Ajker Patrika

বাপ্পি লাহিড়ির ‘জিমি জিমি’ গান গেয়ে চীনে লকডাউনের প্রতিবাদ 

বাপ্পি লাহিড়ির ‘জিমি জিমি’ গান গেয়ে চীনে লকডাউনের প্রতিবাদ 

ভারতের জনপ্রিয় সংগীত তারকা প্রয়াত বাপ্পি লাহিড়ির ‘জিমি জিমি’ গান হয়ে উঠেছে কিনা আন্দোলনের প্রতীক। তাও আবার চীনের মতো দেশে। ১৯৮২ সালে আরেক তারকা মিঠুন চক্রবর্তীর ‘ডিস্কো ড্যান্সার’ সিনেমার এই গান গেয়ে লকডাউনের প্রতিবাদ জানাচ্ছেন অনেকে। 

এনডিটিভির খবরে জানা যায়, বাপ্পি লাহিড়ির সুরে ‘জিমি জিমি’ গানটি একটু বদলে ‘জিয়ে মি জিয়ে মি’ গাচ্ছে চীনা নেটিজেনারা। মান্দারিন ভাষায় ‘জিয়ে মি’ অর্থ ‘আমাকে ভাত দাও’। করোনার বিধিনিষেধে ত্যক্ত–বিরক্ত হয়েই এই অভিনব পথ বেছে নিয়েছে তাঁরা। চীনা সামাজিক মাধ্যমে রীতিমতো ‘ট্রেন্ডিং’ এই গান।

মান্দারিন ভাষার গানটির অনুবাদ করলে বাংলায় দাঁড়ায়–‘আমায় ভাত দাও, ভাতের জন্য আমাকে বাইরে বেরোতেই হবে।’ চীনের ‘জিরো কোভিড’ নীতির প্রতিবাদে এই গান গাওয়া হচ্ছে। করোনার কারণে আরোপিত বিধিনিষেধ বন্ধ করার দাবি জানানো হচ্ছে এই গানের মাধ্যমে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনের মতো যেসব নির্দেশাবলি জারি করেছে প্রশাসন, তাতে খুশি নন দেশটির জনগণ। বিধিনিষেধের ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন। তাই বাপ্পি লাহিড়ির গান দিয়ে এভাবেই প্রশাসনের ‘জিরো কোভিড’ নীতির বিরুদ্ধে আওয়াজ তুলেছেন অনেকে। 

যদিও হিন্দি গানের জনপ্রিয়তা চীনে নতুন কিছু নয়। এর আগেও দেশটিতে বলিউডের প্রভাবের প্রমাণ মিলেছে। ১৯৫০-৬০ দশকের হিন্দি ছবি নিয়েও মাতামাতি ছিল। হালের ‘থ্রি ইডিয়টস’, ‘সিক্রেট সুপারস্টার’, ‘হিন্দি মিডিয়াম’, ‘দঙ্গল’, ‘আন্ধাধুন’-এর মতো ছবিও চীনের বক্স অফিসে দারুণ সাড়ে ফেলেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত