বাসের মধ্যে উপচে পড়া ভিড়, জায়গা না পেয়ে দাঁড়িয়ে ছিলেন বেশির ভাগ যাত্রী। এর মধ্যেই বাসের দুই আসনজুড়ে বেশ আরামে ঘুমাচ্ছিল এক কুকুর। যাত্রীরা এতটুকু বিরক্ত না হয়ে সেই দৃশ্য উপভোগ করছিলেন। গত বুধবার এমন ভিডিও ছড়িয়ে পড়েছে টুইটারে, যেটি ৫০ হাজারবার দেখা হয়েছে এবং তাতে প্রায় সাড়ে ৩ হাজার ‘লাইক’ মিলেছে।
স্টেফানো এস ম্যাগি নামের এক ব্যবহারকারী ১৫ সেকেন্ডের ওই ভিডিও পোস্ট করে শিরোনামে লিখেছেন, ‘যদিও বাসটিতে ভিড় ছিল অনেক বেশি, তবু কেউ কুকুরটির শান্তি নষ্ট করে তাকে ঘুম থেকে তোলেনি।’ এ জন্য বাসযাত্রীরা ‘নেটিজেনদের’ প্রচুর বাহবা কুড়িয়েছেন।
এক টুইটার ব্যবহারকারী মন্তব্য করেন, ‘কুকুরটিকে শান্তিতে ঘুমাতে দিন, জগতের প্রত্যেকটি ঘুমন্ত প্রাণীকে শান্তিতে ঘুমাতে দিন’। আরেকজন বলেন, ‘ভয়াবহতার এই যুগে এসব দেখলে মানবতার প্রতি বিশ্বাস ফিরে আসে’।
আরেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘যারা কুকুরটিকে বিরক্ত না করে তাকে জায়গা ছেড়ে দিয়েছেন, তাদের স্যালুট জানাই’।
ইন্টারনেটে পশুপাখিদের নিয়ে এমন সুন্দর ভিডিওর অভাব নেই। এর আগে ইনস্টাগ্রামে এক ভিডিও ছড়িয়েছিল, যেখানে কুকুরকে তার প্রভু গান শুনিয়ে ঘুম পাড়াচ্ছিলেন।
বাসের মধ্যে উপচে পড়া ভিড়, জায়গা না পেয়ে দাঁড়িয়ে ছিলেন বেশির ভাগ যাত্রী। এর মধ্যেই বাসের দুই আসনজুড়ে বেশ আরামে ঘুমাচ্ছিল এক কুকুর। যাত্রীরা এতটুকু বিরক্ত না হয়ে সেই দৃশ্য উপভোগ করছিলেন। গত বুধবার এমন ভিডিও ছড়িয়ে পড়েছে টুইটারে, যেটি ৫০ হাজারবার দেখা হয়েছে এবং তাতে প্রায় সাড়ে ৩ হাজার ‘লাইক’ মিলেছে।
স্টেফানো এস ম্যাগি নামের এক ব্যবহারকারী ১৫ সেকেন্ডের ওই ভিডিও পোস্ট করে শিরোনামে লিখেছেন, ‘যদিও বাসটিতে ভিড় ছিল অনেক বেশি, তবু কেউ কুকুরটির শান্তি নষ্ট করে তাকে ঘুম থেকে তোলেনি।’ এ জন্য বাসযাত্রীরা ‘নেটিজেনদের’ প্রচুর বাহবা কুড়িয়েছেন।
এক টুইটার ব্যবহারকারী মন্তব্য করেন, ‘কুকুরটিকে শান্তিতে ঘুমাতে দিন, জগতের প্রত্যেকটি ঘুমন্ত প্রাণীকে শান্তিতে ঘুমাতে দিন’। আরেকজন বলেন, ‘ভয়াবহতার এই যুগে এসব দেখলে মানবতার প্রতি বিশ্বাস ফিরে আসে’।
আরেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘যারা কুকুরটিকে বিরক্ত না করে তাকে জায়গা ছেড়ে দিয়েছেন, তাদের স্যালুট জানাই’।
ইন্টারনেটে পশুপাখিদের নিয়ে এমন সুন্দর ভিডিওর অভাব নেই। এর আগে ইনস্টাগ্রামে এক ভিডিও ছড়িয়েছিল, যেখানে কুকুরকে তার প্রভু গান শুনিয়ে ঘুম পাড়াচ্ছিলেন।
প্রথমে জিন সন্দিহান ছিলেন, কিন্তু বিক্রয়কর্মী তাঁকে আশ্বস্ত করেন। জিন বলেন, ‘তিনি বলেছিলেন, যদি দুই মাসের মধ্যে বিক্রি না হয়, সব টাকা ফেরত দেওয়া হবে।’
২ দিন আগেডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
৩ দিন আগেতবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
৪ দিন আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
৫ দিন আগে