Ajker Patrika

হার্ট অ্যাটাক শনাক্ত করবে এআই 

প্রযুক্তি ডেস্ক
হার্ট অ্যাটাক শনাক্ত করবে এআই 

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিনির্ভর অ্যালগরিদমের মাধ্যমে বর্তমানের চেয়ে দ্রুত নির্ভুলভাবে হার্ট অ্যাটাক শনাক্ত করতে পারবেন চিকিৎসকেরা। অ্যালগরিদমটি তৈরি করেছেন স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। 

দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুযায়ী, গবেষক দলের দাবি, ‘সিওডিই-এসিএস’ নামের অ্যালগরিদমটি ৯৯ দশমিক ৬ শতাংশ নির্ভুলভাবে হার্ট অ্যাটাক শনাক্ত করতে সক্ষম। ফলে রোগীদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা দ্রুত শনাক্ত করে চিকিৎসা শুরু করা যাবে। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে অ্যালগরিদমটি ব্যবহার করে দ্বিগুণের বেশি রোগীর হার্ট অ্যাটাক শনাক্ত করা সম্ভব হয়েছে। 

এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ও গবেষক দলের প্রধান অধ্যাপক নিকোলাস মিলস বলেন, ‘হৃদ্‌রোগের কারণে বুকে তীব্র ব্যথা হলে প্রাথমিক রোগ নির্ণয় করে দ্রুত চিকিৎসা শুরু করা গুরুত্বপূর্ণ। তবে অনেক সময় অন্যান্য কারণেও বুকে ব্যথা দেখা দেয়। ফলে সঠিকভাবে বলা কঠিন হয়ে পড়ে যে, ব্যথার কারণ হার্ট অ্যাটাক কিনা। এআই অ্যালগরিদমটি রোগীর বিস্তারিত তথ্য দ্রুত পর্যালোচনা করে হার্ট অ্যাটাক শনাক্ত করতে সক্ষম। 

স্কটল্যান্ডের প্রায় ১০ হাজার রোগীর ওপর নিজেদের তৈরি এআই প্রযুক্তিনির্ভর অ্যালগরিদমটির কার্যকারিতা পরখ করা হয়েছে। রোগীদের সবাই বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। হার্ট অ্যাটাকের শঙ্কা রয়েছে কি না, তা দেখতে রোগীর থেকে নিয়মিত তথ্য সংগ্রহ করা হয়। বয়স, লিঙ্গের পাশাপাশি ইসিজি ফলাফল, চিকিৎসা ইতিহাস এবং ট্রপোনিনের মাত্রা সংগ্রহ করা হয়।

ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের পরিচালক অধ্যাপক নিলেশ সামানি বলেন, মানুষ হাসপাতালের জরুরি বিভাগে যে সকল কারণে সাধারণত আসেন, তাঁর মধ্যে বুকের ব্যথা একটি। প্রতিদিন সারা বিশ্বের চিকিৎসকেরা হার্ট অ্যাটাকের বুকের ব্যথা ও অন্য কোনো কারণে বুকের ব্যথার রোগীদের আলাদা করতে চ্যালেঞ্জের মুখোমুখি হন। তবে অত্যাধুনিক ডেটা সায়েন্স ও এআই ব্যবহার করে সিওডিই-এসিএস নামের নতুন এই অ্যালগরিদমটি বর্তমান পদ্ধতির তুলনায় আরও নিখুঁতভাবে এবং দ্রুত হার্ট অ্যাটাক শনাক্ত করতে সক্ষম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত