অনলাইন ডেস্ক
ভারতের তেলেঙ্গানার হায়দরাবাদের গাচিবৌলি এলাকায় গাঁজা সরবরাহকারী একটি চক্রের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়েছেন মাদকবিরোধী কর্মকর্তারা। সম্প্রতি এলিট অ্যাকশন গ্রুপ ফর ড্রাগ ল এনফোর্সমেন্টের (ইগল) অভিযানে তাঁরা দেখতে পান, এক দম্পতি তাঁদের চার বছরের শিশুকে নিয়ে এসেছেন গাঁজা কিনতে। পরে শিশুটির মা ও সন্তানকে ছেড়ে দেওয়া হলেও শিশুটির বাবা গাঁজা সেবনের প্রমাণসহ ধরা পড়েন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গত শনিবার চালানো এই বিশেষ অভিযানে গাঁজা কেনার সময় মোট ১৪ জন হাতেনাতে ধরা পড়েছেন। তাঁদের প্রত্যেকের ‘অনস্পট ইউরিন টেস্টে’ গাঁজা সেবনের প্রমাণ মেলায় চিকিৎসা ও পুনর্বাসনের জন্য অনুমোদিত মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছে।
ইগল ইউনিটের পুলিশ সুপার চেন্নুরি রূপেশ জানান, তাঁরা দীর্ঘদিন ধরে নজর রাখছিলেন মহারাষ্ট্রের বাসিন্দা সন্দীপ নামক এক পুরোনো অপরাধীর ওপর। গাচিবৌলিতে গাঁজা বিক্রেতা হিসেবে তাঁর পরিচিতি ছিল। তাঁর প্রধান ক্রেতারা ছিলেন আইটি সেক্টর ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী।
তদন্তে জানা যায়, প্রতি চালানে ১০০টি ছোট প্যাকেটে ভাগ করে সন্দীপ প্রায় ৫ কেজি গাঁজা আনতেন। প্রতিটি প্যাকেটে থাকত ৫০ গ্রাম করে গাঁজা। এসব প্যাকেট তিনি বিক্রি করতেন ৩ হাজার রুপিতে। তাঁর কাছে ১০০ জনেরও বেশি নিয়মিত গ্রাহকের তথ্যভান্ডার ছিল। হোয়াটসঅ্যাপে সাংকেতিক বার্তা দিয়ে তিনি তাঁদের জানাতেন, নতুন চালান এসেছে। যেমন, ‘ভাই বাচ্চা আ গ্যায়া’—ধরনের কোড ব্যবহার করতেন তিনি।
শনিবার দুপুরে একটি ব্যাংকের কাছে সাধারণ পোশাকে অবস্থান নেন ইগল টিমের সদস্যরা। এখানেই মূলত কাস্টমারদের সঙ্গে লেনদেন করত সন্দ্বীপ। মাত্র দুই ঘণ্টার মাথায় তাঁরা ১৪ জনকে গাঁজা কিনতে এসে ধরেন। প্রত্যেকের মূত্র পরীক্ষা করলে গাঁজা সেবনের প্রমাণ মেলে।
এই অভিযানে ধরা পড়াদের মধ্যে—একজন অনলাইন ব্যবসায়ী, একজন স্থপতি, একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের এক বিক্রয়কর্মী, একজন আইটি কর্মী এবং একজন শিক্ষার্থী। সবাইকে নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।
তবে মূল অভিযুক্ত সন্দ্বীপ পুলিশের হাতে ধরা পড়েননি। তিনি পালিয়ে যেতে সক্ষম হন। তদন্তকারীরা আটককৃতদের ফোন থেকে পাওয়া হোয়াটসঅ্যাপ চ্যাট, ফোন নম্বর ও অন্যান্য ডিজিটাল তথ্য বিশ্লেষণ করে সন্দীপের গাঁজা সরবরাহ নেটওয়ার্কের খোঁজ নেওয়ার চেষ্টা করছেন। ১০০ জন গ্রাহকের যে তথ্যভান্ডার উদ্ধার হয়েছে, তা খতিয়ে দেখে বড় পরিসরের এই চক্রের সংযোগ বের করার কাজ চলছে।
পুলিশ কর্মকর্তা রূপেশ বলেন, ‘তালিকায় থাকা বাকি ৮৬ জন ক্রেতাকে আমরা আহ্বান জানাচ্ছি—তাঁরা যেন স্বেচ্ছায় নিরাময় কেন্দ্রে গিয়ে চিকিৎসা নেন। তা না হলে ইগল তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে।’
এদিকে, এই অভিযান চলাকালে এক ঘটনায় কর্মকর্তারা বিস্মিত হন। এক দম্পতি তাঁদের চার বছরের সন্তানকে সঙ্গে নিয়ে গাঁজা কিনতে এসেছিলেন। পুরুষ সদস্যের গাঁজা সেবনের প্রমাণ মিললেও তাঁর স্ত্রী ও সন্তানকে ছেড়ে দেওয়া হয়। আরেক দম্পতির দুজনেরই শরীরে গাঁজার অস্তিত্ব মেলে।
পুলিশ জানায়, ভবিষ্যতেও এমন অভিযান চলবে। গাচিবৌলি ও আশপাশের আইটি করিডর অঞ্চল থেকে মাদক ব্যবসা ও সেবন উচ্ছেদ করতে তাঁরা পরিকল্পিত নজরদারি ও টার্গেটেড অভিযান চালিয়ে যাবেন।
ভারতের তেলেঙ্গানার হায়দরাবাদের গাচিবৌলি এলাকায় গাঁজা সরবরাহকারী একটি চক্রের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়েছেন মাদকবিরোধী কর্মকর্তারা। সম্প্রতি এলিট অ্যাকশন গ্রুপ ফর ড্রাগ ল এনফোর্সমেন্টের (ইগল) অভিযানে তাঁরা দেখতে পান, এক দম্পতি তাঁদের চার বছরের শিশুকে নিয়ে এসেছেন গাঁজা কিনতে। পরে শিশুটির মা ও সন্তানকে ছেড়ে দেওয়া হলেও শিশুটির বাবা গাঁজা সেবনের প্রমাণসহ ধরা পড়েন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গত শনিবার চালানো এই বিশেষ অভিযানে গাঁজা কেনার সময় মোট ১৪ জন হাতেনাতে ধরা পড়েছেন। তাঁদের প্রত্যেকের ‘অনস্পট ইউরিন টেস্টে’ গাঁজা সেবনের প্রমাণ মেলায় চিকিৎসা ও পুনর্বাসনের জন্য অনুমোদিত মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছে।
ইগল ইউনিটের পুলিশ সুপার চেন্নুরি রূপেশ জানান, তাঁরা দীর্ঘদিন ধরে নজর রাখছিলেন মহারাষ্ট্রের বাসিন্দা সন্দীপ নামক এক পুরোনো অপরাধীর ওপর। গাচিবৌলিতে গাঁজা বিক্রেতা হিসেবে তাঁর পরিচিতি ছিল। তাঁর প্রধান ক্রেতারা ছিলেন আইটি সেক্টর ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী।
তদন্তে জানা যায়, প্রতি চালানে ১০০টি ছোট প্যাকেটে ভাগ করে সন্দীপ প্রায় ৫ কেজি গাঁজা আনতেন। প্রতিটি প্যাকেটে থাকত ৫০ গ্রাম করে গাঁজা। এসব প্যাকেট তিনি বিক্রি করতেন ৩ হাজার রুপিতে। তাঁর কাছে ১০০ জনেরও বেশি নিয়মিত গ্রাহকের তথ্যভান্ডার ছিল। হোয়াটসঅ্যাপে সাংকেতিক বার্তা দিয়ে তিনি তাঁদের জানাতেন, নতুন চালান এসেছে। যেমন, ‘ভাই বাচ্চা আ গ্যায়া’—ধরনের কোড ব্যবহার করতেন তিনি।
শনিবার দুপুরে একটি ব্যাংকের কাছে সাধারণ পোশাকে অবস্থান নেন ইগল টিমের সদস্যরা। এখানেই মূলত কাস্টমারদের সঙ্গে লেনদেন করত সন্দ্বীপ। মাত্র দুই ঘণ্টার মাথায় তাঁরা ১৪ জনকে গাঁজা কিনতে এসে ধরেন। প্রত্যেকের মূত্র পরীক্ষা করলে গাঁজা সেবনের প্রমাণ মেলে।
এই অভিযানে ধরা পড়াদের মধ্যে—একজন অনলাইন ব্যবসায়ী, একজন স্থপতি, একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের এক বিক্রয়কর্মী, একজন আইটি কর্মী এবং একজন শিক্ষার্থী। সবাইকে নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।
তবে মূল অভিযুক্ত সন্দ্বীপ পুলিশের হাতে ধরা পড়েননি। তিনি পালিয়ে যেতে সক্ষম হন। তদন্তকারীরা আটককৃতদের ফোন থেকে পাওয়া হোয়াটসঅ্যাপ চ্যাট, ফোন নম্বর ও অন্যান্য ডিজিটাল তথ্য বিশ্লেষণ করে সন্দীপের গাঁজা সরবরাহ নেটওয়ার্কের খোঁজ নেওয়ার চেষ্টা করছেন। ১০০ জন গ্রাহকের যে তথ্যভান্ডার উদ্ধার হয়েছে, তা খতিয়ে দেখে বড় পরিসরের এই চক্রের সংযোগ বের করার কাজ চলছে।
পুলিশ কর্মকর্তা রূপেশ বলেন, ‘তালিকায় থাকা বাকি ৮৬ জন ক্রেতাকে আমরা আহ্বান জানাচ্ছি—তাঁরা যেন স্বেচ্ছায় নিরাময় কেন্দ্রে গিয়ে চিকিৎসা নেন। তা না হলে ইগল তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে।’
এদিকে, এই অভিযান চলাকালে এক ঘটনায় কর্মকর্তারা বিস্মিত হন। এক দম্পতি তাঁদের চার বছরের সন্তানকে সঙ্গে নিয়ে গাঁজা কিনতে এসেছিলেন। পুরুষ সদস্যের গাঁজা সেবনের প্রমাণ মিললেও তাঁর স্ত্রী ও সন্তানকে ছেড়ে দেওয়া হয়। আরেক দম্পতির দুজনেরই শরীরে গাঁজার অস্তিত্ব মেলে।
পুলিশ জানায়, ভবিষ্যতেও এমন অভিযান চলবে। গাচিবৌলি ও আশপাশের আইটি করিডর অঞ্চল থেকে মাদক ব্যবসা ও সেবন উচ্ছেদ করতে তাঁরা পরিকল্পিত নজরদারি ও টার্গেটেড অভিযান চালিয়ে যাবেন।
বিশ্বের সবচেয়ে বড় হা বা ‘সবচেয়ে বড় মুখ খোলার’ রেকর্ড নিজের দখলে নিয়েছেন যুক্তরাষ্ট্রের মিনেসোটার তরুণ আইজ্যাক জনসন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সর্বশেষ তথ্য অনুযায়ী, মুখ খোলা অবস্থায় তাঁর ওপরের দাঁত থেকে নিচের দাঁত পর্যন্ত দূরত্ব ১০ দশমিক ১৯৬ সেন্টিমিটার বা ৪ দশমিক ০১৪ ইঞ্চি, যা একটি বেসবলের...
১ দিন আগেফ্রান্সের হাউত-ভোজ এলাকায় কয়েকজন কৃষক নিজেদের জমিতে অবৈধভাবে বসতি গড়ে তোলা স্কোয়াটারদের (যাযাবর গোষ্ঠী) তাড়াতে এক অদ্ভুত ও তীব্র পন্থা গ্রহণ করেছেন। তাঁরা ট্র্যাক্টরের সাহায্যে মল ও পানি মিশিয়ে একধরনের তরল বর্জ্য স্কোয়াটারদের ক্যারাভ্যানের (গাড়ির বহর) ওপর ছিটিয়ে দিয়েছেন। এই ঘটনার ভিডিও সামাজিক...
২ দিন আগেএই ঘটনার জেরে চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে তদন্ত চলছে। সিস্টার হংয়ের ঘটনা সামনে আসতেই চীনা নেটিজেনদের একাংশের মধ্যে আলোচনায় আসে ২০১৬ সালের আরেক প্রতারণার কাহিনি।
৫ দিন আগেঅনেকের কাছেই মদের বোতলে ডুবে থাকা সাপ, মোটেই রুচিকর বা মনোহর দৃশ্য নয়। তবে এশিয়ার কিছু অঞ্চলে এই ছবি আশার প্রতীক, স্বাস্থ্য ভালো রাখার প্রতিশ্রুতি। এই ব্যতিক্রমী পানীয়টির নাম ‘স্নেক ওয়াইন’ বা সাপের ওয়াইন। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি পান করা হয়ে আসছে এই অঞ্চলে। অনেকেরই বিশ্বাস, এতে রয়েছে ওষধিগুণ।
৬ দিন আগে