বিশ্বের সেরা ১০ সমুদ্রসৈকত
‘সাগর আমায় ডাক দিয়েছে, মন-নদী তাই ছুটছে ওই’—কাজী নজরুল ইসলামের এই গানের মতো সমুদ্রের ডাক শুনছে মন? ইচ্ছে হচ্ছে, সমুদ্রের বিশাল জলরাশিতে গা ভিজিয়ে শ্রান্তির খোঁজ করতে? আপনাকে সমুদ্রের আরও কাছে নিয়ে যেতে বিশ্বের অন্যতম বৃহত্তম অনলাইনভিত্তিক ভ্রমণ পর্যালোচনা প্ল্যাটফর্ম ট্রিপ অ্যাডভাইজার প্রকাশ করেছে..