Ajker Patrika

ফেসবুকের তথ্যে ৮ জনের প্রাণ বাঁচাল সিআইডি

শাহরিয়ার হাসান, ঢাকা
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ১৯
ফেসবুকের তথ্যে ৮ জনের প্রাণ বাঁচাল সিআইডি

তিন বছর প্রেম করেছিলেন। কিন্তু সাত মাসও টেকেনি সেই সংসার। হতাশায় আত্মহননের সিদ্ধান্ত নেন নাটোর সদরের এক তরুণ ব্যবসায়ী। গত শনিবার ফেসবুক লাইভে হাজির হন হাতে বিষের বোতল নিয়ে। বিষয়টি সিআইডির সদর দপ্তরে তাৎক্ষণিক বার্তা দিয়ে জানানো হয় ফেসবুকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কার্যালয় সিঙ্গাপুর থেকে। ওই বার্তা পাওয়ার ১৫ মিনিটের মধ্যে ওই তরুণের বাড়িতে গিয়ে তাঁকে উদ্ধার করে পুলিশ। হাসপাতালে চিকিৎসার পর তরুণটি এখন সুস্থ। তাঁর মানসিক সুস্থতার দিকেও খেয়াল রাখা হচ্ছে।

সিআইডির সাইবার পুলিশ সেন্টার জানিয়েছে, গত সাত দিনে ফেসবুকের কাছ থেকে পাওয়া ১৩টি তথ্যের ভিত্তিতে ৮ নারী-পুরুষকে আত্মহত্যার হাত থেকে রক্ষা করেছে তারা। যাদের বেশির ভাগের বয়স ১২ থেকে ৩২ বছর। উদ্ধারের পর তাদের মানসিক সুস্থতার জন্যও চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ প্রসঙ্গে সিআইডি প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেন, আত্মহত্যা প্রতিরোধে ফেসবুকের সঙ্গে কাজ শুরু করেছে সিআইডি। লাইভে এসে কেউ আত্মহত্যার করার কথা বললে বা এমন ঘটনা ঘটাতে পারে বলে মনে হলে ফেসবুক সঙ্গে সঙ্গে সিআইডিকে জানাচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছে সিআইডির সাইবার ইউনিট।

পুলিশ সদর দপ্তরের হিসাব বলছে, ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত পুলিশের খাতায় আত্মহত্যার তথ্য রয়েছে ৯১ হাজার ৭৬১ জনের। এর মধ্যে ২০২১ সালেই ১০ হাজার ৯৬৩টি আত্মহত্যার ঘটনা ঘটেছে।

২ ফেব্রুয়ারি ফেসবুক লাইভে এসে নিজের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেন চিত্রনায়ক রিয়াজের শ্বশুর ব্যবসায়ী আবু মহসিন খান। গুলি করার আগে ফেসবুক লাইভে প্রায় ১৭ মিনিট ধরে নিজের নানা হতাশার কথা বর্ণনা করেন তিনি এবং বেঁচে থাকতে চান না বলে জানান।

সিআইডির পদস্থ কর্মকর্তারা জানান, মহসিনের আত্মহত্যার পর বিষয়টি তাঁদের গভীরভাবে নাড়া দিয়েছে। যে ১৭ মিনিট ধরে তিনি লাইভ করেছেন, সে সময়ের মধ্যে কোনো বার্তা পেলে হয়তো তাকে বাঁচানো যেত। বিষয়টি নিয়ে সিআইডির পক্ষ থেকে ফেসবুককে একটি মেইল পাঠিয়ে জানতে চাওয়া হয়, এমন ঘটনা তারা আগেভাগে পুলিশকে জানাতে পারত কি না।

এই মেইলের জবাবে ফেসবুক লাইভ মনিটরিং টিম কর্তৃপক্ষ জানিয়েছে, তারাও বুঝতে পারেনি মহসিন এভাবে আত্মহত্যা করে বসবেন। এরপর থেকে এমন কোনো লাইভ পেলে পুলিশকে জানানোর প্রতিশ্রুতি দিয়েছে ফেসবুক।

সিআইডির সাইবার পুলিশ সেন্টারের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মাহমুদুল ইসলাম তালুকদার আজকের পত্রিকাকে বলেন, বাংলাদেশের নেটওয়ার্ক ব্যবহার করে লাইভে এসে কেউ আত্মহননের চেষ্টা করলে, এই ধরনের শব্দ বললে, আচরণে প্রকাশ করলে সাইবার পুলিশের দুই কর্মকর্তা ও হেল্প ডেস্কে মেইল ও ফোন দেবে ফেসবুক ও টিকটক কর্তৃপক্ষ। তারা যথেষ্ট তথ্য দেবে, সে তথ্য দিয়ে যত দ্রুত সম্ভব ভুক্তভোগীকে শনাক্ত ও উদ্ধার করা যাবে।

তবে মনোরোগ বিশেষজ্ঞ ডা. সানজিদা শাহরিয়াহ বলেন, আত্মহননের সময় উদ্ধার করার চেয়ে আত্মহত্যাবিরোধী সচেতনতা বাড়ানো বেশি জরুরি। ছোটবেলা থেকেই বাচ্চাদের শেখাতে হবে জীবনে উত্থান-পতন আসবেই। তবুও জীবনকে চালিয়ে নিতে হবে।

গতকাল সিআইডি সদর দপ্তরে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে সিআইডির পদস্থ কর্মকর্তারা বৈঠক করেছেন। সেখানে আত্মহননের পথ থেকে উদ্ধার করা ব্যক্তিদের মানসিক স্বাস্থ্য নিয়ে একে অন্যের সঙ্গে কাজ করবেন বলে আলোচনা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত