Ajker Patrika

কোলাহলপূর্ণ সড়কটি রূপ নেবে বিশ্রাম ও বিনোদন কেন্দ্রে

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১১: ৪৩
কোলাহলপূর্ণ সড়কটি রূপ নেবে বিশ্রাম ও বিনোদন কেন্দ্রে

স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার উদ্দেশ্যে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের একটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হচ্ছে। লাল বাস, কালো ট্যাক্সি ও সাদা ভ্যানে জর্জরিত ওই সড়ককে পরিণত করা হচ্ছে বিশ্রাম ও বিনোদনকেন্দ্রে। তৈরি করা হবে 'সবুজ মরূদ্যান'। 

যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম লন্ডননিউজটাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদন অনুসারে এই সড়কের অবস্থান সোমারসেট হাউস ও কিংস কলেজ লন্ডনের বাইরে, যা মূলত ওয়েস্ট অ্যান্ড থিয়েটার এবং নিকটবর্তী কভেন্ট গার্ডেনের প্রবেশদ্বার। তিন লেনের এই সড়ককে দ্রুতই পরিবেশবান্ধব, স্বাস্থ্যকর ও নিরাপদ করার পরিকল্পনা চূড়ান্ত করা হবে বলে জানান প্রজেক্টের পেছনে থাকা স্ট্র্যান্ড ওল্ড ডাইন। তবে চলতি সেপ্টেম্বরে এই সড়কের সব সুবিধা চলমান থাকবে। 

লাল বাস, কালো ট্যাক্সি এবং সাদা ভ্যানে জর্জরিত সড়কএভাবে সড়কটিকে গাড়িমুক্ত সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান উদ্যোক্তারা। এখানে নানা ধরনের শিল্প তৈরি ও প্রদর্শিত হবে, পথচারীরা ঘুরে বেড়াতে পারবে।

কিংস কলেজ লন্ডন, সোমারসেট হাউস ও সোসাইটি অব লন্ডন থিয়েটারের মতো অংশীদারদের সঙ্গে এই প্রকল্পের খরচ বহন করবে ওয়েস্টমিনস্টার শহর। ২০২২ সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত