নাসিকের বর্ধিত কর বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) বর্ধিত পৌর কর বাতিলের দাবিতে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী। রোববার সকালে সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকার সামনে এ মানববন্ধন করা হয়। এ সময় আটি, ভূমিপল্লী, হাউজিং এলাকাসহ আশপাশের এলাকার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।