যুক্তরাষ্ট্রের ৩৭তম প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড মিলহাউস নিক্সন। বিশ্বব্যাপী পরিচিত শুধু নিক্সন নামেই। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তিনি। ওই সময়ের ভূমিকা নিয়ে আলোচিত ও সমালোচিত হন এখনো।
এ ছাড়া বিরোধী দলের বিরুদ্ধে ষড়যন্ত্রের পরিকল্পনা যেটি ‘ওয়াটারগেট কেলেঙ্কারি’ নামে পৃথিবী বিখ্যাত—এটিরও মূল পরিকল্পক ছিলেন তিনি।
রিপাবলিকান পার্টির এই প্রয়াত নেতা মূলত ‘কুখ্যাতি’ কুড়ালেও অনেকেই জানেন না, রাজনীতির পাশাপাশি ছিলেন একজন সংগীতশিল্পীও।
রিচার্ড নিক্সন ছিলেন মূলত পিয়ানোবাদক। জীবনের লম্বা সময় ধরে অনেক বাদ্যযন্ত্র বাজানো শিখেছিলেন। পিয়ানোর পাশাপাশি তিনি স্যাক্সোফোন, ক্লারিনেট, বেহালা এবং অ্যাকর্ডিয়ানও বাজাতে পারতেন।
সংগীতের প্রতি নিক্সনের আগ্রহ প্রথম লক্ষ করেছিলেন তাঁর মা। ১২ বছর বয়সী নিক্সনকে সংগীত শেখার জন্য খালার কাছে পাঠান মা। বাড়ি থেকে ২০০ মাইল দূরে খালার বাসায় ছয় মাস সংগীতের তালিম নেন নিক্সন।
সংগীতের তাত্ত্বিক জ্ঞানে নিক্সন পারদর্শী না হলেও কানে শুনে অনেক সুর বাদ্যযন্ত্রে তুলে ফেলতে পারতেন। জ্যাক পার উপস্থাপনায় প্রচারিত টক শো ‘টুনাইট স্টারিং জ্যাক পার’-এ নিক্সন তাঁর বিখ্যাত কম্পোজিশন ‘পিয়ানো কনসার্টো নং ১’ বাজিয়েছিলেন।
রিচার্ড মিলহাউস নিক্সন ১৯৯৪ সালের ২২ এপ্রিল ৮১ বছর বয়সে মারা যান।
যুক্তরাষ্ট্রের ৩৭তম প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড মিলহাউস নিক্সন। বিশ্বব্যাপী পরিচিত শুধু নিক্সন নামেই। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তিনি। ওই সময়ের ভূমিকা নিয়ে আলোচিত ও সমালোচিত হন এখনো।
এ ছাড়া বিরোধী দলের বিরুদ্ধে ষড়যন্ত্রের পরিকল্পনা যেটি ‘ওয়াটারগেট কেলেঙ্কারি’ নামে পৃথিবী বিখ্যাত—এটিরও মূল পরিকল্পক ছিলেন তিনি।
রিপাবলিকান পার্টির এই প্রয়াত নেতা মূলত ‘কুখ্যাতি’ কুড়ালেও অনেকেই জানেন না, রাজনীতির পাশাপাশি ছিলেন একজন সংগীতশিল্পীও।
রিচার্ড নিক্সন ছিলেন মূলত পিয়ানোবাদক। জীবনের লম্বা সময় ধরে অনেক বাদ্যযন্ত্র বাজানো শিখেছিলেন। পিয়ানোর পাশাপাশি তিনি স্যাক্সোফোন, ক্লারিনেট, বেহালা এবং অ্যাকর্ডিয়ানও বাজাতে পারতেন।
সংগীতের প্রতি নিক্সনের আগ্রহ প্রথম লক্ষ করেছিলেন তাঁর মা। ১২ বছর বয়সী নিক্সনকে সংগীত শেখার জন্য খালার কাছে পাঠান মা। বাড়ি থেকে ২০০ মাইল দূরে খালার বাসায় ছয় মাস সংগীতের তালিম নেন নিক্সন।
সংগীতের তাত্ত্বিক জ্ঞানে নিক্সন পারদর্শী না হলেও কানে শুনে অনেক সুর বাদ্যযন্ত্রে তুলে ফেলতে পারতেন। জ্যাক পার উপস্থাপনায় প্রচারিত টক শো ‘টুনাইট স্টারিং জ্যাক পার’-এ নিক্সন তাঁর বিখ্যাত কম্পোজিশন ‘পিয়ানো কনসার্টো নং ১’ বাজিয়েছিলেন।
রিচার্ড মিলহাউস নিক্সন ১৯৯৪ সালের ২২ এপ্রিল ৮১ বছর বয়সে মারা যান।
প্রথমে জিন সন্দিহান ছিলেন, কিন্তু বিক্রয়কর্মী তাঁকে আশ্বস্ত করেন। জিন বলেন, ‘তিনি বলেছিলেন, যদি দুই মাসের মধ্যে বিক্রি না হয়, সব টাকা ফেরত দেওয়া হবে।’
২ দিন আগেডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
৩ দিন আগেতবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
৪ দিন আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
৫ দিন আগে