কর্মস্থলে ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করার বিষয়টি নতুন নয়। তাই বলে একটা অফিসের পুরো ১০ হাজার কর্মীকে পুরস্কৃত করার ঘটনা বিরল। এমন অবাক করা ঘটনাটি যুক্তরাষ্ট্রের। কর্মীদের জন্য রীতিমতো আস্ত ট্যুর অ্যারেঞ্জ করেছেন অফিসের প্রধান।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে জানা যায়, ‘সিটাডল এলএলসি’ নামের একটি বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কেন গ্রিফিন তাঁর ১০ হাজার কর্মীকে তিন দিনের জন্য ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ড ভ্রমণের সুযোগ করে দিয়েছেন। কেবল কর্মী নন, তাঁদের পরিবারের সদস্যদেরও ভ্রমণব্যয় বহন করেছেন তিনি।
এখানেই থেমে থাকেননি সিইও গ্রিফিন। নিউইয়র্ক, হিউস্টন, প্যারিস, জুরিখ এবং অন্যান্য শহরের কর্মীদের উড়োজাহাজের ভাড়াও দিয়েছেন তিনি। হোটেল বিল, পার্ক টিকিট, সেই সঙ্গে সমস্ত খাবারের বিলও গ্রিফিন দিয়েছেন। খাবারের মেনুতে ভেড়ার মাংসের চপ থেকে সুসি পর্যন্ত সবই রয়েছে। এমনকি বিশ্বখ্যাত ব্যান্ড দল কোল্ড প্লে, কার্লি রে জেপসন ও ডিজে ডিপলোর কনসার্টও আছে সেই ট্রিপের মধ্যে।
গ্রিফিন তার কর্মচারীদের কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাতেই এই এলাহি আয়োজন করেছেন। নিউইয়র্ক পোস্টকে তাঁর মুখপাত্র বলেন, ‘কোম্পানির ইতিহাসে আমরা অভূতপূর্ব দক্ষ একটি টিম তৈরি করতে পেরেছি। আমাদের সামনে এক অসাধারণ ভবিষ্যৎ রয়েছে।’
এতটা না হলেও এমন উজ্জীবনী একটি উদ্যোগ নিয়েছিল অস্ট্রেলিয়ার একটি সিডনির বিপণন সংস্থা। স্যুপ এজেন্সি নামের প্রতিষ্ঠানটির প্রধান তাঁর কর্মীদের ইন্দোনেশিয়ার বালির একটি রিসোর্টে ১০ দিনের ছুটিতে নিয়ে যান। সেখানে মিটিংয়ের পাশাপাশি কর্মীদের সকালে সূর্যোদয় দেখা, কোয়াড বাইকিং, পুলের পাশে হাঁটা, যোগব্যায়াম করা এবং একসঙ্গে খাওয়া-দাওয়া ও আনন্দের আয়োজন ছিল।
কর্মস্থলে ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করার বিষয়টি নতুন নয়। তাই বলে একটা অফিসের পুরো ১০ হাজার কর্মীকে পুরস্কৃত করার ঘটনা বিরল। এমন অবাক করা ঘটনাটি যুক্তরাষ্ট্রের। কর্মীদের জন্য রীতিমতো আস্ত ট্যুর অ্যারেঞ্জ করেছেন অফিসের প্রধান।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে জানা যায়, ‘সিটাডল এলএলসি’ নামের একটি বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কেন গ্রিফিন তাঁর ১০ হাজার কর্মীকে তিন দিনের জন্য ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ড ভ্রমণের সুযোগ করে দিয়েছেন। কেবল কর্মী নন, তাঁদের পরিবারের সদস্যদেরও ভ্রমণব্যয় বহন করেছেন তিনি।
এখানেই থেমে থাকেননি সিইও গ্রিফিন। নিউইয়র্ক, হিউস্টন, প্যারিস, জুরিখ এবং অন্যান্য শহরের কর্মীদের উড়োজাহাজের ভাড়াও দিয়েছেন তিনি। হোটেল বিল, পার্ক টিকিট, সেই সঙ্গে সমস্ত খাবারের বিলও গ্রিফিন দিয়েছেন। খাবারের মেনুতে ভেড়ার মাংসের চপ থেকে সুসি পর্যন্ত সবই রয়েছে। এমনকি বিশ্বখ্যাত ব্যান্ড দল কোল্ড প্লে, কার্লি রে জেপসন ও ডিজে ডিপলোর কনসার্টও আছে সেই ট্রিপের মধ্যে।
গ্রিফিন তার কর্মচারীদের কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাতেই এই এলাহি আয়োজন করেছেন। নিউইয়র্ক পোস্টকে তাঁর মুখপাত্র বলেন, ‘কোম্পানির ইতিহাসে আমরা অভূতপূর্ব দক্ষ একটি টিম তৈরি করতে পেরেছি। আমাদের সামনে এক অসাধারণ ভবিষ্যৎ রয়েছে।’
এতটা না হলেও এমন উজ্জীবনী একটি উদ্যোগ নিয়েছিল অস্ট্রেলিয়ার একটি সিডনির বিপণন সংস্থা। স্যুপ এজেন্সি নামের প্রতিষ্ঠানটির প্রধান তাঁর কর্মীদের ইন্দোনেশিয়ার বালির একটি রিসোর্টে ১০ দিনের ছুটিতে নিয়ে যান। সেখানে মিটিংয়ের পাশাপাশি কর্মীদের সকালে সূর্যোদয় দেখা, কোয়াড বাইকিং, পুলের পাশে হাঁটা, যোগব্যায়াম করা এবং একসঙ্গে খাওয়া-দাওয়া ও আনন্দের আয়োজন ছিল।
তবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
৫ ঘণ্টা আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
১ দিন আগেডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
২ দিন আগেচীনের ঐতিহ্যবাহী শাওলিন মঠে নতুন বিধিনিষেধ চালু হওয়ার পর ৩০ জনেরও বেশি সন্ন্যাসী ও কর্মচারী মঠ ছেড়ে চলে গেছেন। নতুন নিযুক্ত মঠাধ্যক্ষ শি ইয়েইনলে কঠোর নিয়ম চালু করায় এই পদত্যাগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নতুন নিয়মে মোবাইল ব্যবহারের সময় কমানো, কঠোর খাদ্যাভ্যাস এবং দীর্ঘ কর্মঘণ্টা বাধ্যতামূলক করা...
২ দিন আগে