Ajker Patrika

গাঁটের পয়সায় ১০ হাজার কর্মীকে ডিজনি ঘোরার সুযোগ দিলেন সিইও 

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১৬: ১৮
গাঁটের পয়সায় ১০ হাজার কর্মীকে ডিজনি ঘোরার সুযোগ দিলেন সিইও 

কর্মস্থলে ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করার বিষয়টি নতুন নয়। তাই বলে একটা অফিসের পুরো ১০ হাজার কর্মীকে পুরস্কৃত করার ঘটনা বিরল। এমন অবাক করা ঘটনাটি যুক্তরাষ্ট্রের। কর্মীদের জন্য রীতিমতো আস্ত ট্যুর অ্যারেঞ্জ করেছেন অফিসের প্রধান। 

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে জানা যায়, ‘সিটাডল এলএলসি’ নামের একটি বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কেন গ্রিফিন তাঁর ১০ হাজার কর্মীকে তিন দিনের জন্য ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ড ভ্রমণের সুযোগ করে দিয়েছেন। কেবল কর্মী নন, তাঁদের পরিবারের সদস্যদেরও ভ্রমণব্যয় বহন করেছেন তিনি।

এখানেই থেমে থাকেননি সিইও গ্রিফিন। নিউইয়র্ক, হিউস্টন, প্যারিস, জুরিখ এবং অন্যান্য শহরের কর্মীদের উড়োজাহাজের ভাড়াও দিয়েছেন তিনি। হোটেল বিল, পার্ক টিকিট, সেই সঙ্গে সমস্ত খাবারের বিলও গ্রিফিন দিয়েছেন। খাবারের মেনুতে ভেড়ার মাংসের চপ থেকে সুসি পর্যন্ত সবই রয়েছে। এমনকি বিশ্বখ্যাত ব্যান্ড দল কোল্ড প্লে, কার্লি রে জেপসন ও ডিজে ডিপলোর কনসার্টও আছে সেই ট্রিপের মধ্যে।

গ্রিফিন তার কর্মচারীদের কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাতেই এই এলাহি আয়োজন করেছেন। নিউইয়র্ক পোস্টকে তাঁর মুখপাত্র বলেন, ‘কোম্পানির ইতিহাসে আমরা অভূতপূর্ব দক্ষ একটি টিম তৈরি করতে পেরেছি। আমাদের সামনে এক অসাধারণ ভবিষ্যৎ রয়েছে।’

এতটা না হলেও এমন উজ্জীবনী একটি উদ্যোগ নিয়েছিল অস্ট্রেলিয়ার একটি সিডনির বিপণন সংস্থা। স্যুপ এজেন্সি নামের প্রতিষ্ঠানটির প্রধান তাঁর কর্মীদের ইন্দোনেশিয়ার বালির একটি রিসোর্টে ১০ দিনের ছুটিতে নিয়ে যান। সেখানে মিটিংয়ের পাশাপাশি কর্মীদের সকালে সূর্যোদয় দেখা, কোয়াড বাইকিং, পুলের পাশে হাঁটা, যোগব্যায়াম করা এবং একসঙ্গে খাওয়া-দাওয়া ও আনন্দের আয়োজন ছিল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত