‘বিএনপি নির্বাচনে আসলে ভোট আরও জমত, আনন্দ লাগত’
রাজধানীর মুগদাপাড়ার এসসি ন্যাশনাল মডেল হাইস্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন তৌহিদা ফেরদৌস। ভোট দিয়ে তিনি বলেন, ‘পাঁচ বছর পর ভোট দিতে পারলাম, সে জন্য আমি খুশি। নিজের ভোট নিজেই দিতে পেরে আরও ভালো লাগছে। বিএনপি নির্বাচনে আসলে ভোট আরও জমত। আরও বেশি আনন্দ লাগত।’