এক মাহবুবের বহুরূপ, আটকে গেলেন সিআইডির জালে
মাহবুবুর রহমান। নিজেকে পরিচয় দিতেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, কখনো সরকারি কর্মকর্তা আবার কখনো জমি বিক্রির দালাল হিসেবে। সুযোগ বুঝে মামলায় জিতিয়ে দেওয়া, সরকারি চাকরি দেওয়া, বদলির তদবির ও জমি বিক্রির নামে হাতিয়ে নিতেন মোটা অঙ্কের টাকা। এভাবে চলছিল ভালোই। কিন্তু সম্প্রতি করা এক ভুক্তভোগীর মামলায় ফেঁসে