ল-র-ব-য-হ ডেস্ক
পৃথিবীর প্রতিটি মানুষের আঙুলের ছাপে ভিন্নতা রয়েছে। এ নিয়ে গৌরবের শেষ নেই। তবে কুকুরের নাকেও কিন্তু এমন বৈচিত্র্য রয়েছে। ছাপ নেওয়া হলে একেক কুকুরের নাকের ছাপ হবে একেকরকম।
কুকুরের রয়েছে এমন আরও কিছু বিশেষ বৈশিষ্ট্য। এর ঘ্রাণশক্তি মানুষের তুলনায় ১০০ থেকে ১ লাখ গুণ পর্যন্ত হয়ে থাকে। শ্রবণশক্তির তুলনা করলে মানুষের চেয়ে কুকুর ১০ গুন এগিয়ে। ১৮ ধরনের পেশি কাজ করায় কুকুরের কান অনবরত নড়তে থাকে। অর্থাৎ, মানুষ টের পায় না এমন মৃদু শব্দ ও ঘ্রাণ কুকুর খুব সহজেই শনাক্ত করতে পারে। ঘ্রাণ নেওয়া আর শ্বাসকার্য চালাতে পারে সমান তালে।
কুকুর মানুষের ব্যবহৃত প্রায় ১০০ শব্দ আয়ত্তে রাখতে পারে। বুদ্ধিতেও বিশেষত্ব থাকায় এদের বিশেষ কাজের জন্য প্রশিক্ষণও দেওয়া যায়। এভাবেই মাদক, টাকা, অস্ত্রসহ বিভিন্ন জিনিসপত্র খুঁজতে আইনশৃঙ্খলা বাহিনী ডগ স্কোয়াড ব্যবহার করে থাকে। পানিতে পড়ে যাওয়া মানুষ উদ্ধারে কাজ করছে ডগ রেস্কিউয়ার। রোগ শনাক্তেও কুকুরের ব্যবহার রয়েছে। তবে ক্ষেপালে কিন্তু এরা যে কাউকে নাজেহাল করে ছাড়ে।
কুকুর ঘণ্টায় ৪৫ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে। কখনো এ গতি চিতাকেও হার মানায়। সারা দিন দৌড়ালেও কুকুরকে কখনো ঘামতে দেখা যায় না। কারণ, এদের পায়ের থাবা ছাড়া আর কোন অঙ্গ ঘামে না।
অনেকে কুকুর পুষতে পছন্দ করেন। কুকুরও মনিবের ডাকে তাৎক্ষণিক ছুটে আসে। মনিব বাইরে থেকে ফিরলে তাঁর উপস্থিতি খুব সহজেই টের পায়। আদর করলে অনুভব করে; কখনো প্রতিক্রিয়াও দেয়। যেন কুকুরও প্রেম বোঝে, প্রেমে পড়ে।
পৃথিবীর প্রতিটি মানুষের আঙুলের ছাপে ভিন্নতা রয়েছে। এ নিয়ে গৌরবের শেষ নেই। তবে কুকুরের নাকেও কিন্তু এমন বৈচিত্র্য রয়েছে। ছাপ নেওয়া হলে একেক কুকুরের নাকের ছাপ হবে একেকরকম।
কুকুরের রয়েছে এমন আরও কিছু বিশেষ বৈশিষ্ট্য। এর ঘ্রাণশক্তি মানুষের তুলনায় ১০০ থেকে ১ লাখ গুণ পর্যন্ত হয়ে থাকে। শ্রবণশক্তির তুলনা করলে মানুষের চেয়ে কুকুর ১০ গুন এগিয়ে। ১৮ ধরনের পেশি কাজ করায় কুকুরের কান অনবরত নড়তে থাকে। অর্থাৎ, মানুষ টের পায় না এমন মৃদু শব্দ ও ঘ্রাণ কুকুর খুব সহজেই শনাক্ত করতে পারে। ঘ্রাণ নেওয়া আর শ্বাসকার্য চালাতে পারে সমান তালে।
কুকুর মানুষের ব্যবহৃত প্রায় ১০০ শব্দ আয়ত্তে রাখতে পারে। বুদ্ধিতেও বিশেষত্ব থাকায় এদের বিশেষ কাজের জন্য প্রশিক্ষণও দেওয়া যায়। এভাবেই মাদক, টাকা, অস্ত্রসহ বিভিন্ন জিনিসপত্র খুঁজতে আইনশৃঙ্খলা বাহিনী ডগ স্কোয়াড ব্যবহার করে থাকে। পানিতে পড়ে যাওয়া মানুষ উদ্ধারে কাজ করছে ডগ রেস্কিউয়ার। রোগ শনাক্তেও কুকুরের ব্যবহার রয়েছে। তবে ক্ষেপালে কিন্তু এরা যে কাউকে নাজেহাল করে ছাড়ে।
কুকুর ঘণ্টায় ৪৫ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে। কখনো এ গতি চিতাকেও হার মানায়। সারা দিন দৌড়ালেও কুকুরকে কখনো ঘামতে দেখা যায় না। কারণ, এদের পায়ের থাবা ছাড়া আর কোন অঙ্গ ঘামে না।
অনেকে কুকুর পুষতে পছন্দ করেন। কুকুরও মনিবের ডাকে তাৎক্ষণিক ছুটে আসে। মনিব বাইরে থেকে ফিরলে তাঁর উপস্থিতি খুব সহজেই টের পায়। আদর করলে অনুভব করে; কখনো প্রতিক্রিয়াও দেয়। যেন কুকুরও প্রেম বোঝে, প্রেমে পড়ে।
প্রথমে জিন সন্দিহান ছিলেন, কিন্তু বিক্রয়কর্মী তাঁকে আশ্বস্ত করেন। জিন বলেন, ‘তিনি বলেছিলেন, যদি দুই মাসের মধ্যে বিক্রি না হয়, সব টাকা ফেরত দেওয়া হবে।’
২ দিন আগেডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
৩ দিন আগেতবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
৫ দিন আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
৫ দিন আগে