দীর্ঘ ৩০ বছর হিমায়িত থাকা মানব ভ্রূণ থেকে জন্ম নিয়েছে যমজ শিশু। তাদের নাম লিডিয়া ও টিমোথি। মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, ভ্রূণটি যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল এমব্রায়ো ডোনেশান সেন্টারে’ সংরক্ষিত ছিল।
ন্যাশনাল এমব্রায়ো ডোনেশান সেন্টার জানিয়েছে, গত ৩১ অক্টোবর লিডিয়া ও টিমোথির জন্ম হয়েছে। এদের জন্ম দিয়েছেন ফিলিপ ও র্যাচেল দম্পতি। এটিই বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় হিমায়িত থাকা ভ্রূণ। এর আগে রেকর্ডটি ছিল মলি গিবসনের ঝুলিতে। ২৭ বছর হিমায়িত থাকা একটি ভ্রূণ থেকে ২০২০ সালে জন্ম নিয়েছে মলি। তারও আগে মলির বোন এমার জন্ম হয়েছে ২৪ বছর ধরে হিমায়িত থাকা একটি ভ্রূণ থেকে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এমব্রায়ো ডোনেশান সেন্টারে যেকোনো পুরুষ বা নারী তাঁদের ভ্রূণ সংরক্ষণ করে রাখতে পারেন। ভবিষ্যতে কোনো দম্পতি চাইলেই সেখান থেকে ভ্রূণের মান, বয়স ও ভ্রূণদাতা সম্পর্কে জেনে ভ্রূণ নিতে পারেন। এ জন্য কোনো অর্থ খরচ করতে হয় না।
ফিলিপ এবং র্যাচেলের ইচ্ছা ছিল ওই রকম হিমায়িত একটি ভ্রূণ থেকে সন্তানের জন্ম দেওয়া। যদিও তাদের ঘরে আগে থেকেই চারটি সন্তান রয়েছে। একজনের বয়স ৮, একজনের ৬, আরেকজনের ৩ এবং সবচেয়ে ছোটটির বয়স ২। এদের কেউই অবশ্য দাতাদের কাছ থেকে নেওয়া ভ্রূণ থেকে জন্ম নেয়নি। এই পদ্ধতিকে বলা হয় ‘আইভিএফ’ পদ্ধতি।
ফিলিপ রিজওয়ে বলেছেন, ‘আমাদের চারটি সন্তান রয়েছে। তারপরও একটি বড় পরিবার গড়ে তোলার লক্ষ্যে আমি আইভিএফ পদ্ধতিতে গর্ভধারণ করেছিলাম।’
এদিকে র্যাচেল জানান, তাঁরা ন্যাশনাল এমব্রায়ো ডোনেশান সেন্টারে গিয়ে জানতে পারেন, সেখানে ১৯৯২ সালের ২২ এপ্রিল থেকে একটি ভ্রূণ সংরক্ষিত রয়েছে। তবে ভ্রূণদাতার নাম তাঁরা জানেন না। ফিলিপ-র্যাচেল দম্পতি তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেন, ভ্রূণটিকে তাঁরা পৃথিবীর আলো দেখাবেন। যুক্তরাষ্ট্রে ভ্রূণ নেওয়ার ঘটনা নতুন না হলেও ৩০ বছরের পুরোনো ভ্রূণ থেকে সন্তান জন্ম দেওয়া নিঃসন্দেহে প্রথম।
চলতি বছরের ৩১ অক্টোবর অবশেষে পৃথিবীর আলো দেখেছে, সেই ভ্রূণ থেকে জন্ম নেওয়া দুটি ফুটফুটে শিশু লিডিয়া ও টিমোথি। সন্তান দুটি জন্ম নেওয়ার পর উচ্ছ্বসিত ফিলিপ সাংবাদিকদের বলেছেন, ‘পুরো প্রক্রিয়া নিয়ে আমরা খুব উত্তেজনার মধ্যে ছিলাম। কিন্তু সবচেয়ে পুরোনো ভ্রূণ থেকে শিশুর জন্ম দিয়ে কোনো রেকর্ড ইচ্ছা আমাদের ছিল না।’
দীর্ঘ ৩০ বছর হিমায়িত থাকা মানব ভ্রূণ থেকে জন্ম নিয়েছে যমজ শিশু। তাদের নাম লিডিয়া ও টিমোথি। মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, ভ্রূণটি যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল এমব্রায়ো ডোনেশান সেন্টারে’ সংরক্ষিত ছিল।
ন্যাশনাল এমব্রায়ো ডোনেশান সেন্টার জানিয়েছে, গত ৩১ অক্টোবর লিডিয়া ও টিমোথির জন্ম হয়েছে। এদের জন্ম দিয়েছেন ফিলিপ ও র্যাচেল দম্পতি। এটিই বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় হিমায়িত থাকা ভ্রূণ। এর আগে রেকর্ডটি ছিল মলি গিবসনের ঝুলিতে। ২৭ বছর হিমায়িত থাকা একটি ভ্রূণ থেকে ২০২০ সালে জন্ম নিয়েছে মলি। তারও আগে মলির বোন এমার জন্ম হয়েছে ২৪ বছর ধরে হিমায়িত থাকা একটি ভ্রূণ থেকে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এমব্রায়ো ডোনেশান সেন্টারে যেকোনো পুরুষ বা নারী তাঁদের ভ্রূণ সংরক্ষণ করে রাখতে পারেন। ভবিষ্যতে কোনো দম্পতি চাইলেই সেখান থেকে ভ্রূণের মান, বয়স ও ভ্রূণদাতা সম্পর্কে জেনে ভ্রূণ নিতে পারেন। এ জন্য কোনো অর্থ খরচ করতে হয় না।
ফিলিপ এবং র্যাচেলের ইচ্ছা ছিল ওই রকম হিমায়িত একটি ভ্রূণ থেকে সন্তানের জন্ম দেওয়া। যদিও তাদের ঘরে আগে থেকেই চারটি সন্তান রয়েছে। একজনের বয়স ৮, একজনের ৬, আরেকজনের ৩ এবং সবচেয়ে ছোটটির বয়স ২। এদের কেউই অবশ্য দাতাদের কাছ থেকে নেওয়া ভ্রূণ থেকে জন্ম নেয়নি। এই পদ্ধতিকে বলা হয় ‘আইভিএফ’ পদ্ধতি।
ফিলিপ রিজওয়ে বলেছেন, ‘আমাদের চারটি সন্তান রয়েছে। তারপরও একটি বড় পরিবার গড়ে তোলার লক্ষ্যে আমি আইভিএফ পদ্ধতিতে গর্ভধারণ করেছিলাম।’
এদিকে র্যাচেল জানান, তাঁরা ন্যাশনাল এমব্রায়ো ডোনেশান সেন্টারে গিয়ে জানতে পারেন, সেখানে ১৯৯২ সালের ২২ এপ্রিল থেকে একটি ভ্রূণ সংরক্ষিত রয়েছে। তবে ভ্রূণদাতার নাম তাঁরা জানেন না। ফিলিপ-র্যাচেল দম্পতি তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেন, ভ্রূণটিকে তাঁরা পৃথিবীর আলো দেখাবেন। যুক্তরাষ্ট্রে ভ্রূণ নেওয়ার ঘটনা নতুন না হলেও ৩০ বছরের পুরোনো ভ্রূণ থেকে সন্তান জন্ম দেওয়া নিঃসন্দেহে প্রথম।
চলতি বছরের ৩১ অক্টোবর অবশেষে পৃথিবীর আলো দেখেছে, সেই ভ্রূণ থেকে জন্ম নেওয়া দুটি ফুটফুটে শিশু লিডিয়া ও টিমোথি। সন্তান দুটি জন্ম নেওয়ার পর উচ্ছ্বসিত ফিলিপ সাংবাদিকদের বলেছেন, ‘পুরো প্রক্রিয়া নিয়ে আমরা খুব উত্তেজনার মধ্যে ছিলাম। কিন্তু সবচেয়ে পুরোনো ভ্রূণ থেকে শিশুর জন্ম দিয়ে কোনো রেকর্ড ইচ্ছা আমাদের ছিল না।’
সময়টা ১৮৫৯ সালের ১৭ সেপ্টেম্বরের সকাল। এক সুসজ্জিত ব্যক্তি সান ফ্রান্সিসকোর ‘দ্য সান ফ্রান্সিসকো ইভনিং বুলেটিনের’ কার্যালয়ে প্রবেশ করে একটি ঘোষণাপত্র জমা দেন, যেখানে নিজেকে ‘যুক্তরাষ্ট্রের সম্রাট’ বলে ঘোষণা করেন। ওই ব্যক্তি ছিলেন জোশুয়া নর্টন।
১০ দিন আগেআজ ফোর টুয়েন্টি (৪২০) দিবস। সংখ্যাটা পড়েই ভাবছেন প্রতারকদের দিবস আজ? না না। এই ফোর টুয়েন্টি সেই ফোর টুয়েন্টি নয়। পশ্চিমা বিশ্বে এই সংখ্যা গাঁজা সংস্কৃতির কোড ভাষা।
১২ দিন আগেসাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
১৬ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
১৮ দিন আগে