Ajker Patrika

নেদারল্যান্ডসে বিশ্বের সর্ববৃহৎ পরিবেশবান্ধব ভাসমান অফিস চালু

নেদারল্যান্ডসে বিশ্বের সর্ববৃহৎ পরিবেশবান্ধব ভাসমান অফিস চালু

নেদারল্যান্ডসের রটারডামে একটি ভাসমান অফিস চালু করেছে আর্কিটেকচার ফার্ম পাওয়ার হাউস কোম্পানি। রেড কোম্পানি নির্মিত তিন তলাবিশিষ্ট এই অফিসটি বিশ্বের অন্যতম টেকসই এবং বিশ্বের সবচেয়ে বড় ভাসমান অফিস হতে যাচ্ছে। 

আইকনি. কমের প্রতিবেদন বলছে, কার্বন-নিরপেক্ষ এই ভবনটি সহজেই বিচ্ছিন্ন করা যায়। ভবন নির্মাণে ব্যবহৃত কাঠসহ সকল সামগ্রী পুনর্ব্যবহারযোগ্য। রেড কোম্পানির প্রতিষ্ঠাতা স্থপতি নানে দে রু বলেন, 'পুনর্ব্যবহারযোগ্য অর্থনীতি বিবেচনায় এটি বানানো হয়েছে'। 

৮০০ বর্গমিটার সৌর প্যানেলের মাধ্যমে প্রকল্পটি শক্তি উৎপন্ন করে। সবুজ ছাদের সঙ্গে এ প্যানেলগুলি দক্ষিণমুখী করে রাখা হয়েছে। ভবনটি ঠান্ডা রাখাতে ব্যবহৃত হয় রিজেনহাভেন বন্দরের জল। প্রকল্পটি জলবায়ু স্থিতিস্থাপক হওয়ায় জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের স্তর বাড়ার সঙ্গে এটিও ভাসতে থাকবে। 

এই ভবনটিতে রয়েছে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের (জি সি এ) প্রধান কার্যালয়। জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুনের সভাপতিত্বে এই এনজিওটি জলবায়ু পরিবর্তন প্রশমনের পরিকল্পনা, বিনিয়োগ এবং প্রযুক্তি প্রচার করে। এ ছাড়াও ভবনটিতে রয়েছে ডাচ ব্যাংক এবিএন আমরো, রেড কোম্পানি, পাওয়ার হাউস কোম্পানি এবং রেস্তোরাঁ পুটাইন। এসব প্রতিষ্ঠানের কর্মীদের পাশাপাশি এ রেস্তোরাঁটি সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত