর এখন, মাহফুজা খাতুন বাংলাদেশ নৌবাহিনীতে চিফ পেডি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। কী বর্ণাঢ্য জীবন! সিনেমার মতো দেখা যায় প্রতিটি ঘটনা। ভাবনায় ছেদ পড়ে। মাহফুজা তখন বলে চলেছেন নিজের অভিজ্ঞতার কথা। 

কেন সাঁতার শিখতে হবে
মেয়েদের তিনটি কারণে সাঁতার শেখা উচিত বলে মনে করেন মাজফুজা। প্রথমত, জীবন বাঁচানোর জন্য। নদীমাতৃক এই দেশে প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে বিভিন্ন অঞ্চলে। তাতে বেশি ভোগান্তিতে পড়ে নারীরা। অনেক মানুষ, বিশেষত শিশু পানিতে ডুবে মারা যায়। এর জন্য সাঁতার শিখে রাখা ভালো।

দ্বিতীয়ত, শরীর ও মন ভালো রাখতেও সাঁতার শেখা উচিত। শুধু তা-ই নয়, এর নিয়মিত অনুশীলন করাও দরকার। তৃতীয়ত, মেয়েদের কর্মসংস্থান ও সামাজিক মর্যাদা অক্ষুণ্ন রাখতে সাঁতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মাহফুজা বলেন, ‘আমরাই প্রথম ডিফেন্সে আমাদের সার্ভিস চালু করেছি। ২০১৪ সাল থেকে সেনাবাহিনী তাদের স্পোর্টস ইউনিটের মেয়েদের নেওয়া শুরু করেছে। জেলা পর্যায়ে স্পোর্টস অফিসারসহ বিভিন্ন খেলার জন্য নারী কোচও আছেন। এখানে কর্মসংস্থান তৈরি হচ্ছে। স্কুলগুলোতে শারীরিক শিক্ষা পড়ানো হচ্ছে। সেখানে শিক্ষক দরকার। শুধু সাঁতার নয়, অন্যান্য খেলার মাধ্যমেও মেয়েরা নিজেদের কর্মসংস্থান তৈরি করছেন নিজেদের যোগ্যতার পরিচয় দিয়ে। সাঁতারেও এখন কর্মসংস্থান খুলে গেছে। তাই সাঁতার জানাটা জরুরি।’

লোকের কথায় না দিই কান
সামাজিক অনেক বাধা আসে একজন নারী সাঁতারুর জীবনে। প্রথম বাধা পোশাক। মেয়েদের সাঁতারের আঁটসাঁট পোশাক নিয়ে অনেকেই অনেক কথা বলত এবং এখনো বলে। এসব কথাকে পাত্তা না দিয়ে নিজের লক্ষ্য ঠিক রাখার পরামর্শ দেন মাহফুজা। তিনি বলেন, এখন বেশির ভাগ মানুষই নারী খেলোয়াড়দের স্বাভাবিকভাবে নেয়। যখন কোনো খেলোয়াড় জার্সি পরে রাস্তা দিয়ে যান, সবাই রাস্তা করে দেয় তাঁর জন্য, সম্মানের চোখে দেখে।

এখন এই পথ আরও একটু সহজ। দরকার শুধু আগ্রহ। কেউ যে খেলা ভালো খেলে, খেলে আনন্দ পায়, তার সেটার সঙ্গেই যুক্ত হওয়া উচিত।

সুযোগ কম, তার পরও
সাঁতারের সুযোগ ইদানীং তুলনামূলক কম বলে মনে করেন মাহফুজা। এর জন্য গ্রাম ও শহরের পুকুর ভরাট করা একটা বড় কারণ বলে মনে করেন তিনি। আবার শহরে সাঁতার শেখার আগ্রহ খুব একটা নেই। মাহফুজা জানিয়েছেন, ‘আমরা চাই শহরের মেয়েরা আসুক। শহরের পরিবারগুলো তুলনামূলক সচ্ছল বলে আর্থিক বাধা কম। তারা আগ্রহী হয়ে ভালো করলে সাঁতারে নারীরা আরও এগিয়ে যেতে পারে।’ মাহফুজা জানিয়েছেন, এখন অনেক সাঁতার প্রশিক্ষণকেন্দ্র আছে জেলা-উপজেলা পর্যায়ে। এ ছাড়া ঢাকার বিভিন্ন ফাইভ স্টার হোটেলে সুইমিংপুল আছে, যেখানে সাঁতার অনুশীলন করা যায়।

মাহফুজা খাতুন এখন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সাঁতার প্রতিযোগিতায় অংশ নেন। এ ছাড়া তিনি নৌবাহিনীর হয়ে আন্তবাহিনী সাঁতার প্রতিযোগিতার নিয়মিত মুখ। 

প্রতীকী ছবিকোথায় সাঁতার শিখবেন

আইভি রহমান সুইমিংপুল, পুরানা পল্টন 

  • বয়স ৭ বছরের ওপরে যেকোনো নারী বা পুরুষ। 
  • ভর্তি ফি: এক মাসের প্রশিক্ষণে প্রথম মাসে ২ হাজার ৫০০ টাকা এবং নবায়ন ফি ২ হাজার টাকা। 
  • সময়: নারীদের জন্য বেলা ১টা থেকে ২টা, বেলা ২টা থেকে ৩টা এবং সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা। 
  • সুবিধা: ২৫০ টাকা করে দিয়ে প্রতিদিন সাঁতার অনুশীলন করা যায়। 
  • সাপ্তাহিক বন্ধ: মঙ্গল ও বুধবার এবং সোমবার বিকেল।
  • যোগাযোগ: ০২-২২৩৩৮৭৭১৪, ০১৭৯৭০২১৭৪৯।

সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স, মিরপুর 

  • বয়স: ৮ বছরের ওপরে যেকোনো নারী ও পুরুষ।
  • ভর্তি ফি: প্রথম মাসে ৩ হাজার টাকা। পরবর্তী মাস থেকে নবায়ন ফি ২ হাজার ৫০০ টাকা।
  • সাপ্তাহিক ছুটি: রবি ও সোমবার।
  • সময়সূচি: নারীদের জন্য বেলা ১টা থেকে ২টা, বেলা ২টা থেকে ৩টা। 
  • সুবিধা: দৈনিক ২৫০ টাকা দিয়ে ১ ঘণ্টা সাঁতার অনুশীলন করা যায়। 
  • যোগাযোগ: ০১৭৭৫০১৩৯৬৭। 

অফিসার্স ক্লাব, বেইলি রোড 

  • সদস্য না হয়েও সাঁতার শেখা যায় এখানে। 
  • বয়স: ৫ থেকে ১০ বছর ও ১০ বছরের বেশি বয়সী নারী।
  • সময়: সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত সর্বসাধারণের জন্য। 
  • ভর্তি ফি: সাধারণ মানুষের জন্য ৫ হাজার টাকা। 
  •  সময়: বেলা দেড়টা থেকে আড়াইটা। ১০ বছরের বেশি বয়সী নারীদের জন্য বেলা ৩টা থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত। 
  • যোগাযোগ: ০১৭৫৭৩২০১০৭। 

সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স, ধানমন্ডি 

  • এখানে শুধু নারীদের সাঁতার শেখানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের উল্টো দিকে শারীরিক শিক্ষা কেন্দ্রে ঢাকা সুইমিংপুলে সাঁতার প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন তারকা হোটেলেও সাঁতার শেখার ব্যবস্থা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত