ল-র-ব-য-হ ডেস্ক
একেক মানুষের একেক রকমের শখ থাকে। কারও শখ অনেকটা স্বাভাবিক, আবার অনেকের শখকে মনে হয় অস্বাভাবিক। তবে নিজেকে কোনো প্রাণীর মতো দেখাতে চাওয়ার শখও মানুষের থাকতে পারে? হ্যাঁ, পারে। এমন একজনকে পাওয়া গেছে যিনি চান তাঁকে প্রাণীর মতো দেখাক। তাঁর প্রিয় প্রাণী কুকুরের মতো দেখাক তাঁকে। আর এ জন্য তিনি প্রায় ১৪ লাখ টাকাও খরচ করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, জাপানি ওই নাগরিক তাঁর @toco_eevee নামের টুইটার অ্যাকাউন্টে কুকুর কস্টিউম পরা অবস্থায় নিজের ছবি শেয়ার করেছেন। বাইরে থেকে দেখতে তাঁকে কোনোভাবেই মানুষ বলে আলাদা করার উপায় নেই।
তবে, তাঁর এই কুকুরের মতো দেখতে কস্টিউম বানানোর জন্য খরচ করতে হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ ৬০ হাজার টাকারও বেশি। যা জাপানি মুদ্রায় প্রায় ২০ লাখ ইয়েন। লেগেছে ৪০ দিনেরও বেশি সময়। আর এ কাজে তাঁকে সাহায্য করেছে জিপেট (Zeppet) নামে একটি প্রফেশনাল প্রতিষ্ঠান। জিপেট ওই জাপানি নাগরিককে স্কটিশ কুকুরের জাত ‘কোলি’র মতো কস্টিউম তৈরি করে দিয়েছেন।
কেন নিজের জন্য এমন কুকুরে কস্টিউম তৈরি করালেন এমন এক প্রশ্নের জবাবে টোকো স্থানীয় একটি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমি কোলিকে বেছে নিয়েছি কারণ আমি যখন কস্টিউমটি গায়ে দেই তখন আমাকে ঠিক কোলির মতোই দেখায়। আমি ভেবেছিলাম, আমার কস্টিউমের আকারে জন্য একটি বড় আকারে প্রাণী ভালো হবে বলে আমি বিবেচনা করেছিলাম। এবং কোলি এ ক্ষেত্রে একটি বাস্তবসম্মত মডেল হবে বিবেচনা করেই করে আমি এই সিদ্ধান্ত নিয়েছে।’
একেক মানুষের একেক রকমের শখ থাকে। কারও শখ অনেকটা স্বাভাবিক, আবার অনেকের শখকে মনে হয় অস্বাভাবিক। তবে নিজেকে কোনো প্রাণীর মতো দেখাতে চাওয়ার শখও মানুষের থাকতে পারে? হ্যাঁ, পারে। এমন একজনকে পাওয়া গেছে যিনি চান তাঁকে প্রাণীর মতো দেখাক। তাঁর প্রিয় প্রাণী কুকুরের মতো দেখাক তাঁকে। আর এ জন্য তিনি প্রায় ১৪ লাখ টাকাও খরচ করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, জাপানি ওই নাগরিক তাঁর @toco_eevee নামের টুইটার অ্যাকাউন্টে কুকুর কস্টিউম পরা অবস্থায় নিজের ছবি শেয়ার করেছেন। বাইরে থেকে দেখতে তাঁকে কোনোভাবেই মানুষ বলে আলাদা করার উপায় নেই।
তবে, তাঁর এই কুকুরের মতো দেখতে কস্টিউম বানানোর জন্য খরচ করতে হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ ৬০ হাজার টাকারও বেশি। যা জাপানি মুদ্রায় প্রায় ২০ লাখ ইয়েন। লেগেছে ৪০ দিনেরও বেশি সময়। আর এ কাজে তাঁকে সাহায্য করেছে জিপেট (Zeppet) নামে একটি প্রফেশনাল প্রতিষ্ঠান। জিপেট ওই জাপানি নাগরিককে স্কটিশ কুকুরের জাত ‘কোলি’র মতো কস্টিউম তৈরি করে দিয়েছেন।
কেন নিজের জন্য এমন কুকুরে কস্টিউম তৈরি করালেন এমন এক প্রশ্নের জবাবে টোকো স্থানীয় একটি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমি কোলিকে বেছে নিয়েছি কারণ আমি যখন কস্টিউমটি গায়ে দেই তখন আমাকে ঠিক কোলির মতোই দেখায়। আমি ভেবেছিলাম, আমার কস্টিউমের আকারে জন্য একটি বড় আকারে প্রাণী ভালো হবে বলে আমি বিবেচনা করেছিলাম। এবং কোলি এ ক্ষেত্রে একটি বাস্তবসম্মত মডেল হবে বিবেচনা করেই করে আমি এই সিদ্ধান্ত নিয়েছে।’
প্রথমে জিন সন্দিহান ছিলেন, কিন্তু বিক্রয়কর্মী তাঁকে আশ্বস্ত করেন। জিন বলেন, ‘তিনি বলেছিলেন, যদি দুই মাসের মধ্যে বিক্রি না হয়, সব টাকা ফেরত দেওয়া হবে।’
২ দিন আগেডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
৩ দিন আগেতবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
৪ দিন আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
৫ দিন আগে