Ajker Patrika

আরব আমিরাতে গাড়ির লাইসেন্স প্লেট ও মোবাইল নম্বরের অভিনব নিলাম

দাতব্য তহবিলে অর্থ সংগ্রহের জন্য নিলামে তোলা হচ্ছে বিশেষ নম্বর। ছবি: সংগৃহীত
দাতব্য তহবিলে অর্থ সংগ্রহের জন্য নিলামে তোলা হচ্ছে বিশেষ নম্বর। ছবি: সংগৃহীত

দাতব্য তহবিল সংগ্রহে অভিনব এক নিলামের আয়োজন করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। বিশেষ নম্বরের যানবাহনের রেজিস্ট্রেশন প্লেট আর মোবাইল নম্বর তোলা হবে নিলামে। এসব নম্বরকে বলা হচ্ছে ‘মোস্ট নোবল নাম্বার’।

আজ বুধবার সংযুক্ত আরব আমিরাত–ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে। আবুধাবিতে গতকাল মঙ্গলবার বিশেষ এই নিলাম শুরু হয়েছে, যা শেষ হবে আগামী সোমবার (১৭ মার্চ)।

সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ফাদার্স এন্ডাওমেন্ট ক্যাম্পেইনের তহবিল সংগ্রহের জন্য এই নিলামের আয়োজন করেছেন। আবুধাবি পৌরসভা ও পরিবহন বিভাগের অধীনস্থ ইন্টিগ্রেটেড সেন্টার পরিচালনা করবে এই নিলাম। এতে ৪৪৪টি বিশেষ নম্বর প্লেট নিলামে তোলা হবে, যার মধ্যে থাকবে ১০,৯৯, ৫–এর মতো বহুল চাহিদাসম্পন্ন নম্বর।

বিশেষ এই নিলাম অনুষ্ঠিত হবে অনলাইনে। ‘এমিরেটস অকশন’ নামের একটি অ্যাপের মাধ্যমে অংশ নেওয়া যাবে নিলামে।

আগামী শনিবার (১৫ মার্চ) দুবাইতেও অনুষ্ঠিত হবে নিলামটি। দুবাইয়ে এই নিলামের আয়োজনে সহযোগিতা করবে দুবাই সরকারি নিয়ন্ত্রক সংস্থা রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট (আরটিএ), মোবাইল সিম কোম্পানি ‘এতিসালাত বাই ই অ্যান্ড’ এবং ‘ডিইউ’। এতে তোলা হবে ২৫টি বিশেষ নম্বর, যার মধ্যে ৫টি গাড়ির নম্বর প্লেট, ‘ডিইউ’–এর ১০টি এবং ‘এতিসালাত বাই ই অ্যান্ড’–এর ১০টি মোবাইল নম্বর। আবুধাবির নিলামটি অনলাইনে হলেও দুবাইয়ের নিলামটি বিখ্যাত বুর্জ খলিফায় আয়োজন করা হয়েছে।

‘মোস্ট নোবল নম্বর’ শীর্ষক এই নিলামে শৌখিন নম্বর কিনতে মূলত হাইপ্রোফাইল ব্যক্তি এবং ব্যবসায়ীরা অংশ নেবেন। আমিরাত সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ মোহাম্মদ বিন রাশিদ গ্লোবাল ইনিশিয়েটিভস–এর আওতায় দুস্থ ব্যক্তিদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করে ফাদার্স এন্ডাওমেন্ট ক্যাম্পেইন। মূলত সরকারের স্বাস্থ্য প্রকল্পসহ অন্যান্য মানবিক কার্যক্রমে ব্যয় করা হয় এ তহবিলের অর্থ।

মূলত সংযুক্ত আরব আমিরাতের শাসকদের পূর্বপুরুষদের সম্মানে তৈরি করা হয়েছে বিশেষ এই তহবিল, যে কারণে একে ফাদার্স এন্ডাওমেন্ট ক্যাম্পেইন বলা হয়। এখন পর্যন্ত এই ক্যাম্পেইনের আওতায় তহবিল সংগৃহীত হয়েছে ৩ দশমিক ৩ বিলিয়ন বা ৩৩০ কোটি মার্কিন ডলার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত