চীনের প্রাচীন শহর সানক্সিংডুইতে স্বর্ণ ও ব্রোঞ্জের মুখোশসহ প্রায় ৫০০ প্রাচীন নিদর্শন পাওয়া গেছে। সিচুয়ান প্রাদেশিক সাংস্কৃতিক ঐতিহ্য প্রশাসন ছয়টি গর্ত খুঁড়ে এগুলো আবিষ্কার করেছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া বলছে, এলাকাটির অবস্থান রাজধানী বেইজিং থেকে প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
এসব গর্ত থেকে সোনার মুখোশ ছাড়াও উদ্ধার হওয়া নিদর্শনের মধ্যে রয়েছে ড্রাগন এবং গরুর খোদাই, হাতির দাঁতের ছোট ভাস্কর্য, সিল্ক, চাল (কার্বনে পরিণত হয়েছে), গাছের বীজসহ ব্রোঞ্জের জিনিসপত্র। এগুলো ৩ হাজার বছরের পুরোনো বলে ধারণা করা হচ্ছে। মানুষের দেহাবশেষ খুঁজে না পেলেও সময়ের হিসাবে এই নিদর্শনগুলো শু রাজার শাসনামলের বলে ধরা যায়। এর মাধ্যমে ওই সময়ের প্রচলিত আচার-অনুষ্ঠান সম্পর্কেও ধারণা করা যাচ্ছে।
সোনার মুখোশটি গত জুন মাসে আবিষ্কৃত হলেও এই মাসের প্রথম দিকে উন্মোচন করা হয়। মুখোশটির ওজন প্রায় ১০০ গ্রাম। এটি একটি বড় ব্রোঞ্জের মাথার অংশ হিসেবে ছিল। প্রত্নতাত্ত্বিকেরা বলছেন, এটি ১০৪৬ সালে অবসান হওয়া শ্যাং রাজবংশের শেষ দিকের নিদর্শন।
চীনের প্রাচীন শহর সানক্সিংডুইতে স্বর্ণ ও ব্রোঞ্জের মুখোশসহ প্রায় ৫০০ প্রাচীন নিদর্শন পাওয়া গেছে। সিচুয়ান প্রাদেশিক সাংস্কৃতিক ঐতিহ্য প্রশাসন ছয়টি গর্ত খুঁড়ে এগুলো আবিষ্কার করেছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া বলছে, এলাকাটির অবস্থান রাজধানী বেইজিং থেকে প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
এসব গর্ত থেকে সোনার মুখোশ ছাড়াও উদ্ধার হওয়া নিদর্শনের মধ্যে রয়েছে ড্রাগন এবং গরুর খোদাই, হাতির দাঁতের ছোট ভাস্কর্য, সিল্ক, চাল (কার্বনে পরিণত হয়েছে), গাছের বীজসহ ব্রোঞ্জের জিনিসপত্র। এগুলো ৩ হাজার বছরের পুরোনো বলে ধারণা করা হচ্ছে। মানুষের দেহাবশেষ খুঁজে না পেলেও সময়ের হিসাবে এই নিদর্শনগুলো শু রাজার শাসনামলের বলে ধরা যায়। এর মাধ্যমে ওই সময়ের প্রচলিত আচার-অনুষ্ঠান সম্পর্কেও ধারণা করা যাচ্ছে।
সোনার মুখোশটি গত জুন মাসে আবিষ্কৃত হলেও এই মাসের প্রথম দিকে উন্মোচন করা হয়। মুখোশটির ওজন প্রায় ১০০ গ্রাম। এটি একটি বড় ব্রোঞ্জের মাথার অংশ হিসেবে ছিল। প্রত্নতাত্ত্বিকেরা বলছেন, এটি ১০৪৬ সালে অবসান হওয়া শ্যাং রাজবংশের শেষ দিকের নিদর্শন।
রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের পশ্চিমতীর দখলের মডেল নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে। এই পরিকল্পনা অনুযায়ী—রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেবে, ঠিক যেভাবে ১৯৬৭ সালে জর্ডানের কাছ থেকে পশ্চিমতীর দখলের পর সেখানে শাসন কায়েম করেছে ইসরায়েল।
১ ঘণ্টা আগেট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে ভালো আলোচনা করেছেন। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি বাড়ি ফিরে দেখি, কোনো রকেট গিয়ে একটি নার্সিং হোম বা অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। আর রাস্তায় লাশ পড়ে আছে।’
২ ঘণ্টা আগেসৌরশক্তিচালিত বিমানে মানব অভিযাত্রীদের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইজারল্যান্ডের অভিযাত্রী রাফায়েল ডমজান। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের সিওন শহর থেকে উড্ডয়ন করে তিনি আল্পস পর্বতমালা অতিক্রম করেন এবং ৯ হাজার ৫২১ মিটার (৩১,২৩৪ ফুট) উচ্চতায় পৌঁছান।
৩ ঘণ্টা আগেইউরোপীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন আলাপের পর দক্ষিণ ফ্রান্সে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মাখোঁ। এ সময় তাঁর পাশে ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
৪ ঘণ্টা আগে