ডাক দিলেই বাড়িতে এসে খাবার খেয়ে যায় খেঁকশিয়াল পরিবার
স্কটিশ এক নারী ২৫ বছর ধরে খেঁকশিয়ালের একটি পরিবারের সদস্যদের খাবার খাওয়ান। তিনি ডাক দিলেই জঙ্গলে নিজেদের গুহার আবাস থেকে তাঁর বাগানে চলে আসে শিয়ালগুলো। মজার ঘটনা, এই খেঁকশিয়ালদের খাদ্যতালিকায় থাকে সসেজ রোল, পিৎজাসহ চীনা রেস্তোরাঁর নানা ধরনের খাবার।