মন্টি বৈষ্ণব, ঢাকা
তাঁদের কেউ কেউ প্রতিদিন ১১ থেকে ১৪ ঘণ্টা কাজ করেন। একই সঙ্গে সামলান পরিবার আর কর্মক্ষেত্র। সমান তালে সাজিয়ে তোলেন সহকর্মীদের স্বপ্নসৌধ। আপনার চারদিক যখন হতাশা আর ‘নেই নেই’ চিৎকারে ভরে আছে, তখন তাঁরা স্বপ্ন দেখছেন সফল হওয়ার। যখন আপনি সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক ‘ফানে’ মজে আওড়ে চলেছেন গালগল্প, তখন তাঁরা সাজিয়ে চলেছেন পরিবার-সন্তান-সহকর্মীর ভবিষ্যৎ। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গেলে এমন দৃশ্যই এখন চোখে পড়বে আপনার।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএমই ফাউন্ডেশনের আয়োজনে শুরু হয়েছে দশম জাতীয় এসএমই পণ্য মেলা। ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের পণ্য বিপণনের জন্য প্রতিবছর এসএমই ফাউন্ডেশন এই মেলার আয়োজন করে। মেলায় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা, উপজেলার উদ্যোক্তারা অংশ নেন। সে উদ্যোক্তাদের গল্প জানতে এক দুপুরে হাজির হই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।
মেলায় ঘুরতে ঘুরতে কথা হয় ঢাকার বাইরে থেকে আসা কয়েকজন নারী উদ্যোক্তার সঙ্গে। তাঁদের চোখমুখে ঝিলিক দিয়ে উঠছে সফল হওয়ার স্বপ্ন। এঁদের কেউ প্রথমবারের মতো মেলায় এসেছেন। বিক্রির ফাঁকে তাঁরা কথা বলছেন দেশের অন্য প্রান্ত থেকে আসা নারী উদ্যোক্তাদের সঙ্গে। বিনিময় হচ্ছে অভিজ্ঞতা। এতে একজনের সাহস ও প্রতিজ্ঞা ছড়িয়ে যাচ্ছে অন্যজনের মধ্যে। এ যেন ‘এনার্জি পাসিং গেম’, একান্তই নারীদের।
মেলায় হাঁটতে হাঁটতে চোখ আটকে গেল ইলোরা পারভিনের বৈচিত্র্যময় স্টলে। তিনি এসেছেন নড়াইল থেকে। বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের নিকটতম আত্মীয় তিনি। ইলোরা সুই-সুতা দিয়ে তৈরি করেছেন পৃথিবীর বিখ্যাত ব্যক্তিত্বদের প্রতিকৃতি। তাঁর বয়স যখন ৮ থেকে ১০ বছর, তখন তিনি তাঁর কাকু বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ছবি আঁকা দেখতেন। সে সময় তাঁর মনে কৌতূহল জাগে। তা থেকে সূচিশিল্পের প্রতি আগ্রহ বাড়ে ইলোরার। গতবারের এসএমই মেলায় তিনি সেরা উদ্যোক্তা হিসেবে বিজয়ী হন। নিজের প্রাপ্তি নিয়ে ইলোরা বলেন, ‘কাজ করে যাও। খ্যাতি নিজে থেকে আসবে। আমি প্রতিদিন প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা কাজ করি। জাদুঘর আমার ছবি কিনেছে। এটা আমার জীবনে অনেক বড় পাওয়া। বাংলা একাডেমি থেকে ১০০ গুণী শিল্পীর বই প্রকাশিত হবে। সে ১০০ জনের মধ্যে আমি একজন।’
শ্রীমঙ্গল থেকে এসেছেন বৃষ্টি। বিভিন্নভাবে অসহায় হয়ে যাওয়া নারীদের নিয়ে কাজ করেন তিনি। তাঁর প্রতিষ্ঠানে প্রায় ২০ জন নারী কাজ করছেন। বৃষ্টি জানালেন তাঁর অভিজ্ঞতার সারমর্ম। বললেন, ‘আমাদের দেশের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া প্রয়োজন। এতে সংসারের জন্য ভালো হয়। কারণ, বেশির ভাগ নারী অর্থের জন্য পুরুষদের ওপর নির্ভরশীল। এতে সংসারে একজনের ওপর চাপ পড়ে বেশি।’
একটি সেলাই মেশিন দিয়ে শুরু করেছিলেন নিজের স্বপ্ন পূরণের কাজ। ধীরে ধীরে নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি। তাঁর নাম নীলাঞ্জনা, এসেছেন রাজশাহী থেকে। খুলনার মেয়ে সাবিনা। মেলায় প্রথমবারের মতো এসেছেন। জানালেন, একসঙ্গে অনেক নারী উদ্যোক্তা দেখে তাঁর ভালো লাগছে। সাবিনার সঙ্গে কাজ করেন প্রায় ৩৫০ জন নারী কর্মী। সবার স্বপ্ন পূরণের ভার যেন একা সাবিনার ওপর!
কক্সবাজার থেকে প্রথম এসেছেন ফাতেমা। তাঁর ‘বন্ধুতা’ স্টল থেকে একখানা শাড়ি চলে গেছে সুদূর আমেরিকায়। এতে ভীষণ খুশি ফাতেমা। বাবা মারা যাওয়ার পর সংসারের খারাপ সময় শুরু হলে নিজেই কিছু একটা করার কথা ভাবেন তিনি। মাত্র ১ হাজার ৩০০ টাকা নিয়ে শুরু করেন ‘বন্ধুতা’র কাজ।
তাঁদের কেউ কেউ প্রতিদিন ১১ থেকে ১৪ ঘণ্টা কাজ করেন। একই সঙ্গে সামলান পরিবার আর কর্মক্ষেত্র। সমান তালে সাজিয়ে তোলেন সহকর্মীদের স্বপ্নসৌধ। আপনার চারদিক যখন হতাশা আর ‘নেই নেই’ চিৎকারে ভরে আছে, তখন তাঁরা স্বপ্ন দেখছেন সফল হওয়ার। যখন আপনি সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক ‘ফানে’ মজে আওড়ে চলেছেন গালগল্প, তখন তাঁরা সাজিয়ে চলেছেন পরিবার-সন্তান-সহকর্মীর ভবিষ্যৎ। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গেলে এমন দৃশ্যই এখন চোখে পড়বে আপনার।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএমই ফাউন্ডেশনের আয়োজনে শুরু হয়েছে দশম জাতীয় এসএমই পণ্য মেলা। ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের পণ্য বিপণনের জন্য প্রতিবছর এসএমই ফাউন্ডেশন এই মেলার আয়োজন করে। মেলায় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা, উপজেলার উদ্যোক্তারা অংশ নেন। সে উদ্যোক্তাদের গল্প জানতে এক দুপুরে হাজির হই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।
মেলায় ঘুরতে ঘুরতে কথা হয় ঢাকার বাইরে থেকে আসা কয়েকজন নারী উদ্যোক্তার সঙ্গে। তাঁদের চোখমুখে ঝিলিক দিয়ে উঠছে সফল হওয়ার স্বপ্ন। এঁদের কেউ প্রথমবারের মতো মেলায় এসেছেন। বিক্রির ফাঁকে তাঁরা কথা বলছেন দেশের অন্য প্রান্ত থেকে আসা নারী উদ্যোক্তাদের সঙ্গে। বিনিময় হচ্ছে অভিজ্ঞতা। এতে একজনের সাহস ও প্রতিজ্ঞা ছড়িয়ে যাচ্ছে অন্যজনের মধ্যে। এ যেন ‘এনার্জি পাসিং গেম’, একান্তই নারীদের।
মেলায় হাঁটতে হাঁটতে চোখ আটকে গেল ইলোরা পারভিনের বৈচিত্র্যময় স্টলে। তিনি এসেছেন নড়াইল থেকে। বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের নিকটতম আত্মীয় তিনি। ইলোরা সুই-সুতা দিয়ে তৈরি করেছেন পৃথিবীর বিখ্যাত ব্যক্তিত্বদের প্রতিকৃতি। তাঁর বয়স যখন ৮ থেকে ১০ বছর, তখন তিনি তাঁর কাকু বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ছবি আঁকা দেখতেন। সে সময় তাঁর মনে কৌতূহল জাগে। তা থেকে সূচিশিল্পের প্রতি আগ্রহ বাড়ে ইলোরার। গতবারের এসএমই মেলায় তিনি সেরা উদ্যোক্তা হিসেবে বিজয়ী হন। নিজের প্রাপ্তি নিয়ে ইলোরা বলেন, ‘কাজ করে যাও। খ্যাতি নিজে থেকে আসবে। আমি প্রতিদিন প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা কাজ করি। জাদুঘর আমার ছবি কিনেছে। এটা আমার জীবনে অনেক বড় পাওয়া। বাংলা একাডেমি থেকে ১০০ গুণী শিল্পীর বই প্রকাশিত হবে। সে ১০০ জনের মধ্যে আমি একজন।’
শ্রীমঙ্গল থেকে এসেছেন বৃষ্টি। বিভিন্নভাবে অসহায় হয়ে যাওয়া নারীদের নিয়ে কাজ করেন তিনি। তাঁর প্রতিষ্ঠানে প্রায় ২০ জন নারী কাজ করছেন। বৃষ্টি জানালেন তাঁর অভিজ্ঞতার সারমর্ম। বললেন, ‘আমাদের দেশের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া প্রয়োজন। এতে সংসারের জন্য ভালো হয়। কারণ, বেশির ভাগ নারী অর্থের জন্য পুরুষদের ওপর নির্ভরশীল। এতে সংসারে একজনের ওপর চাপ পড়ে বেশি।’
একটি সেলাই মেশিন দিয়ে শুরু করেছিলেন নিজের স্বপ্ন পূরণের কাজ। ধীরে ধীরে নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি। তাঁর নাম নীলাঞ্জনা, এসেছেন রাজশাহী থেকে। খুলনার মেয়ে সাবিনা। মেলায় প্রথমবারের মতো এসেছেন। জানালেন, একসঙ্গে অনেক নারী উদ্যোক্তা দেখে তাঁর ভালো লাগছে। সাবিনার সঙ্গে কাজ করেন প্রায় ৩৫০ জন নারী কর্মী। সবার স্বপ্ন পূরণের ভার যেন একা সাবিনার ওপর!
কক্সবাজার থেকে প্রথম এসেছেন ফাতেমা। তাঁর ‘বন্ধুতা’ স্টল থেকে একখানা শাড়ি চলে গেছে সুদূর আমেরিকায়। এতে ভীষণ খুশি ফাতেমা। বাবা মারা যাওয়ার পর সংসারের খারাপ সময় শুরু হলে নিজেই কিছু একটা করার কথা ভাবেন তিনি। মাত্র ১ হাজার ৩০০ টাকা নিয়ে শুরু করেন ‘বন্ধুতা’র কাজ।
২০২৪ সালের ডিসেম্বর থেকে আইসল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন ক্রিস্ট্রুন মজল ফ্রস্টাডোত্তির। ৩৬ বছর বয়সে তিনি আইসল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এদিকে নিজের দেশ থেকে নির্বাসিত হয়ে দেশে ফিরে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন নামিবিয়ার সাবেক
২ দিন আগেআমি এইচএসসি পরীক্ষার্থী। আমার বাবা-মা প্রায় চার বছর ধরে আলাদা থাকছেন। বাবা একাধিক নারীতে আসক্ত ছিলেন। সে কারণে মাকে মারধর করতেন। শেষমেশ মা বাড়ি ছেড়ে চলে আসেন। এর পর থেকে বাবা আমার খরচ দেওয়া বন্ধ করে দেন। তবে কখনো কখনো পারিবারিক চাপের কারণে কিছু দেন, আবার বন্ধ করে দেন।
২ দিন আগেতার কোনো সাম্রাজ্য নেই, রাজপ্রাসাদ নেই। কখনো স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন বানানো, কখনো বিশুদ্ধ পানির প্রয়োজনীয়তা উপলব্ধি, কখনো ইভ টিজিং, বাল্যবিবাহ, যৌতুক প্রথা বন্ধসহ বিভিন্ন বিষয়ে সতর্কতা গড়ে তোলাতেই তার আগ্রহ বেশি। মেয়েটির নাম মীনা। আমরা জানি না মীনার বয়স কত, তার বাড়ি কোথায়। কোথায় সেই
২ দিন আগেদক্ষিণ আফ্রিকার সমাজকর্মী, রাজনীতিবিদ ও বর্ণবাদবিরোধী সংগ্রামের নেত্রী উইনি ম্যান্ডেলা। তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্যবিরোধী সংগ্রামের এক কিংবদন্তি চরিত্র। তিনি নেলসন ম্যান্ডেলার দ্বিতীয় স্ত্রী। যখন ম্যান্ডেলা প্রায় ২৭ বছর কারাবন্দী ছিলেন, তখন উইনি বাইরে থেকে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।
২ দিন আগে