প্রিয় মানুষের সঙ্গে সাক্ষাৎ ও সময় কাটানোর দিন ভালোবাসা দিবস। এই দিনে কেউ কেউ প্রিয়জনকে চমকে দেওয়ার জন্য করেন নানা কিছু। তবে পেরুর রাজধানী লিমায় ভ্যালেন্টাইন ডে-তে ঘটছে এক ব্যতিক্রমী ঘটনা।
লিমার সান মার্তিন দে পোরে জেলায় এক পুলিশ সদস্য টেডি বিয়ারের পোশাক পরে ভালোবাসা দিবসের উপহার নিয়ে হাজির হন এক মাদক কারবারীর বাড়ির সামনে। এ সময় ওই নারী বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে মাটিতে ফেলে হাতকড়া পরায় পুলিশ সদস্যটি। পরে আরেক নারীকে আটক করা হয়।
ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এই ঘটনার একটি ভিডিও সংযুক্ত করেছে প্রতিবেদনের সঙ্গে।
ভালোবাসা দিবসে এমন ঘটনা নিয়ে নানা আলোচনা-সমালোচনাও দেখা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বিবিসির ভিডিও ফুটেজে দেখা গেছে, অভিযানের অংশ হিসাবে টেডি বিয়ারের পোশাকে এক পুলিশ সদস্য উপহার নিয়ে অভিযুক্ত মাদক কারবারীর বাড়ির সামনে যায়। উপহারের লোভ দেখিয়ে সন্দেহভাজন ব্যক্তিকে অ্যাপার্টমেন্ট থেকে বের করে আনার হয়। এ সময় ওই নারী পুলিশের ফাঁদ বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে তাঁকে ধরাশায়ী করে ফেলা হয়।
পেরুর ন্যাশনাল পুলিশ এজেন্সির পোস্ট করা ফুটেজে দেখা গেছে, ওই নারীকে আটকের পর পুলিশ তাঁর বাড়ির ভেতরে একটি গদির নিচে মাদকের একটি ব্যাগ খুঁজে পায়। অভিযান শেষে দুই নারীকে আটক করা হয়েছে।
এই অপারেশনের নাম দেওয়া হয়েছে ‘ভি-ডে’। এমন অভিযান পেরুর আইন প্রয়োগকারী সংস্থার কাছে প্রথম নয়। তারা এর আগে সান্তা ক্লজ এবং জনপ্রিয় সুপারহিরো চরিত্রের উৎসবে ছদ্মবেশ ধরে অপরাধী ধরেছে। মাদক কারবারীদের ধরতে তাদের এমন নতুন ও কৌশলী পদ্ধতি শুধু ইতিবাচকতাই সৃষ্টি করেনি বরং জনসাধারণের মধ্যে ব্যাপক প্রশংসা ও বিনোদনের জন্ম দিয়েছে।
তবে সর্বশেষ পরিচালিত অভিযানে কী পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে তা স্পষ্ট নয়।
প্রিয় মানুষের সঙ্গে সাক্ষাৎ ও সময় কাটানোর দিন ভালোবাসা দিবস। এই দিনে কেউ কেউ প্রিয়জনকে চমকে দেওয়ার জন্য করেন নানা কিছু। তবে পেরুর রাজধানী লিমায় ভ্যালেন্টাইন ডে-তে ঘটছে এক ব্যতিক্রমী ঘটনা।
লিমার সান মার্তিন দে পোরে জেলায় এক পুলিশ সদস্য টেডি বিয়ারের পোশাক পরে ভালোবাসা দিবসের উপহার নিয়ে হাজির হন এক মাদক কারবারীর বাড়ির সামনে। এ সময় ওই নারী বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে মাটিতে ফেলে হাতকড়া পরায় পুলিশ সদস্যটি। পরে আরেক নারীকে আটক করা হয়।
ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এই ঘটনার একটি ভিডিও সংযুক্ত করেছে প্রতিবেদনের সঙ্গে।
ভালোবাসা দিবসে এমন ঘটনা নিয়ে নানা আলোচনা-সমালোচনাও দেখা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বিবিসির ভিডিও ফুটেজে দেখা গেছে, অভিযানের অংশ হিসাবে টেডি বিয়ারের পোশাকে এক পুলিশ সদস্য উপহার নিয়ে অভিযুক্ত মাদক কারবারীর বাড়ির সামনে যায়। উপহারের লোভ দেখিয়ে সন্দেহভাজন ব্যক্তিকে অ্যাপার্টমেন্ট থেকে বের করে আনার হয়। এ সময় ওই নারী পুলিশের ফাঁদ বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে তাঁকে ধরাশায়ী করে ফেলা হয়।
পেরুর ন্যাশনাল পুলিশ এজেন্সির পোস্ট করা ফুটেজে দেখা গেছে, ওই নারীকে আটকের পর পুলিশ তাঁর বাড়ির ভেতরে একটি গদির নিচে মাদকের একটি ব্যাগ খুঁজে পায়। অভিযান শেষে দুই নারীকে আটক করা হয়েছে।
এই অপারেশনের নাম দেওয়া হয়েছে ‘ভি-ডে’। এমন অভিযান পেরুর আইন প্রয়োগকারী সংস্থার কাছে প্রথম নয়। তারা এর আগে সান্তা ক্লজ এবং জনপ্রিয় সুপারহিরো চরিত্রের উৎসবে ছদ্মবেশ ধরে অপরাধী ধরেছে। মাদক কারবারীদের ধরতে তাদের এমন নতুন ও কৌশলী পদ্ধতি শুধু ইতিবাচকতাই সৃষ্টি করেনি বরং জনসাধারণের মধ্যে ব্যাপক প্রশংসা ও বিনোদনের জন্ম দিয়েছে।
তবে সর্বশেষ পরিচালিত অভিযানে কী পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে তা স্পষ্ট নয়।
বিশ্বের সবচেয়ে বড় হা বা ‘সবচেয়ে বড় মুখ খোলার’ রেকর্ড নিজের দখলে নিয়েছেন যুক্তরাষ্ট্রের মিনেসোটার তরুণ আইজ্যাক জনসন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সর্বশেষ তথ্য অনুযায়ী, মুখ খোলা অবস্থায় তাঁর ওপরের দাঁত থেকে নিচের দাঁত পর্যন্ত দূরত্ব ১০ দশমিক ১৯৬ সেন্টিমিটার বা ৪ দশমিক ০১৪ ইঞ্চি, যা একটি বেসবলের...
২ দিন আগেফ্রান্সের হাউত-ভোজ এলাকায় কয়েকজন কৃষক নিজেদের জমিতে অবৈধভাবে বসতি গড়ে তোলা স্কোয়াটারদের (যাযাবর গোষ্ঠী) তাড়াতে এক অদ্ভুত ও তীব্র পন্থা গ্রহণ করেছেন। তাঁরা ট্র্যাক্টরের সাহায্যে মল ও পানি মিশিয়ে একধরনের তরল বর্জ্য স্কোয়াটারদের ক্যারাভ্যানের (গাড়ির বহর) ওপর ছিটিয়ে দিয়েছেন। এই ঘটনার ভিডিও সামাজিক...
৩ দিন আগেএই ঘটনার জেরে চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে তদন্ত চলছে। সিস্টার হংয়ের ঘটনা সামনে আসতেই চীনা নেটিজেনদের একাংশের মধ্যে আলোচনায় আসে ২০১৬ সালের আরেক প্রতারণার কাহিনি।
৬ দিন আগেঅনেকের কাছেই মদের বোতলে ডুবে থাকা সাপ, মোটেই রুচিকর বা মনোহর দৃশ্য নয়। তবে এশিয়ার কিছু অঞ্চলে এই ছবি আশার প্রতীক, স্বাস্থ্য ভালো রাখার প্রতিশ্রুতি। এই ব্যতিক্রমী পানীয়টির নাম ‘স্নেক ওয়াইন’ বা সাপের ওয়াইন। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি পান করা হয়ে আসছে এই অঞ্চলে। অনেকেরই বিশ্বাস, এতে রয়েছে ওষধিগুণ।
৭ দিন আগে