দাতব্য তহবিল সংগ্রহে অভিনব এক নিলামের আয়োজন করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। বিশেষ নম্বরের যানবাহনের রেজিস্ট্রেশন প্লেট আর মোবাইল নম্বর তোলা হবে নিলামে। এসব নম্বরকে বলা হচ্ছে ‘মোস্ট নোবল নাম্বার’।
আজ বুধবার সংযুক্ত আরব আমিরাত–ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে। আবুধাবিতে গতকাল মঙ্গলবার বিশেষ এই নিলাম শুরু হয়েছে, যা শেষ হবে আগামী সোমবার (১৭ মার্চ)।
সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ফাদার্স এন্ডাওমেন্ট ক্যাম্পেইনের তহবিল সংগ্রহের জন্য এই নিলামের আয়োজন করেছেন। আবুধাবি পৌরসভা ও পরিবহন বিভাগের অধীনস্থ ইন্টিগ্রেটেড সেন্টার পরিচালনা করবে এই নিলাম। এতে ৪৪৪টি বিশেষ নম্বর প্লেট নিলামে তোলা হবে, যার মধ্যে থাকবে ১০,৯৯, ৫–এর মতো বহুল চাহিদাসম্পন্ন নম্বর।
বিশেষ এই নিলাম অনুষ্ঠিত হবে অনলাইনে। ‘এমিরেটস অকশন’ নামের একটি অ্যাপের মাধ্যমে অংশ নেওয়া যাবে নিলামে।
আগামী শনিবার (১৫ মার্চ) দুবাইতেও অনুষ্ঠিত হবে নিলামটি। দুবাইয়ে এই নিলামের আয়োজনে সহযোগিতা করবে দুবাই সরকারি নিয়ন্ত্রক সংস্থা রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট (আরটিএ), মোবাইল সিম কোম্পানি ‘এতিসালাত বাই ই অ্যান্ড’ এবং ‘ডিইউ’। এতে তোলা হবে ২৫টি বিশেষ নম্বর, যার মধ্যে ৫টি গাড়ির নম্বর প্লেট, ‘ডিইউ’–এর ১০টি এবং ‘এতিসালাত বাই ই অ্যান্ড’–এর ১০টি মোবাইল নম্বর। আবুধাবির নিলামটি অনলাইনে হলেও দুবাইয়ের নিলামটি বিখ্যাত বুর্জ খলিফায় আয়োজন করা হয়েছে।
‘মোস্ট নোবল নম্বর’ শীর্ষক এই নিলামে শৌখিন নম্বর কিনতে মূলত হাইপ্রোফাইল ব্যক্তি এবং ব্যবসায়ীরা অংশ নেবেন। আমিরাত সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ মোহাম্মদ বিন রাশিদ গ্লোবাল ইনিশিয়েটিভস–এর আওতায় দুস্থ ব্যক্তিদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করে ফাদার্স এন্ডাওমেন্ট ক্যাম্পেইন। মূলত সরকারের স্বাস্থ্য প্রকল্পসহ অন্যান্য মানবিক কার্যক্রমে ব্যয় করা হয় এ তহবিলের অর্থ।
মূলত সংযুক্ত আরব আমিরাতের শাসকদের পূর্বপুরুষদের সম্মানে তৈরি করা হয়েছে বিশেষ এই তহবিল, যে কারণে একে ফাদার্স এন্ডাওমেন্ট ক্যাম্পেইন বলা হয়। এখন পর্যন্ত এই ক্যাম্পেইনের আওতায় তহবিল সংগৃহীত হয়েছে ৩ দশমিক ৩ বিলিয়ন বা ৩৩০ কোটি মার্কিন ডলার।
দাতব্য তহবিল সংগ্রহে অভিনব এক নিলামের আয়োজন করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। বিশেষ নম্বরের যানবাহনের রেজিস্ট্রেশন প্লেট আর মোবাইল নম্বর তোলা হবে নিলামে। এসব নম্বরকে বলা হচ্ছে ‘মোস্ট নোবল নাম্বার’।
আজ বুধবার সংযুক্ত আরব আমিরাত–ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে। আবুধাবিতে গতকাল মঙ্গলবার বিশেষ এই নিলাম শুরু হয়েছে, যা শেষ হবে আগামী সোমবার (১৭ মার্চ)।
সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ফাদার্স এন্ডাওমেন্ট ক্যাম্পেইনের তহবিল সংগ্রহের জন্য এই নিলামের আয়োজন করেছেন। আবুধাবি পৌরসভা ও পরিবহন বিভাগের অধীনস্থ ইন্টিগ্রেটেড সেন্টার পরিচালনা করবে এই নিলাম। এতে ৪৪৪টি বিশেষ নম্বর প্লেট নিলামে তোলা হবে, যার মধ্যে থাকবে ১০,৯৯, ৫–এর মতো বহুল চাহিদাসম্পন্ন নম্বর।
বিশেষ এই নিলাম অনুষ্ঠিত হবে অনলাইনে। ‘এমিরেটস অকশন’ নামের একটি অ্যাপের মাধ্যমে অংশ নেওয়া যাবে নিলামে।
আগামী শনিবার (১৫ মার্চ) দুবাইতেও অনুষ্ঠিত হবে নিলামটি। দুবাইয়ে এই নিলামের আয়োজনে সহযোগিতা করবে দুবাই সরকারি নিয়ন্ত্রক সংস্থা রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট (আরটিএ), মোবাইল সিম কোম্পানি ‘এতিসালাত বাই ই অ্যান্ড’ এবং ‘ডিইউ’। এতে তোলা হবে ২৫টি বিশেষ নম্বর, যার মধ্যে ৫টি গাড়ির নম্বর প্লেট, ‘ডিইউ’–এর ১০টি এবং ‘এতিসালাত বাই ই অ্যান্ড’–এর ১০টি মোবাইল নম্বর। আবুধাবির নিলামটি অনলাইনে হলেও দুবাইয়ের নিলামটি বিখ্যাত বুর্জ খলিফায় আয়োজন করা হয়েছে।
‘মোস্ট নোবল নম্বর’ শীর্ষক এই নিলামে শৌখিন নম্বর কিনতে মূলত হাইপ্রোফাইল ব্যক্তি এবং ব্যবসায়ীরা অংশ নেবেন। আমিরাত সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ মোহাম্মদ বিন রাশিদ গ্লোবাল ইনিশিয়েটিভস–এর আওতায় দুস্থ ব্যক্তিদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করে ফাদার্স এন্ডাওমেন্ট ক্যাম্পেইন। মূলত সরকারের স্বাস্থ্য প্রকল্পসহ অন্যান্য মানবিক কার্যক্রমে ব্যয় করা হয় এ তহবিলের অর্থ।
মূলত সংযুক্ত আরব আমিরাতের শাসকদের পূর্বপুরুষদের সম্মানে তৈরি করা হয়েছে বিশেষ এই তহবিল, যে কারণে একে ফাদার্স এন্ডাওমেন্ট ক্যাম্পেইন বলা হয়। এখন পর্যন্ত এই ক্যাম্পেইনের আওতায় তহবিল সংগৃহীত হয়েছে ৩ দশমিক ৩ বিলিয়ন বা ৩৩০ কোটি মার্কিন ডলার।
ডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
১৮ ঘণ্টা আগেচীনের ঐতিহ্যবাহী শাওলিন মঠে নতুন বিধিনিষেধ চালু হওয়ার পর ৩০ জনেরও বেশি সন্ন্যাসী ও কর্মচারী মঠ ছেড়ে চলে গেছেন। নতুন নিযুক্ত মঠাধ্যক্ষ শি ইয়েইনলে কঠোর নিয়ম চালু করায় এই পদত্যাগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নতুন নিয়মে মোবাইল ব্যবহারের সময় কমানো, কঠোর খাদ্যাভ্যাস এবং দীর্ঘ কর্মঘণ্টা বাধ্যতামূলক করা...
১৮ ঘণ্টা আগেবিশ্বের সবচেয়ে বড় হাঁ বা ‘সবচেয়ে বড় মুখ খোলার’ রেকর্ড নিজের দখলে নিয়েছেন যুক্তরাষ্ট্রের মিনেসোটার তরুণ আইজ্যাক জনসন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সর্বশেষ তথ্য অনুযায়ী, মুখ খোলা অবস্থায় তাঁর ওপরের দাঁত থেকে নিচের দাঁত পর্যন্ত দূরত্ব ১০ দশমিক ১৯৬ সেন্টিমিটার বা ৪ দশমিক ০১৪ ইঞ্চি, যা একটি বেসবলের...
৩ দিন আগেফ্রান্সের হাউত-ভোজ এলাকায় কয়েকজন কৃষক নিজেদের জমিতে অবৈধভাবে বসতি গড়ে তোলা স্কোয়াটারদের (যাযাবর গোষ্ঠী) তাড়াতে এক অদ্ভুত ও তীব্র পন্থা গ্রহণ করেছেন। তাঁরা ট্র্যাক্টরের সাহায্যে মল ও পানি মিশিয়ে একধরনের তরল বর্জ্য স্কোয়াটারদের ক্যারাভ্যানের (গাড়ির বহর) ওপর ছিটিয়ে দিয়েছেন। এই ঘটনার ভিডিও সামাজিক...
৪ দিন আগে