Ajker Patrika

আমার মা আলোর এক উৎস

কনকচাঁপা চাকমা
আপডেট : ১০ মে ২০২৩, ১৬: ০৩
আমার মা আলোর এক উৎস

মাকে নিয়ে প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার ‘বিশ্ব মা দিবস’ পালন করা হয়। মায়ের প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশের জন্য দিনটি পালন করা হয়। ১৯১৪ সালের ৮ মে মার্কিন কংগ্রেস মে মাসের দ্বিতীয় রোববারকে ‘মা’ দিবস ঘোষণা করে। সেদিন থেকে শুরু হয় মা দিবসের যাত্রা। এরই ধারাবাহিকতায় দিবসটি এখন বাংলাদেশসহ অন্যান্য দেশে মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে। মা দিবসকে কেন্দ্র করে মায়ের গল্প বলেছেন কনকচাঁপা চাকমা

আমার মা সরত মালা চাকমা। তিনি একজন অসাধারণ কোমরতাঁতের বুননশিল্পী ছিলেন। মায়ের বয়স যখন সাত, তখন থেকে তিনি কাপড় বুনতেন। ছোটবেলা থেকেই তিনি অনেক কঠিন নকশা তৈরি করতে পারতেন। বিয়ের পর রাঙামাটি শহরে শুরু হয়েছিল মায়ের বুননশিল্পের যাত্রা, নতুন করে। প্রথমে এলাকাভিত্তিক, এরপর চট্টগ্রাম থেকে ঢাকা, পরবর্তী সময়ে আন্তর্জাতিক অঙ্গন। আন্তর্জাতিক অঙ্গনে বহু পুরস্কার, সম্মাননা ও পদক পেয়েছেন আমার মা। মায়ের বিপুল শিল্পকর্ম চাকমা জনগোষ্ঠীর মধ্যে অনুপ্রেরণা হয়ে থাকবে।

আমার মা লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান গত পয়লা বৈশাখ। দীর্ঘ তিন বছর রোগটির সঙ্গে যুদ্ধ করেন তিনি। নিজের বুননশিল্পের পাশাপাশি তিনি তৈরি করেন অসংখ্য গুণগ্রাহী ও শিষ্য। আশা করি, তাঁরা মায়ের দেখানো পথে আরও এগিয়ে যাবেন।

আমি মনে করি, আমার মা মানুষ হিসেবে, মা হিসেবে একজন অসম্ভব বুদ্ধিমতী ছিলেন। শিক্ষাগত যোগ্যতা না থাকলেও তাঁর বুদ্ধি, মেধা আর সৃষ্টিশীলতা তাঁকে এক উচ্চ স্থানে পৌঁছে দিয়েছে।

তিনি তাঁর সন্তানদের সুশিক্ষিত করেছেন। আমি তাঁকে আমার কাজের অনুপ্রেরণা হিসেবে বেছে নিয়েছি। মাকে দেখেছি তাঁর বুননপ্রতিভা নকশার মাধ্যমে ফুটিয়ে তুলতে। আর আমার আশপাশের প্রকৃতিকে ক্যানভাসে ফুটিয়ে তুলেছি রংতুলির মাধ্যমে। এভাবেই মায়ের কাজের সঙ্গে নিজের কাজের মিল খুঁজে পাই।

আমার অন্যান্য ভাইবোনও পড়ালেখা করে কর্মক্ষেত্রে নিয়োজিত ছিল। ১০ বছর আগে আমার বড় বোন ও এক ভাইয়ের মৃত্যু হয়। তখন সন্তান হারানোর ব্যথা মাকে শক্তিতে পরিণত করতে দেখেছি। জীবনে যত ঝড়ই আসুক, এক দিনের জন্যও আমার মায়ের কাজ থেমে থাকেনি। স্বামী মিঠুর মৃত্যুর 
পর খুব একা হয়ে পড়েছিলাম।

তখন ছায়াসঙ্গী ছিলেন আমার মা। তিনি আমাকে সাহস দিয়েছেন, বেঁচে থাকার অনুপ্রেরণা জুগিয়েছেন।

খুব কাছ থেকে আমার মায়ের জীবনসংগ্রাম দেখেছি। আমার মা আমাকে শিখিয়েছেন কীভাবে সংগ্রাম করে বাঁচতে হয়। আমার জীবনের সব সংগ্রামে তাঁকে পাশে পেয়েছি। নারীদের শত বাধার মুখেও লড়াই করে নিজের অধিকার প্রতিষ্ঠা করার শিক্ষাই তিনি আমাকে দিয়েছেন। আমার মা আমার আদর্শ। তাঁর দেওয়া অনুপ্রেরণা আমাকে জীবনে আলো দেখিয়েছে, ভবিষ্যতেও দেখাবে।

লেখক: একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত