প্রযুক্তি ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিনির্ভর অ্যালগরিদমের মাধ্যমে বর্তমানের চেয়ে দ্রুত নির্ভুলভাবে হার্ট অ্যাটাক শনাক্ত করতে পারবেন চিকিৎসকেরা। অ্যালগরিদমটি তৈরি করেছেন স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।
দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুযায়ী, গবেষক দলের দাবি, ‘সিওডিই-এসিএস’ নামের অ্যালগরিদমটি ৯৯ দশমিক ৬ শতাংশ নির্ভুলভাবে হার্ট অ্যাটাক শনাক্ত করতে সক্ষম। ফলে রোগীদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা দ্রুত শনাক্ত করে চিকিৎসা শুরু করা যাবে। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে অ্যালগরিদমটি ব্যবহার করে দ্বিগুণের বেশি রোগীর হার্ট অ্যাটাক শনাক্ত করা সম্ভব হয়েছে।
এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ও গবেষক দলের প্রধান অধ্যাপক নিকোলাস মিলস বলেন, ‘হৃদ্রোগের কারণে বুকে তীব্র ব্যথা হলে প্রাথমিক রোগ নির্ণয় করে দ্রুত চিকিৎসা শুরু করা গুরুত্বপূর্ণ। তবে অনেক সময় অন্যান্য কারণেও বুকে ব্যথা দেখা দেয়। ফলে সঠিকভাবে বলা কঠিন হয়ে পড়ে যে, ব্যথার কারণ হার্ট অ্যাটাক কিনা। এআই অ্যালগরিদমটি রোগীর বিস্তারিত তথ্য দ্রুত পর্যালোচনা করে হার্ট অ্যাটাক শনাক্ত করতে সক্ষম।
স্কটল্যান্ডের প্রায় ১০ হাজার রোগীর ওপর নিজেদের তৈরি এআই প্রযুক্তিনির্ভর অ্যালগরিদমটির কার্যকারিতা পরখ করা হয়েছে। রোগীদের সবাই বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। হার্ট অ্যাটাকের শঙ্কা রয়েছে কি না, তা দেখতে রোগীর থেকে নিয়মিত তথ্য সংগ্রহ করা হয়। বয়স, লিঙ্গের পাশাপাশি ইসিজি ফলাফল, চিকিৎসা ইতিহাস এবং ট্রপোনিনের মাত্রা সংগ্রহ করা হয়।
ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের পরিচালক অধ্যাপক নিলেশ সামানি বলেন, মানুষ হাসপাতালের জরুরি বিভাগে যে সকল কারণে সাধারণত আসেন, তাঁর মধ্যে বুকের ব্যথা একটি। প্রতিদিন সারা বিশ্বের চিকিৎসকেরা হার্ট অ্যাটাকের বুকের ব্যথা ও অন্য কোনো কারণে বুকের ব্যথার রোগীদের আলাদা করতে চ্যালেঞ্জের মুখোমুখি হন। তবে অত্যাধুনিক ডেটা সায়েন্স ও এআই ব্যবহার করে সিওডিই-এসিএস নামের নতুন এই অ্যালগরিদমটি বর্তমান পদ্ধতির তুলনায় আরও নিখুঁতভাবে এবং দ্রুত হার্ট অ্যাটাক শনাক্ত করতে সক্ষম।’
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিনির্ভর অ্যালগরিদমের মাধ্যমে বর্তমানের চেয়ে দ্রুত নির্ভুলভাবে হার্ট অ্যাটাক শনাক্ত করতে পারবেন চিকিৎসকেরা। অ্যালগরিদমটি তৈরি করেছেন স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।
দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুযায়ী, গবেষক দলের দাবি, ‘সিওডিই-এসিএস’ নামের অ্যালগরিদমটি ৯৯ দশমিক ৬ শতাংশ নির্ভুলভাবে হার্ট অ্যাটাক শনাক্ত করতে সক্ষম। ফলে রোগীদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা দ্রুত শনাক্ত করে চিকিৎসা শুরু করা যাবে। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে অ্যালগরিদমটি ব্যবহার করে দ্বিগুণের বেশি রোগীর হার্ট অ্যাটাক শনাক্ত করা সম্ভব হয়েছে।
এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ও গবেষক দলের প্রধান অধ্যাপক নিকোলাস মিলস বলেন, ‘হৃদ্রোগের কারণে বুকে তীব্র ব্যথা হলে প্রাথমিক রোগ নির্ণয় করে দ্রুত চিকিৎসা শুরু করা গুরুত্বপূর্ণ। তবে অনেক সময় অন্যান্য কারণেও বুকে ব্যথা দেখা দেয়। ফলে সঠিকভাবে বলা কঠিন হয়ে পড়ে যে, ব্যথার কারণ হার্ট অ্যাটাক কিনা। এআই অ্যালগরিদমটি রোগীর বিস্তারিত তথ্য দ্রুত পর্যালোচনা করে হার্ট অ্যাটাক শনাক্ত করতে সক্ষম।
স্কটল্যান্ডের প্রায় ১০ হাজার রোগীর ওপর নিজেদের তৈরি এআই প্রযুক্তিনির্ভর অ্যালগরিদমটির কার্যকারিতা পরখ করা হয়েছে। রোগীদের সবাই বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। হার্ট অ্যাটাকের শঙ্কা রয়েছে কি না, তা দেখতে রোগীর থেকে নিয়মিত তথ্য সংগ্রহ করা হয়। বয়স, লিঙ্গের পাশাপাশি ইসিজি ফলাফল, চিকিৎসা ইতিহাস এবং ট্রপোনিনের মাত্রা সংগ্রহ করা হয়।
ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের পরিচালক অধ্যাপক নিলেশ সামানি বলেন, মানুষ হাসপাতালের জরুরি বিভাগে যে সকল কারণে সাধারণত আসেন, তাঁর মধ্যে বুকের ব্যথা একটি। প্রতিদিন সারা বিশ্বের চিকিৎসকেরা হার্ট অ্যাটাকের বুকের ব্যথা ও অন্য কোনো কারণে বুকের ব্যথার রোগীদের আলাদা করতে চ্যালেঞ্জের মুখোমুখি হন। তবে অত্যাধুনিক ডেটা সায়েন্স ও এআই ব্যবহার করে সিওডিই-এসিএস নামের নতুন এই অ্যালগরিদমটি বর্তমান পদ্ধতির তুলনায় আরও নিখুঁতভাবে এবং দ্রুত হার্ট অ্যাটাক শনাক্ত করতে সক্ষম।’
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গত পাঁচ মাসে ১ কোটি ১০ লাখ ব্যবহারকারী হারিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)। এর ফলে ইউরোপে প্ল্যাটফর্মটিতে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এখন মাস্কের অধিগ্রহণের আগের সময়ের চেয়ে অনেক কম।
১ ঘণ্টা আগেদৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারের গ্রুপ চ্যাট আমাদের পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে। তবে মেসেঞ্জার গ্রুপকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য একাধিক অ্যাডমিন থাকা প্রয়োজন। অ্যাডমিনরা গ্রুপের সদস্য নিয়ন্ত্রণ, সেটিংস
৩ ঘণ্টা আগেবাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১৬ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
১৭ ঘণ্টা আগে