অকালমৃত্যু থেকে বাঁচতে কফি খান
নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনের বরাত দিয়ে পজিটিভ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, কফি পানে বিষণ্নতা, লিভার সিরোসিস-ক্যানসার, মেলানোমা, প্রোস্টেট ক্যানসার, পারকিনসন্স ডিজিজ, হার্ট ডিজিজ, ডায়াবেটিস ও পিত্তথলিতে পাথর হওয়ার ঝুঁকি কমে। এ ক্ষেত্রে কফিতে থাকা কিছু স্বাস্থ্যকরী উপাদানের ভূমিকা রয়েছে।