Ajker Patrika

উড়ে যায় ফল ও সবজি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ০৯: ০৫
উড়ে যায় ফল ও সবজি

ধরো তুমি বসে আছো। তোমার সামনে মিষ্টি হাসি নিয়ে হাজির হলো গাজর, আপেল কিংবা আঙুর। তাহলে কেমন হবে? বিষয়টা খুব মজা লাগবে নিশ্চয়। এভাবে ফুলকপি, বেগুন, নারকেল, কলা, স্ট্রবেরি, মিষ্টিকুমড়া, তরমুজ ইত্যাদি তোমাকে একের পর এক অনেক কিছু শিখিয়ে যাবে। আর এ সবকিছুই হবে অ্যাপের মাধ্যমে। অ্যাপটির নাম ‘ফানি ফুড ১২৩: কিডস নম্বর গেমস ফর টডলারস’।

এই অ্যাপে তুমি খেলবে। মজার মজার খেলা খেলতে খেলতেই তোমার অনেক কিছু শেখা ও জানা হয়ে যাবে। গণনা করা, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বিভিন্ন ফল ও সবজির নামসহ বিভিন্ন কিছু জানতে পারবে। সংখ্যা গুনতে শেখার সঙ্গে সঙ্গে কীভাবে তা লিখতে হবে তাও জানতে পারবে। এসব শিখবে অ্যানিমেশনের মাধ্যমে। এখানে তোমাকে বেলুন ফাটাতে হবে, গাছে পানি দিতে হবে, কেক ডেকোরেশন করতে হবে, কেকের ওপর মোম জ্বালাতে হবে, কুকিজ বানিয়ে ছোট্ট প্রাণীদের সঙ্গে শেয়ার করতে হবে। এমনকি ফল ও সবজিকে রোলার কোস্টারে চড়াতে হবে।

এসব খেলার মাধ্যমে কোনো কিছুতে মনোযোগ দেওয়ার ক্ষমতা বাড়বে। বাড়বে গণিতের দক্ষতা। ‘ফানি ফুড ১২৩: কিডস নম্বর গেমস ফর টডলারস’ অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করতে পারবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত