Ajker Patrika

পর্দার পেছনে ক্ষমতাবান নারী

আপডেট : ০৮ মার্চ ২০২২, ০৮: ৫৪
পর্দার পেছনে ক্ষমতাবান নারী

পর্দার পেছনে থেকেও তাঁরা সফল, ক্ষমতাবান। মেধা আর মননে আজ সুপ্রতিষ্ঠিত বলিউডে। পর্দার নারীদের চেয়েও কোনো অংশে কম যান না তাঁরা কেউ।

একতা কাপুর: সিরিয়াল এবং চলচ্চিত্রের সঙ্গে বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন একতা কাপুর। একতাকে হিন্দি সিরিয়ালের রানি বলা হয়। ৪৫টি সিনেমার প্রযোজক তিনি।

অনুপমা চোপড়া: সাংবাদিক, লেখিকা ও চিত্র সমালোচক। বাঘা বাঘা অভিনেতা-অভিনেত্রী, সিনেমা পরিচালকেরা অনুপমার সোজাসাপটা, চোখা প্রশ্নের উত্তরে স্বীকারোক্তি দেন। তিনি সামনে তুলে আনেন রুপালি পর্দার পেছনের গল্প। সিনেমা নিয়ে তিনি ভারতের প্রথম সারির পত্রিকা, টিভিসহ প্রায় সব মাধ্যমেই কাজ করেছেন।

ইয়াসমিন করাচিওয়ালা: বলিউড অভিনেত্রী কারিনা কাপুর যখন ‘জিরো ফিগার’ হয়েছিলেন, সেটা হয়েছিল এই ইয়াসমিনের সুবাদেই। বলিউড তারকা ঐশ্বরিয়া রাই, কারিনা কাপুর, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ কিংবা আলিয়া ভাটদের সঙ্গে মাঝেমধ্যে একজন প্রশিক্ষকের ছবি দেখা যায়। তাঁদের আকর্ষণীয় ও ফিট শরীরের পেছনের মানুষটি প্রশিক্ষক ইয়াসমিন।

অমি প্যাটেল: বলিউডের সবচেয়ে জনপ্রিয় নারী ফ্যাশন ডিজাইনার তিনি। বলিউড তারকারা কীভাবে পোশাক পরবে, কীভাবে কী ম্যাচিং হবে। বেশিরভাগের দায়িত্বটা সামলান তিনি।

শানু শর্মা: যশরাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর। তাঁকে বলা হয় স্টার তৈরির কারিগর। রণবীর সিং, পরীনিতি চোপড়া, ভূমি পেডেনকার, বনি কাপুরের মতো নতুনদের তিনিই সুযোগ করে দিয়েছেন।

এ ছাড়া নারী পরিচালক ফারাহ খান, জোয়া আখতার, প্রযোজক প্রেরণা অরোরা, স্ক্রিপ্ট রাইটার জুহি চতুর্বেদি, কারিনার ম্যানেজার পুনাম ডামানিয়াদের বলিউডের অন্যতম ক্ষমতাবান ও পর্দার পেছনের সফল নারী বলা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত