দাতব্য তহবিল সংগ্রহে অভিনব এক নিলামের আয়োজন করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। বিশেষ নম্বরের যানবাহনের রেজিস্ট্রেশন প্লেট আর মোবাইল নম্বর তোলা হবে নিলামে। এসব নম্বরকে বলা হচ্ছে ‘মোস্ট নোবল নাম্বার’।
আজ বুধবার সংযুক্ত আরব আমিরাত–ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে। আবুধাবিতে গতকাল মঙ্গলবার বিশেষ এই নিলাম শুরু হয়েছে, যা শেষ হবে আগামী সোমবার (১৭ মার্চ)।
সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ফাদার্স এন্ডাওমেন্ট ক্যাম্পেইনের তহবিল সংগ্রহের জন্য এই নিলামের আয়োজন করেছেন। আবুধাবি পৌরসভা ও পরিবহন বিভাগের অধীনস্থ ইন্টিগ্রেটেড সেন্টার পরিচালনা করবে এই নিলাম। এতে ৪৪৪টি বিশেষ নম্বর প্লেট নিলামে তোলা হবে, যার মধ্যে থাকবে ১০,৯৯, ৫–এর মতো বহুল চাহিদাসম্পন্ন নম্বর।
বিশেষ এই নিলাম অনুষ্ঠিত হবে অনলাইনে। ‘এমিরেটস অকশন’ নামের একটি অ্যাপের মাধ্যমে অংশ নেওয়া যাবে নিলামে।
আগামী শনিবার (১৫ মার্চ) দুবাইতেও অনুষ্ঠিত হবে নিলামটি। দুবাইয়ে এই নিলামের আয়োজনে সহযোগিতা করবে দুবাই সরকারি নিয়ন্ত্রক সংস্থা রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট (আরটিএ), মোবাইল সিম কোম্পানি ‘এতিসালাত বাই ই অ্যান্ড’ এবং ‘ডিইউ’। এতে তোলা হবে ২৫টি বিশেষ নম্বর, যার মধ্যে ৫টি গাড়ির নম্বর প্লেট, ‘ডিইউ’–এর ১০টি এবং ‘এতিসালাত বাই ই অ্যান্ড’–এর ১০টি মোবাইল নম্বর। আবুধাবির নিলামটি অনলাইনে হলেও দুবাইয়ের নিলামটি বিখ্যাত বুর্জ খলিফায় আয়োজন করা হয়েছে।
‘মোস্ট নোবল নম্বর’ শীর্ষক এই নিলামে শৌখিন নম্বর কিনতে মূলত হাইপ্রোফাইল ব্যক্তি এবং ব্যবসায়ীরা অংশ নেবেন। আমিরাত সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ মোহাম্মদ বিন রাশিদ গ্লোবাল ইনিশিয়েটিভস–এর আওতায় দুস্থ ব্যক্তিদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করে ফাদার্স এন্ডাওমেন্ট ক্যাম্পেইন। মূলত সরকারের স্বাস্থ্য প্রকল্পসহ অন্যান্য মানবিক কার্যক্রমে ব্যয় করা হয় এ তহবিলের অর্থ।
মূলত সংযুক্ত আরব আমিরাতের শাসকদের পূর্বপুরুষদের সম্মানে তৈরি করা হয়েছে বিশেষ এই তহবিল, যে কারণে একে ফাদার্স এন্ডাওমেন্ট ক্যাম্পেইন বলা হয়। এখন পর্যন্ত এই ক্যাম্পেইনের আওতায় তহবিল সংগৃহীত হয়েছে ৩ দশমিক ৩ বিলিয়ন বা ৩৩০ কোটি মার্কিন ডলার।
দাতব্য তহবিল সংগ্রহে অভিনব এক নিলামের আয়োজন করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। বিশেষ নম্বরের যানবাহনের রেজিস্ট্রেশন প্লেট আর মোবাইল নম্বর তোলা হবে নিলামে। এসব নম্বরকে বলা হচ্ছে ‘মোস্ট নোবল নাম্বার’।
আজ বুধবার সংযুক্ত আরব আমিরাত–ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে। আবুধাবিতে গতকাল মঙ্গলবার বিশেষ এই নিলাম শুরু হয়েছে, যা শেষ হবে আগামী সোমবার (১৭ মার্চ)।
সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ফাদার্স এন্ডাওমেন্ট ক্যাম্পেইনের তহবিল সংগ্রহের জন্য এই নিলামের আয়োজন করেছেন। আবুধাবি পৌরসভা ও পরিবহন বিভাগের অধীনস্থ ইন্টিগ্রেটেড সেন্টার পরিচালনা করবে এই নিলাম। এতে ৪৪৪টি বিশেষ নম্বর প্লেট নিলামে তোলা হবে, যার মধ্যে থাকবে ১০,৯৯, ৫–এর মতো বহুল চাহিদাসম্পন্ন নম্বর।
বিশেষ এই নিলাম অনুষ্ঠিত হবে অনলাইনে। ‘এমিরেটস অকশন’ নামের একটি অ্যাপের মাধ্যমে অংশ নেওয়া যাবে নিলামে।
আগামী শনিবার (১৫ মার্চ) দুবাইতেও অনুষ্ঠিত হবে নিলামটি। দুবাইয়ে এই নিলামের আয়োজনে সহযোগিতা করবে দুবাই সরকারি নিয়ন্ত্রক সংস্থা রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট (আরটিএ), মোবাইল সিম কোম্পানি ‘এতিসালাত বাই ই অ্যান্ড’ এবং ‘ডিইউ’। এতে তোলা হবে ২৫টি বিশেষ নম্বর, যার মধ্যে ৫টি গাড়ির নম্বর প্লেট, ‘ডিইউ’–এর ১০টি এবং ‘এতিসালাত বাই ই অ্যান্ড’–এর ১০টি মোবাইল নম্বর। আবুধাবির নিলামটি অনলাইনে হলেও দুবাইয়ের নিলামটি বিখ্যাত বুর্জ খলিফায় আয়োজন করা হয়েছে।
‘মোস্ট নোবল নম্বর’ শীর্ষক এই নিলামে শৌখিন নম্বর কিনতে মূলত হাইপ্রোফাইল ব্যক্তি এবং ব্যবসায়ীরা অংশ নেবেন। আমিরাত সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ মোহাম্মদ বিন রাশিদ গ্লোবাল ইনিশিয়েটিভস–এর আওতায় দুস্থ ব্যক্তিদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করে ফাদার্স এন্ডাওমেন্ট ক্যাম্পেইন। মূলত সরকারের স্বাস্থ্য প্রকল্পসহ অন্যান্য মানবিক কার্যক্রমে ব্যয় করা হয় এ তহবিলের অর্থ।
মূলত সংযুক্ত আরব আমিরাতের শাসকদের পূর্বপুরুষদের সম্মানে তৈরি করা হয়েছে বিশেষ এই তহবিল, যে কারণে একে ফাদার্স এন্ডাওমেন্ট ক্যাম্পেইন বলা হয়। এখন পর্যন্ত এই ক্যাম্পেইনের আওতায় তহবিল সংগৃহীত হয়েছে ৩ দশমিক ৩ বিলিয়ন বা ৩৩০ কোটি মার্কিন ডলার।
চীনের এক নারী উদ্যোক্তা তাঁর অধীনস্থ এক বিবাহিত তরুণের প্রেমে পড়েন। প্রেম এতই গভীর হয় যে তিনি তাঁর অধীনস্থ সেই কর্মীকে ৪ লাখ ২০ হাজার ডলার দেন, যেন তিনি তাঁর স্ত্রীকে তালাক দেন। চীনা মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩০ লাখ ইউয়ান।
২১ ঘণ্টা আগেবিবাহ বিচ্ছেদের পর কন্যা সন্তানের কাস্টডি পান বাবা লি। গত সাত বছর ধরে তাঁকে বড় করেছেন। সম্প্রতি ক্যানসারের কারণে শারীরিক অবস্থার খুব বেশিই অবনতি হলে নিজের মৃত্যুর পর যেন সন্তান ভালো থাকে, তা নিশ্চিতে প্রাক্তন স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন লি। এক পর্যায়ে লি জানতে পারেন যে সন্তানের জন্য...
৬ দিন আগেলন্ডনের একটি আর্ট গ্যালারি থেকে মাত্র ৩৬ সেকেন্ডে চুরি হয়ে গেছে প্রায় ২ লাখ ৭০ হাজার পাউন্ড (বাংলাদেশি টাকায় ৩ কোটি ৬৭ লাখ টাকা) মূল্যের একটি ব্যাঙ্কসি আর্টের শিল্পকর্ম। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর রাত ১১টার দিকে লন্ডনের ফিটজরোভিয়াতে গ্রোভ গ্যালারির সামনের কাচের দরজা ভেঙে চোর ভেতরে প্রবেশ করে স্ট্রিট আর
৭ দিন আগেচীনের একটি হটপট রেস্তোরাঁয় স্যুপের পাত্রে প্রস্রাব করায় দুই কিশোরকে ২২ লাখ ইউয়ান বা প্রায় ৩ লাখ ৯ হাজার ডলার ক্ষতিপূরণ দিতে আদেশ দিয়েছেন আদালত। বাংলাদেশি মুদ্রায় যা ৩ কোটি ৭৪ লাখ ৫৭ হাজার টাকার মতো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৭ দিন আগে