নেদারল্যান্ডসের রটারডামে একটি ভাসমান অফিস চালু করেছে আর্কিটেকচার ফার্ম পাওয়ার হাউস কোম্পানি। রেড কোম্পানি নির্মিত তিন তলাবিশিষ্ট এই অফিসটি বিশ্বের অন্যতম টেকসই এবং বিশ্বের সবচেয়ে বড় ভাসমান অফিস হতে যাচ্ছে।
আইকনি. কমের প্রতিবেদন বলছে, কার্বন-নিরপেক্ষ এই ভবনটি সহজেই বিচ্ছিন্ন করা যায়। ভবন নির্মাণে ব্যবহৃত কাঠসহ সকল সামগ্রী পুনর্ব্যবহারযোগ্য। রেড কোম্পানির প্রতিষ্ঠাতা স্থপতি নানে দে রু বলেন, 'পুনর্ব্যবহারযোগ্য অর্থনীতি বিবেচনায় এটি বানানো হয়েছে'।
৮০০ বর্গমিটার সৌর প্যানেলের মাধ্যমে প্রকল্পটি শক্তি উৎপন্ন করে। সবুজ ছাদের সঙ্গে এ প্যানেলগুলি দক্ষিণমুখী করে রাখা হয়েছে। ভবনটি ঠান্ডা রাখাতে ব্যবহৃত হয় রিজেনহাভেন বন্দরের জল। প্রকল্পটি জলবায়ু স্থিতিস্থাপক হওয়ায় জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের স্তর বাড়ার সঙ্গে এটিও ভাসতে থাকবে।
এই ভবনটিতে রয়েছে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের (জি সি এ) প্রধান কার্যালয়। জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুনের সভাপতিত্বে এই এনজিওটি জলবায়ু পরিবর্তন প্রশমনের পরিকল্পনা, বিনিয়োগ এবং প্রযুক্তি প্রচার করে। এ ছাড়াও ভবনটিতে রয়েছে ডাচ ব্যাংক এবিএন আমরো, রেড কোম্পানি, পাওয়ার হাউস কোম্পানি এবং রেস্তোরাঁ পুটাইন। এসব প্রতিষ্ঠানের কর্মীদের পাশাপাশি এ রেস্তোরাঁটি সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
নেদারল্যান্ডসের রটারডামে একটি ভাসমান অফিস চালু করেছে আর্কিটেকচার ফার্ম পাওয়ার হাউস কোম্পানি। রেড কোম্পানি নির্মিত তিন তলাবিশিষ্ট এই অফিসটি বিশ্বের অন্যতম টেকসই এবং বিশ্বের সবচেয়ে বড় ভাসমান অফিস হতে যাচ্ছে।
আইকনি. কমের প্রতিবেদন বলছে, কার্বন-নিরপেক্ষ এই ভবনটি সহজেই বিচ্ছিন্ন করা যায়। ভবন নির্মাণে ব্যবহৃত কাঠসহ সকল সামগ্রী পুনর্ব্যবহারযোগ্য। রেড কোম্পানির প্রতিষ্ঠাতা স্থপতি নানে দে রু বলেন, 'পুনর্ব্যবহারযোগ্য অর্থনীতি বিবেচনায় এটি বানানো হয়েছে'।
৮০০ বর্গমিটার সৌর প্যানেলের মাধ্যমে প্রকল্পটি শক্তি উৎপন্ন করে। সবুজ ছাদের সঙ্গে এ প্যানেলগুলি দক্ষিণমুখী করে রাখা হয়েছে। ভবনটি ঠান্ডা রাখাতে ব্যবহৃত হয় রিজেনহাভেন বন্দরের জল। প্রকল্পটি জলবায়ু স্থিতিস্থাপক হওয়ায় জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের স্তর বাড়ার সঙ্গে এটিও ভাসতে থাকবে।
এই ভবনটিতে রয়েছে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের (জি সি এ) প্রধান কার্যালয়। জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুনের সভাপতিত্বে এই এনজিওটি জলবায়ু পরিবর্তন প্রশমনের পরিকল্পনা, বিনিয়োগ এবং প্রযুক্তি প্রচার করে। এ ছাড়াও ভবনটিতে রয়েছে ডাচ ব্যাংক এবিএন আমরো, রেড কোম্পানি, পাওয়ার হাউস কোম্পানি এবং রেস্তোরাঁ পুটাইন। এসব প্রতিষ্ঠানের কর্মীদের পাশাপাশি এ রেস্তোরাঁটি সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের পশ্চিমতীর দখলের মডেল নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে। এই পরিকল্পনা অনুযায়ী—রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেবে, ঠিক যেভাবে ১৯৬৭ সালে জর্ডানের কাছ থেকে পশ্চিমতীর দখলের পর সেখানে শাসন কায়েম করেছে ইসরায়েল।
১ ঘণ্টা আগেট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে ভালো আলোচনা করেছেন। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি বাড়ি ফিরে দেখি, কোনো রকেট গিয়ে একটি নার্সিং হোম বা অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। আর রাস্তায় লাশ পড়ে আছে।’
২ ঘণ্টা আগেসৌরশক্তিচালিত বিমানে মানব অভিযাত্রীদের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইজারল্যান্ডের অভিযাত্রী রাফায়েল ডমজান। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের সিওন শহর থেকে উড্ডয়ন করে তিনি আল্পস পর্বতমালা অতিক্রম করেন এবং ৯ হাজার ৫২১ মিটার (৩১,২৩৪ ফুট) উচ্চতায় পৌঁছান।
৩ ঘণ্টা আগেইউরোপীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন আলাপের পর দক্ষিণ ফ্রান্সে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মাখোঁ। এ সময় তাঁর পাশে ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
৪ ঘণ্টা আগে