অস্ট্রেলিয়ার সিডনির হিগো ফিউজা নামের এক ব্যক্তি প্রিয় পোষা অজগরটিকে নিয়ে গিয়েছিলেন সার্ফিং করতে। তাঁদের সার্ফিংয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রীতিমতো বিখ্যাত হয়ে যান ফিউজা এবং তাঁর অজগর। তবে তখন ফিউজা কল্পনাও করতে পারেননি সাময়িক এই খ্যাতিই কাল হবে তাঁর। বিষয়টি অস্ট্রেলিয়ার বন্য প্রাণী সংরক্ষণে কাজ করা কর্তৃপক্ষের নজরে পড়লে মোটা অঙ্কের অর্থ জরিমানা করা হয়েছে তাঁকে।
এ মাসের গোড়ার দিকে সিডনির গোল্ডকোস্টের বাসিন্দা হিগো ফিউজা ও তাঁর পোষা কার্পেট অজগরের রেইনবো বের ঢেউয়ের ওপর সার্ফিং বোর্ডে নেচে বেড়ানোর ভিডিও ভাইরাল হয়। বিষয়টি নজর কাড়ে বন্য প্রাণী সংরক্ষণে কাজ করা কর্মকর্তাদের। তাঁরা বলছেন ফিউজা অজগরটিকে ঝুঁকিতে ফেলার পাশাপাশি সাপটিকে জনসমক্ষে নিয়ে গিয়ে একে নিজের কাছে রাখার নিয়ম লঙ্ঘন করেছেন। এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে।
কুইন্সল্যান্ড ডিপার্টমেন্ট অব এনভায়রনমেন্ট অ্যান্ড সায়েন্স জানায়, ফিউজা স্থানীয় মিডিয়ায় হাজির হওয়ার পর থেকেই তদন্ত শুরু করে তারা। এ সপ্তাহে ফিউজাকে ২ হাজার ৩২২ অস্ট্রেলিয়ান ডলার (১ হাজার ৪৯৫ মার্কিন ডলার বা ১ লাখ ৬৪ হাজার টাকা) জরিমানা করা হয়।
বন্য প্রাণী সংরক্ষণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জোনাথন ম্যাকডোনাল্ড এক বিবৃতিতে বলেন, জনসমক্ষে নিয়ে যাওয়া এসব প্রাণীর ওপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টির পাশাপাশি এদের অস্বাভাবিক আচরণের কারণ হতে পারে।
‘সাপ শীতল রক্তের প্রাণী। সাঁতার কাটতে জানলেও সরীসৃপরা সাধারণত পানি এড়িয়ে চলে। অজগরটির কাছে পানিটা অত্যন্ত ঠান্ডা বলে মনে হতে পারে। সাগরে কেবল সামুদ্রিক সাপদেরই থাকা উচিত।’ বলেন জোনাথন। এই ঘটনাটিতে জনসাধারণের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে বলে জানান তিনি।
কিন্তু এর আগে ফিউজা স্থানীয় মিডিয়াকে বলেছেন তাঁর অজগরটি জল পছন্দ করে এবং তাঁর সঙ্গে অন্তত দশবার সার্ফিং করেছে।
‘আমি সব সময় তাকে সমুদ্রসৈকতে নিয়ে যাই। সে পানিতে সাঁতার কাটতে ভালোবাসে। তাই একদিন তাকে সার্ফিং করানোর কথা ভাবি, আর বিষয়টি সে উপভোগ করে,’ অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনকে বলেন ফিউজা। ‘যখন কোনো কিছু পছন্দ করে না তখন হিস হিস করতে থাকে, কিন্তু তখন সে এমন কিছু করেনি। ওই সময়টা দারুণ আনন্দেই ছিল সে।’ যোগ করেন তিনি।
তবে ফিউজার অজগরটির আগেই রেইনেবো বেতে সার্ফিং করে পরিচিতি পেয়েছে ডাক নামের একটি হাঁস। এমনকি অস্ট্রেলীয় সার্ফিং চ্যাম্পিয়ন স্টেপ গিলমোর ঢেউয়ের চূড়ায় পৌঁছার ঠিক আগে তাঁর সামনে চলে গিয়ে সার্ফিংয়ে বাগড়া দেওয়ার জন্যও নাম কামিয়েছে সে। অবশ্য ‘ডাকে’র মালিককে ফিউজার মতো নিজের পোষা প্রাণীর খ্যাতির জন্য চড়া মূল্য দিতে হয়নি।
অস্ট্রেলিয়ার সিডনির হিগো ফিউজা নামের এক ব্যক্তি প্রিয় পোষা অজগরটিকে নিয়ে গিয়েছিলেন সার্ফিং করতে। তাঁদের সার্ফিংয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রীতিমতো বিখ্যাত হয়ে যান ফিউজা এবং তাঁর অজগর। তবে তখন ফিউজা কল্পনাও করতে পারেননি সাময়িক এই খ্যাতিই কাল হবে তাঁর। বিষয়টি অস্ট্রেলিয়ার বন্য প্রাণী সংরক্ষণে কাজ করা কর্তৃপক্ষের নজরে পড়লে মোটা অঙ্কের অর্থ জরিমানা করা হয়েছে তাঁকে।
এ মাসের গোড়ার দিকে সিডনির গোল্ডকোস্টের বাসিন্দা হিগো ফিউজা ও তাঁর পোষা কার্পেট অজগরের রেইনবো বের ঢেউয়ের ওপর সার্ফিং বোর্ডে নেচে বেড়ানোর ভিডিও ভাইরাল হয়। বিষয়টি নজর কাড়ে বন্য প্রাণী সংরক্ষণে কাজ করা কর্মকর্তাদের। তাঁরা বলছেন ফিউজা অজগরটিকে ঝুঁকিতে ফেলার পাশাপাশি সাপটিকে জনসমক্ষে নিয়ে গিয়ে একে নিজের কাছে রাখার নিয়ম লঙ্ঘন করেছেন। এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে।
কুইন্সল্যান্ড ডিপার্টমেন্ট অব এনভায়রনমেন্ট অ্যান্ড সায়েন্স জানায়, ফিউজা স্থানীয় মিডিয়ায় হাজির হওয়ার পর থেকেই তদন্ত শুরু করে তারা। এ সপ্তাহে ফিউজাকে ২ হাজার ৩২২ অস্ট্রেলিয়ান ডলার (১ হাজার ৪৯৫ মার্কিন ডলার বা ১ লাখ ৬৪ হাজার টাকা) জরিমানা করা হয়।
বন্য প্রাণী সংরক্ষণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জোনাথন ম্যাকডোনাল্ড এক বিবৃতিতে বলেন, জনসমক্ষে নিয়ে যাওয়া এসব প্রাণীর ওপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টির পাশাপাশি এদের অস্বাভাবিক আচরণের কারণ হতে পারে।
‘সাপ শীতল রক্তের প্রাণী। সাঁতার কাটতে জানলেও সরীসৃপরা সাধারণত পানি এড়িয়ে চলে। অজগরটির কাছে পানিটা অত্যন্ত ঠান্ডা বলে মনে হতে পারে। সাগরে কেবল সামুদ্রিক সাপদেরই থাকা উচিত।’ বলেন জোনাথন। এই ঘটনাটিতে জনসাধারণের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে বলে জানান তিনি।
কিন্তু এর আগে ফিউজা স্থানীয় মিডিয়াকে বলেছেন তাঁর অজগরটি জল পছন্দ করে এবং তাঁর সঙ্গে অন্তত দশবার সার্ফিং করেছে।
‘আমি সব সময় তাকে সমুদ্রসৈকতে নিয়ে যাই। সে পানিতে সাঁতার কাটতে ভালোবাসে। তাই একদিন তাকে সার্ফিং করানোর কথা ভাবি, আর বিষয়টি সে উপভোগ করে,’ অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনকে বলেন ফিউজা। ‘যখন কোনো কিছু পছন্দ করে না তখন হিস হিস করতে থাকে, কিন্তু তখন সে এমন কিছু করেনি। ওই সময়টা দারুণ আনন্দেই ছিল সে।’ যোগ করেন তিনি।
তবে ফিউজার অজগরটির আগেই রেইনেবো বেতে সার্ফিং করে পরিচিতি পেয়েছে ডাক নামের একটি হাঁস। এমনকি অস্ট্রেলীয় সার্ফিং চ্যাম্পিয়ন স্টেপ গিলমোর ঢেউয়ের চূড়ায় পৌঁছার ঠিক আগে তাঁর সামনে চলে গিয়ে সার্ফিংয়ে বাগড়া দেওয়ার জন্যও নাম কামিয়েছে সে। অবশ্য ‘ডাকে’র মালিককে ফিউজার মতো নিজের পোষা প্রাণীর খ্যাতির জন্য চড়া মূল্য দিতে হয়নি।
তবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
৪৩ মিনিট আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
১ দিন আগেডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
২ দিন আগেচীনের ঐতিহ্যবাহী শাওলিন মঠে নতুন বিধিনিষেধ চালু হওয়ার পর ৩০ জনেরও বেশি সন্ন্যাসী ও কর্মচারী মঠ ছেড়ে চলে গেছেন। নতুন নিযুক্ত মঠাধ্যক্ষ শি ইয়েইনলে কঠোর নিয়ম চালু করায় এই পদত্যাগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নতুন নিয়মে মোবাইল ব্যবহারের সময় কমানো, কঠোর খাদ্যাভ্যাস এবং দীর্ঘ কর্মঘণ্টা বাধ্যতামূলক করা...
২ দিন আগে