Ajker Patrika

উৎসবের ভোট আজ

হবিগঞ্জ ও সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১২: ৪৩
উৎসবের ভোট আজ

সুনামগঞ্জ ও হবিগঞ্জ উপজেলায় দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আজ বৃহস্পতিবার। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। ইতিমধ্যে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এদিকে নির্বাচনকে ঘিরে সাধারণ ভোটারদের মাঝে উৎসবের আমেজের পাশাপাশি শঙ্কাও কাজ করছে। প্রতিটি ইউপিতে নৌকার প্রার্থীর পাশাপাশি আওয়ামী লীগের বিদ্রোহী এবং প্রভাবশালী স্বতন্ত্র প্রার্থী থাকায় উৎকণ্ঠা বিরাজ করছে।

হবিগঞ্জ: আজমিরীগঞ্জের পাঁচটি ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ইতিমধ্যে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যের পাশাপাশি মাঠে থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, প্রতিটি ভোটকেন্দ্রে বিপুল সংখ্যক আনসার ও পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। তাদের পাশাপাশি প্রতিটি ইউপিতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে একটি করে মোবাইল টিম কাজ করবে। পাশাপাশি র‍্যাবের একাধিক টিম নির্বাচনের মাঠে টহলে থাকবে। প্রয়োজনে বিজিবিকে মাঠে নামানো হবে।

আজমিরীগঞ্জের পাঁচটি ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ জন। এ ছাড়া সাধারণ ওয়ার্ডে ৪৫টির বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৪ জন এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১৫টির বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬০ জন।

মোট ভোটকেন্দ্র ৪৮টি ও ভোটকক্ষের সংখ্যা ১৯১টি। এর মধ্যে অস্থায়ী ভোটারের সংখ্যা ২০টি। এসব ইউপিতে মোট ভোটারসংখ্যা ৭৪ হাজার ৯৯৪ জন। এর মধ্যে নারী ভোটার ৩৭ হাজার ৭৫ জন এবং পুরুষ ভোটার ৩৭ হাজার ৯১৯ জন।

এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম বলেন, ‘প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না।’

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলার ১৯ ইউপিতে ভোটগ্রহণ হবে। নির্বাচন কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। র‍্যাব, বিজিবি ও পুলিশের স্ট্রাইকিং ফোর্স মাঠে থাকবে। ভোটকেন্দ্রে পুলিশের পাশাপাশি থাকবে আনসার সদস্যও।

সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোরাদ উদ্দিন হাওলাদার বলেন, ‘অপরাধমূলক কর্মকাণ্ড বিচারে জুডিশিয়াল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকবেন। দুই উপজেলার ১৯ ইউপিতে সুষ্ঠু ভোটগ্রহণের লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।’

দোয়ারাবাজার উপজেলার ৯ ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১ জন প্রার্থী। এ ছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ১০৮ প্রার্থী এবং সাধারণ সদস্য পদে ৩৫৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৮২টি ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে ভোটার রয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯৭ জন। এর মধ্যে মহিলা ভোটার সংখ্যা ৮৩ হাজার ৫৫৬ জন, পুরুষ ভোটার ৮৫ হাজার ৫৪০ জন।

ছাতক উপজেলার ১০টি ইউপিতে ভোটকেন্দ্র রয়েছে ১০৯টি। ১০ ইউপিতে চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়ছেন ৫১ জন। সংরক্ষিত নারী ও সাধারণ সদস্য পদে ৪৭৪ জন ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন। ছাতক উপজেলার ১০ ইউপিতে ১ লাখ ৬৪ হাজার ৭৮৫ জন ভোটার রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত