অনলাইন ডেস্ক
হাঙ্গেরির মধ্যযুগে একটি মঠ প্যাননহালমা আর্চঅ্যাবি। এই মঠের কয়েক শ বছরের পুরোনো বই সাম্প্রতিক সময়ে এসে গুবরে পোকার আক্রমণের মুখোমুখি হয়েছে। আর বইগুলোকে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষায় শুরু হয়েছে এক বড় আকারের উদ্ধার অভিযান। মঠটির লাইব্রেরি থেকে সরানো হচ্ছে হাতে বাঁধানো প্রায় এক লাখ বই।
মঠটি প্রতিষ্ঠিত হয় ৯৯৬ সালে, হাঙ্গেরি রাজ্য গঠনের চার বছর আগে। উত্তর-পশ্চিম হাঙ্গেরির একটি পাহাড়চূড়ায় অবস্থিত মঠটি শুধু দেশটিরই নয়, গোটা মধ্য ইউরোপের অন্যতম প্রাচীন ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র। এখানে সংরক্ষিত রয়েছে ৪ লাখের বেশি বই ও নথি, যার অনেকগুলো এক হাজার বছরের পুরোনো।
সম্প্রতি মঠের লাইব্রেরিতে ধরা পড়ে এক ধরনের পোকার আক্রমণ। এগুলো ‘ড্রাগস্টোর বিটল’—যা মূলত এক ধরনের গুবরে পোক—নামে পরিচিত। এই পোকাগুলো সাধারণত শুকনো খাবারে পাওয়া গেলেও, এগুলো বইয়ের জেলাটিন ও স্টার্চভিত্তিক আঠাতেও আকৃষ্ট হয়। পোকাগুলোর আক্রমণে কয়েকটি বইয়ের স্পাইনে গর্ত দেখা যায়। সাম্প্রতিক সময়ে বইগুলো পরিষ্কার করার সময় বিষয়টি ধরা পড়ে।
লাইব্রেরির প্রধান সংস্কারক জসোফিয়া এডিট হাজদু বলেন, ‘এক ব্যাপক পোকামাকড়ের আক্রমণ লাইব্রেরির বিভিন্ন অংশে ধরা পড়েছে, তাই পুরো সংগ্রহটিকে সংক্রামিত হিসাবে তালিকাভুক্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য সরিয়ে নেওয়া হচ্ছে। আমরা এর আগে এমন মাত্রার সংক্রমণ দেখিনি।’
বর্তমানে পোকার সংক্রমণ ঠেকাতে প্রতিটি বই সাবধানে বাক্সে ভরে রাখা হচ্ছে বায়ুরোধী প্লাস্টিকের বস্তায়। এসব বস্তা থেকে বের করে দেওয়া হবে অক্সিজেন। ছয় সপ্তাহ ধরে বইগুলো থাকবে নাইট্রোজেনের পরিবেশে। এরপর প্রত্যেকটি বই ভ্যাকুয়াম করা হবে এবং ক্ষতিগ্রস্ত বইগুলো আলাদা করে রাখা হবে সংস্কারের জন্য।
মঠের লাইব্রেরির পরিচালক ইলোনা আসভানি বলেন, ‘এটা ভাবতে গেলে মাথা ঘুরে যায় যে, এক হাজার বছর আগেও এখানে একটি লাইব্রেরি ছিল এবং আমরা হাঙ্গেরির প্রথম বইয়ের রক্ষক।’ তিনি আরও বলেন, ‘যখন আমি একটি পোকায় কাটা বা অন্য কোনো উপায়ে ক্ষতিগ্রস্ত একটি বই দেখি, তখন আমার মনে হয় যে, যত কপিই প্রকাশিত হোক না কেন এবং বইটি যতই প্রতিস্থাপনযোগ্য হোক না কেন, সংস্কৃতির একটি অংশ হারিয়ে গেছে।’
এই ঐতিহাসিক সংগ্রহে রয়েছে ১৩শ শতাব্দীর একটি সম্পূর্ণ বাইবেলসহ ১৯টি কোডেক্স। এ ছাড়া, আছে ১৫ শতাব্দীতে মুদ্রণযন্ত্র আবিষ্কারের আগের শত শত পাণ্ডুলিপি এবং ১৬শ শতকের দশ হাজারের বেশি বই। মঠ কর্তৃপক্ষের ধারণা, জলবায়ু পরিবর্তনও এই সংক্রমণের পেছনে একটি কারণ হতে পারে। হাঙ্গেরিতে সাম্প্রতিক বছরগুলোতে গড় তাপমাত্রা বেড়েছে, যার ফলে পোকাগুলোর প্রজনন চক্রও বেড়েছে।
প্রধান সংস্কারক হাজদু বলেন, ‘উচ্চ তাপমাত্রা পোকামাকড়ের জীবনের জন্য অনুকূল। এখন পর্যন্ত আমরা বেশির ভাগই ডিপোজিটরি এবং খোলা সংগ্রহগুলোতে ছাঁচের ক্ষতি পুষিয়ে নিতে কাজ করেছি। তবে এখন আমি মনে করি গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আরও বেশি পোকামাকড়ের সংক্রমণ দেখা যাবে।’
মঠের নিয়ম অনুযায়ী, যেকোনো সম্পত্তিকে পবিত্র বেদির মতো মূল্যবান বলে বিবেচনা করা হয়। এই নীতিকে সামনে রেখে আসভানি বলেন, ‘এই সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণের আসল অর্থ কী, সেই দায়িত্ব আমি অনুভব করি।’ মঠ কর্তৃপক্ষ আশা করছে, আগামী বছরের শুরুতে আবারও লাইব্রেরি উন্মুক্ত করা যাবে। তবে তত দিন পর্যন্ত, হাজার বছরের জ্ঞান-ধনকে রক্ষায় চলবে নিঃশব্দ এক যুদ্ধ।
হাঙ্গেরির মধ্যযুগে একটি মঠ প্যাননহালমা আর্চঅ্যাবি। এই মঠের কয়েক শ বছরের পুরোনো বই সাম্প্রতিক সময়ে এসে গুবরে পোকার আক্রমণের মুখোমুখি হয়েছে। আর বইগুলোকে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষায় শুরু হয়েছে এক বড় আকারের উদ্ধার অভিযান। মঠটির লাইব্রেরি থেকে সরানো হচ্ছে হাতে বাঁধানো প্রায় এক লাখ বই।
মঠটি প্রতিষ্ঠিত হয় ৯৯৬ সালে, হাঙ্গেরি রাজ্য গঠনের চার বছর আগে। উত্তর-পশ্চিম হাঙ্গেরির একটি পাহাড়চূড়ায় অবস্থিত মঠটি শুধু দেশটিরই নয়, গোটা মধ্য ইউরোপের অন্যতম প্রাচীন ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র। এখানে সংরক্ষিত রয়েছে ৪ লাখের বেশি বই ও নথি, যার অনেকগুলো এক হাজার বছরের পুরোনো।
সম্প্রতি মঠের লাইব্রেরিতে ধরা পড়ে এক ধরনের পোকার আক্রমণ। এগুলো ‘ড্রাগস্টোর বিটল’—যা মূলত এক ধরনের গুবরে পোক—নামে পরিচিত। এই পোকাগুলো সাধারণত শুকনো খাবারে পাওয়া গেলেও, এগুলো বইয়ের জেলাটিন ও স্টার্চভিত্তিক আঠাতেও আকৃষ্ট হয়। পোকাগুলোর আক্রমণে কয়েকটি বইয়ের স্পাইনে গর্ত দেখা যায়। সাম্প্রতিক সময়ে বইগুলো পরিষ্কার করার সময় বিষয়টি ধরা পড়ে।
লাইব্রেরির প্রধান সংস্কারক জসোফিয়া এডিট হাজদু বলেন, ‘এক ব্যাপক পোকামাকড়ের আক্রমণ লাইব্রেরির বিভিন্ন অংশে ধরা পড়েছে, তাই পুরো সংগ্রহটিকে সংক্রামিত হিসাবে তালিকাভুক্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য সরিয়ে নেওয়া হচ্ছে। আমরা এর আগে এমন মাত্রার সংক্রমণ দেখিনি।’
বর্তমানে পোকার সংক্রমণ ঠেকাতে প্রতিটি বই সাবধানে বাক্সে ভরে রাখা হচ্ছে বায়ুরোধী প্লাস্টিকের বস্তায়। এসব বস্তা থেকে বের করে দেওয়া হবে অক্সিজেন। ছয় সপ্তাহ ধরে বইগুলো থাকবে নাইট্রোজেনের পরিবেশে। এরপর প্রত্যেকটি বই ভ্যাকুয়াম করা হবে এবং ক্ষতিগ্রস্ত বইগুলো আলাদা করে রাখা হবে সংস্কারের জন্য।
মঠের লাইব্রেরির পরিচালক ইলোনা আসভানি বলেন, ‘এটা ভাবতে গেলে মাথা ঘুরে যায় যে, এক হাজার বছর আগেও এখানে একটি লাইব্রেরি ছিল এবং আমরা হাঙ্গেরির প্রথম বইয়ের রক্ষক।’ তিনি আরও বলেন, ‘যখন আমি একটি পোকায় কাটা বা অন্য কোনো উপায়ে ক্ষতিগ্রস্ত একটি বই দেখি, তখন আমার মনে হয় যে, যত কপিই প্রকাশিত হোক না কেন এবং বইটি যতই প্রতিস্থাপনযোগ্য হোক না কেন, সংস্কৃতির একটি অংশ হারিয়ে গেছে।’
এই ঐতিহাসিক সংগ্রহে রয়েছে ১৩শ শতাব্দীর একটি সম্পূর্ণ বাইবেলসহ ১৯টি কোডেক্স। এ ছাড়া, আছে ১৫ শতাব্দীতে মুদ্রণযন্ত্র আবিষ্কারের আগের শত শত পাণ্ডুলিপি এবং ১৬শ শতকের দশ হাজারের বেশি বই। মঠ কর্তৃপক্ষের ধারণা, জলবায়ু পরিবর্তনও এই সংক্রমণের পেছনে একটি কারণ হতে পারে। হাঙ্গেরিতে সাম্প্রতিক বছরগুলোতে গড় তাপমাত্রা বেড়েছে, যার ফলে পোকাগুলোর প্রজনন চক্রও বেড়েছে।
প্রধান সংস্কারক হাজদু বলেন, ‘উচ্চ তাপমাত্রা পোকামাকড়ের জীবনের জন্য অনুকূল। এখন পর্যন্ত আমরা বেশির ভাগই ডিপোজিটরি এবং খোলা সংগ্রহগুলোতে ছাঁচের ক্ষতি পুষিয়ে নিতে কাজ করেছি। তবে এখন আমি মনে করি গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আরও বেশি পোকামাকড়ের সংক্রমণ দেখা যাবে।’
মঠের নিয়ম অনুযায়ী, যেকোনো সম্পত্তিকে পবিত্র বেদির মতো মূল্যবান বলে বিবেচনা করা হয়। এই নীতিকে সামনে রেখে আসভানি বলেন, ‘এই সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণের আসল অর্থ কী, সেই দায়িত্ব আমি অনুভব করি।’ মঠ কর্তৃপক্ষ আশা করছে, আগামী বছরের শুরুতে আবারও লাইব্রেরি উন্মুক্ত করা যাবে। তবে তত দিন পর্যন্ত, হাজার বছরের জ্ঞান-ধনকে রক্ষায় চলবে নিঃশব্দ এক যুদ্ধ।
বিশ্বের সবচেয়ে বড় হা বা ‘সবচেয়ে বড় মুখ খোলার’ রেকর্ড নিজের দখলে নিয়েছেন যুক্তরাষ্ট্রের মিনেসোটার তরুণ আইজ্যাক জনসন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সর্বশেষ তথ্য অনুযায়ী, মুখ খোলা অবস্থায় তাঁর ওপরের দাঁত থেকে নিচের দাঁত পর্যন্ত দূরত্ব ১০ দশমিক ১৯৬ সেন্টিমিটার বা ৪ দশমিক ০১৪ ইঞ্চি, যা একটি বেসবলের...
২ দিন আগেফ্রান্সের হাউত-ভোজ এলাকায় কয়েকজন কৃষক নিজেদের জমিতে অবৈধভাবে বসতি গড়ে তোলা স্কোয়াটারদের (যাযাবর গোষ্ঠী) তাড়াতে এক অদ্ভুত ও তীব্র পন্থা গ্রহণ করেছেন। তাঁরা ট্র্যাক্টরের সাহায্যে মল ও পানি মিশিয়ে একধরনের তরল বর্জ্য স্কোয়াটারদের ক্যারাভ্যানের (গাড়ির বহর) ওপর ছিটিয়ে দিয়েছেন। এই ঘটনার ভিডিও সামাজিক...
৩ দিন আগেএই ঘটনার জেরে চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে তদন্ত চলছে। সিস্টার হংয়ের ঘটনা সামনে আসতেই চীনা নেটিজেনদের একাংশের মধ্যে আলোচনায় আসে ২০১৬ সালের আরেক প্রতারণার কাহিনি।
৬ দিন আগেঅনেকের কাছেই মদের বোতলে ডুবে থাকা সাপ, মোটেই রুচিকর বা মনোহর দৃশ্য নয়। তবে এশিয়ার কিছু অঞ্চলে এই ছবি আশার প্রতীক, স্বাস্থ্য ভালো রাখার প্রতিশ্রুতি। এই ব্যতিক্রমী পানীয়টির নাম ‘স্নেক ওয়াইন’ বা সাপের ওয়াইন। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি পান করা হয়ে আসছে এই অঞ্চলে। অনেকেরই বিশ্বাস, এতে রয়েছে ওষধিগুণ।
৭ দিন আগে