উড়ে যায় ফল ও সবজি
ধরো তুমি বসে আছো। তোমার সামনে মিষ্টি হাসি নিয়ে হাজির হলো গাজর, আপেল কিংবা আঙুর। তাহলে কেমন হবে? বিষয়টা খুব মজা লাগবে নিশ্চয়। এভাবে ফুলকপি, বেগুন, নারকেল, কলা, স্ট্রবেরি, মিষ্টিকুমড়া, তরমুজ ইত্যাদি তোমাকে একের পর এক অনেক কিছু শিখিয়ে যাবে। আর এ সবকিছুই হবে অ্যাপের মাধ্যমে। অ্যাপটির নাম ‘ফানি ফুড ১২৩: