Ajker Patrika

মৎস্য ও পর্যটনে শ্রীলঙ্কার সহযোগিতা চান ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের গভীর সমুদ্রে মৎস্য আহরণ এবং পর্যটন খাতের টেকসই উন্নয়নে শ্রীলঙ্কার সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বীরাক্কোদির সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়।

ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১৩৪.০৬ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রতিবছর গড়ে ৯ দশমিক ৫ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। তিনি উল্লেখ করেন, আর্থিক খাত, টেক্সটাইল, বিদ্যুৎ, নির্মাণ এবং ওষুধশিল্পে শ্রীলঙ্কার বেশ কিছু প্রতিষ্ঠান ইতিমধ্যে বাংলাদেশে ৪২৮.৫৬ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে।

তাসকীন আহমেদ বলেন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, নির্মাণশিল্প, স্বাস্থ্যসেবা, পর্যটন, তথ্যপ্রযুক্তি এবং দ্রুত বিক্রয়যোগ্য ভোগ্যপণ্য (এফএমসিজি) খাতে শ্রীলঙ্কার বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ রয়েছে। বিশেষ করে গভীর সমুদ্রে মৎস্য আহরণ, পর্যটন এবং শিপিং খাতে শ্রীলঙ্কার অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। পাশাপাশি তিনি বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে প্রস্তাবিত অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

ধর্মপাল বীরাক্কোদি বলেন, শ্রীলঙ্কার সিনথেটিক ফ্যাব্রিক্স খাতের উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। তিনি স্বাস্থ্যসেবা, পর্যটন, তথ্যপ্রযুক্তি, শিক্ষা ও ওষুধশিল্পে দুই দেশের উদ্যোক্তাদের যৌথ বিনিয়োগের সম্ভাবনার কথাও উল্লেখ করেন।

বাংলাদেশের পর্যটন খাতের টেকসই উন্নয়নে শ্রীলঙ্কার অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগানোর জন্য বাংলাদেশের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান হাইকমিশনার। তিনি আরও বলেন, শ্রীলঙ্কা ইতিমধ্যে বেশ কয়েকটি দেশের সঙ্গে পিটিএ স্বাক্ষর করেছে এবং বাংলাদেশ-শ্রীলঙ্কা বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে দ্রুত এ চুক্তি স্বাক্ষরের কোনো বিকল্প নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত