আসছে ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান
সমাজের নানা ধরনের অবক্ষয় সঞ্জিত সরকারের নাটকের উপজীব্য। এরই মধ্যে তাঁর নির্মিত ‘ইতি দুলাভাই’, ‘চিটিং মাস্টার’, ‘মজনু একজন পাগল নহে’, ‘মামার বাড়ির আবদার’, ‘পলাশপুরের নোলক’ ধারাবাহিকগুলো দর্শকপ্রিয়তা পেয়েছে। এবার তিনি নির্মাণ করছেন নতুন ধারাবাহিক নাটক ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’। নাটকটির রচয়িতাও তিনি