Ajker Patrika

দুর্গাপূজার ইউনিয়ন ভিত্তিক কমিটি হবে

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১২: ৩৯
দুর্গাপূজার ইউনিয়ন ভিত্তিক কমিটি হবে

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আগামী দুর্গাপূজার আগে ইউনিয়ন ভিত্তিক গঠন করা হবে ১৫ সদস্যের কমিটি। তাঁর মধ্যে ১০ জন মুসলিম পাঁচজন হিন্দু ধর্মাবলম্বীদের সদস্যরা থাকবেন। এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়।

গতকাল বুধবার দুপুরে উপজেলার কর্মধা কাঠালতলি বাজারের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর হলরুমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কুলাউড়ার কর্মধায় শারদীয় দুর্গাপূজায় ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা ও ভাঙচুরের কারণে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনে এ সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভুষন রায় সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান, কর্মধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমদ, কর্মধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী, জাসদ নেতা আশিকুর রহমান ফটিক।

সভায় সিদ্ধান্ত হয় আগামী দুর্গাপূজার আগে ১৫ সদস্য নিয়ে কমিটি করা হবে। এতে থাকবেন ১০ জন স্থানীয় মুসলিম সদস্য এবং পাঁচজন হিন্দু সদস্য।

সমাবেশে ক্ষতিগ্রস্ত হিন্দু পূজামণ্ডপের প্রতিনিধিরা জানান, একটি কুচক্রী মহল হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে হামলা চালায়। পরবর্তীতে অনেকেই এসে আমাদের সমবেদনা জানান। আমাদের ব্যবহার করে কিছু মানুষ নিজেদের সার্থ হাসিল করতে চায়। আমরা এর তীব্র নিন্দা জানাই।

সম্প্রীতি সমাবেশে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে তা আমাদের লক্ষ্য। আমরা সেভাবে কাজ করছি। এতে নাগরিকদের এগিয়ে আসতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত