ইমরান খান
পদ্মা ও সেতু ছোট্টবেলার বন্ধু। পরস্পরের প্রতি তাদের আবেগের অন্ত নাই। কিন্তু কী করে যেন সেতু নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। আর ফেরে না। ফেরে না। বন্ধু বিহনে দীর্ঘ অদেখায় এদিকে পদ্মার বুকে বেদনার বালুচর পড়তে থাকে। বন্ধুর এই বিরহে অবশেষে ফেরার মন হলো সেতুর। পদ্মার বুকেই এল ফিরে সে। কিন্তু এ কী? মহাভারতের সেই দুঃশাসনের মতো ফেরিরা তার পিছে লেগেছে। সংখ্যায়ও কম নয় তারা। এমন অবস্থায় উদ্বেগে পদ্মার ঘুম হারাম। অবশেষে আর সইতে না পেরে প্রাণ–সইকে লিখেছে সে চিঠি—
প্রিয় সেতু,
কেমন আছ? জানি প্রশ্নটি অবান্তর, তাও তোমার মনের অবস্থাটা জানতে বড় ইচ্ছে হচ্ছে। একের পর এক লিড নিউজের বদৌলতে জানতে পারছি, তোমার ওপর নানা নামের ফেরির ধকল যাচ্ছে। এ দেখে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। থেকে থেকে মনে শুধু একটি প্রশ্নই উঠছে, বারবারই কেন তোমার ওপরে; কেন...কেন? কিন্তু জানোই তো বন্ধু? যে গাছের ফল বড় বেশি মিষ্টি, তাকে ঢিলটাও একটু বেশিই সহ্য করতে হয়। তবে তোমার ওপর আমার এটুকু বিশ্বাস আছে, ধাক্কা খেতে খেতে তুমি আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে। এর মাঝেও কখনো হতাশা এলে স্মরণ করবে, ‘যতবার ধাক্কা দাও, ফিরিয়ে দেব সমান। ধাক্কা সামলেই আমি জিতে নেব জনমন।’
বন্ধু আমার,
হিংসা-ঈর্ষা শুধু মানুষের নয়, ফেরির মনেও থাকতে পারে। তুমি চালু হয়ে গেলে নিজেদের কী হবে ভেবে ফেরিরা এখন হয়তো পাগলপ্রায়। মেসি ১০ নম্বর জার্সি হারানোয় অতি উৎসাহী সমর্থকদের উসকানিতেও এমন হতে পারে। কিন্তু, তুমি ভেব না বন্ধু, তোমার সঙ্গে লাগতে এসে ওরাই বরং কপাল ফাটিয়ে ফিরে যাচ্ছে, যাবে। তবে ওদের এগিয়ে আসতে দেখলে তুমি ডানে বামে সরে আত্মরক্ষাটা অন্তত করবে—এটুকু আশা করতেই পারি। চীনা ট্রেইনারের প্রশিক্ষণ পেলে এ কাজটি যে তোমার জন্য খুব কঠিন হবে না, সে বিশ্বাস আমার আছে।
প্রিয় সুজনেষু,
অনেক দিন তোমার খবর পাইনি। বিশেষ করে তোমার স্প্যানগুলো বসানো শেষ হওয়ার পর কেউ তোমাকে মনে রাখেনি। তবে ধাক্কা শুরুর পর আবার নিয়মিত খোঁজ পাচ্ছি। তোমার খোঁজ পেতে ভালো লাগলেও এভাবে খোঁজ পাওয়াটা যে আমার জন্য সুখের নয়, তা নিশ্চয়ই তুমিও বুঝতে পারো।
প্রিয় সুচরিতেষু,
সাবধানে থেকো। তোমাকে নায়িকা ভেবে প্রেমের আশায় তোমার সঙ্গে নানা নামের ফেরিরা ধাক্কা খাচ্ছে কিনা, সে সন্দেহ উড়িয়ে দিয়ো না। মনে রেখো, স্থাপনের সময় নিউজে নিউজে তোমার পাগুলো যেভাবে সেলিব্রিটি হয়ে উঠেছিলে, তাতে তোমার স্পর্শ পেতে অনেকেই চাইবে। কিন্তু, আমি তো তোমাকে জানি। আলাভোলা তুমি যে এই ফাঁদে পা দিয়ে বহুগামিতায় জড়াবে না, সে বিশ্বাসও আমার আছে। এরপরও অবস্থা বেশি বেগতিক হলে ‘আমাকে চেন? আমি দেশের “একমাত্র” সব ব্র্যান্ডের সিমেন্টে তৈরি’, বলে হালকা হুমকি দিয়ে দিয়ো।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
কল্যাণীয়েষু,
তারপরও যদি ষড়যন্ত্র চলে, আর যদি কেউ ধাক্কা দেয়; আমাকে জানিও। হেলমেট, হাতুড়ি, লাঠিসহ পুরো টিম নিয়ে আমি প্রস্তুত আছি। তুমি ডাকামাত্র দলবল নিয়ে হাজির হব। তবে ছোট্ট একটা আরজি; ঈদের আগে ডেকো না যেন বন্ধু। ঈদ পর্যন্ত আমার বাহিনীকে ‘বন্ধু রুমে’ হালকা কিছু ‘ম্যানার’ শেখানো এখন আমার এক বিরাট প্রক্টোরিয়াল দায়িত্ব।
আজ তাহলে এখানেই শেষ করছি বন্ধু। ভালোবাসা নিয়ো।
ইতি
পদ্মা
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:
পদ্মা ও সেতু ছোট্টবেলার বন্ধু। পরস্পরের প্রতি তাদের আবেগের অন্ত নাই। কিন্তু কী করে যেন সেতু নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। আর ফেরে না। ফেরে না। বন্ধু বিহনে দীর্ঘ অদেখায় এদিকে পদ্মার বুকে বেদনার বালুচর পড়তে থাকে। বন্ধুর এই বিরহে অবশেষে ফেরার মন হলো সেতুর। পদ্মার বুকেই এল ফিরে সে। কিন্তু এ কী? মহাভারতের সেই দুঃশাসনের মতো ফেরিরা তার পিছে লেগেছে। সংখ্যায়ও কম নয় তারা। এমন অবস্থায় উদ্বেগে পদ্মার ঘুম হারাম। অবশেষে আর সইতে না পেরে প্রাণ–সইকে লিখেছে সে চিঠি—
প্রিয় সেতু,
কেমন আছ? জানি প্রশ্নটি অবান্তর, তাও তোমার মনের অবস্থাটা জানতে বড় ইচ্ছে হচ্ছে। একের পর এক লিড নিউজের বদৌলতে জানতে পারছি, তোমার ওপর নানা নামের ফেরির ধকল যাচ্ছে। এ দেখে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। থেকে থেকে মনে শুধু একটি প্রশ্নই উঠছে, বারবারই কেন তোমার ওপরে; কেন...কেন? কিন্তু জানোই তো বন্ধু? যে গাছের ফল বড় বেশি মিষ্টি, তাকে ঢিলটাও একটু বেশিই সহ্য করতে হয়। তবে তোমার ওপর আমার এটুকু বিশ্বাস আছে, ধাক্কা খেতে খেতে তুমি আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে। এর মাঝেও কখনো হতাশা এলে স্মরণ করবে, ‘যতবার ধাক্কা দাও, ফিরিয়ে দেব সমান। ধাক্কা সামলেই আমি জিতে নেব জনমন।’
বন্ধু আমার,
হিংসা-ঈর্ষা শুধু মানুষের নয়, ফেরির মনেও থাকতে পারে। তুমি চালু হয়ে গেলে নিজেদের কী হবে ভেবে ফেরিরা এখন হয়তো পাগলপ্রায়। মেসি ১০ নম্বর জার্সি হারানোয় অতি উৎসাহী সমর্থকদের উসকানিতেও এমন হতে পারে। কিন্তু, তুমি ভেব না বন্ধু, তোমার সঙ্গে লাগতে এসে ওরাই বরং কপাল ফাটিয়ে ফিরে যাচ্ছে, যাবে। তবে ওদের এগিয়ে আসতে দেখলে তুমি ডানে বামে সরে আত্মরক্ষাটা অন্তত করবে—এটুকু আশা করতেই পারি। চীনা ট্রেইনারের প্রশিক্ষণ পেলে এ কাজটি যে তোমার জন্য খুব কঠিন হবে না, সে বিশ্বাস আমার আছে।
প্রিয় সুজনেষু,
অনেক দিন তোমার খবর পাইনি। বিশেষ করে তোমার স্প্যানগুলো বসানো শেষ হওয়ার পর কেউ তোমাকে মনে রাখেনি। তবে ধাক্কা শুরুর পর আবার নিয়মিত খোঁজ পাচ্ছি। তোমার খোঁজ পেতে ভালো লাগলেও এভাবে খোঁজ পাওয়াটা যে আমার জন্য সুখের নয়, তা নিশ্চয়ই তুমিও বুঝতে পারো।
প্রিয় সুচরিতেষু,
সাবধানে থেকো। তোমাকে নায়িকা ভেবে প্রেমের আশায় তোমার সঙ্গে নানা নামের ফেরিরা ধাক্কা খাচ্ছে কিনা, সে সন্দেহ উড়িয়ে দিয়ো না। মনে রেখো, স্থাপনের সময় নিউজে নিউজে তোমার পাগুলো যেভাবে সেলিব্রিটি হয়ে উঠেছিলে, তাতে তোমার স্পর্শ পেতে অনেকেই চাইবে। কিন্তু, আমি তো তোমাকে জানি। আলাভোলা তুমি যে এই ফাঁদে পা দিয়ে বহুগামিতায় জড়াবে না, সে বিশ্বাসও আমার আছে। এরপরও অবস্থা বেশি বেগতিক হলে ‘আমাকে চেন? আমি দেশের “একমাত্র” সব ব্র্যান্ডের সিমেন্টে তৈরি’, বলে হালকা হুমকি দিয়ে দিয়ো।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
কল্যাণীয়েষু,
তারপরও যদি ষড়যন্ত্র চলে, আর যদি কেউ ধাক্কা দেয়; আমাকে জানিও। হেলমেট, হাতুড়ি, লাঠিসহ পুরো টিম নিয়ে আমি প্রস্তুত আছি। তুমি ডাকামাত্র দলবল নিয়ে হাজির হব। তবে ছোট্ট একটা আরজি; ঈদের আগে ডেকো না যেন বন্ধু। ঈদ পর্যন্ত আমার বাহিনীকে ‘বন্ধু রুমে’ হালকা কিছু ‘ম্যানার’ শেখানো এখন আমার এক বিরাট প্রক্টোরিয়াল দায়িত্ব।
আজ তাহলে এখানেই শেষ করছি বন্ধু। ভালোবাসা নিয়ো।
ইতি
পদ্মা
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:
প্রথমে জিন সন্দিহান ছিলেন, কিন্তু বিক্রয়কর্মী তাঁকে আশ্বস্ত করেন। জিন বলেন, ‘তিনি বলেছিলেন, যদি দুই মাসের মধ্যে বিক্রি না হয়, সব টাকা ফেরত দেওয়া হবে।’
২ দিন আগেডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
৩ দিন আগেতবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
৪ দিন আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
৫ দিন আগে