চীনে সোনার মুখোশসহ ৫০০ নিদর্শন আবিষ্কার
চীনের প্রাচীন শহর সানক্সিংডুইতে স্বর্ণ ও ব্রোঞ্জের মুখোশসহ প্রায় ৫০০টি নিদর্শন পাওয়া গেছে। সোনার মুখোশ ছাড়াও উদ্ধার হওয়া নিদর্শনের মধ্যে রয়েছে ড্রাগন এবং গরুর খোদাই, হাতির দাঁতের ছোট ভাস্কর্য, সিল্ক, চাল (কার্বনে পরিণত হয়েছে), গাছের বীজসহ ব্রোঞ্জের জিনিসপত্র।