Ajker Patrika

শীতের সবজির দাম বেশি

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১১: ১৮
শীতের সবজির দাম বেশি

মাদারীপুরে শীতের সবজির কমতি নেই। তবুই কমছে না সবজির দাম। তবে বেশির ভাগ সবজি ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আদা ৫০ থেকে ৬০ টাকা, নতুন আলু ২০ থেকে ২৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। এ ছাড়া টমেটো, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, শিম,  গাজর, কাঁচা মরিচ, পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। 
তবে নতুন পেঁয়াজের বাজার প্রতিদিনই উঠানামা করছে। ভালো জাতের দেশি পেঁয়াজ ১১শ থেকে সাড়ে ১১শ টাকা মণ বিক্রি হচ্ছে। খুচরা বাজারে ৪০ থেকে ৪৫ টাকা ও পাইকার বাজারে ৩০ থেকে ৩৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। মটরশুঁটি বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি। চিকন চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে।

মঙ্গলবার সকালে মাদারীপুরের ইটেরপুল বাজারে সরেজমিন গিয়ে দেখা গেছে, পাইকারি ক্রেতারা দাম নিয়ে অভিযোগ করেন। গত বছরের এই সময়ের তুলনায় দাম বেশি। যে কোনো সবজির কেজি ৩০ টাকার কম নয়। পুরোনো বাজারের পাইকারি বিক্রেতা আমজেদ হোসেন বলেন, ‘পেঁয়াজ, কাঁচা মরিচ, আলু, আদাসহ সব ধরনের সবজির কেজি ৩০ থেকে ৪০ টাকা মধ্যে রয়েছে। এর চেয়ে দাম কম হলে কৃষকের ব্যাপক ক্ষতি হবে।’

বাজারে আসা একাধিক ক্রেতা অভিযোগ করে বলেন, বাজার তদারকির অভাবে বাজারে সব ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বেশ চড়া। শীতের এই সময়ে সব ধরনের সবজির দাম আরও কম হওয়ার কথা। ভোক্তাদের অধিকার নিশ্চিতের জন্য সরকারের নজর দেওয়া উচিত। তবে সবজির ন্যায্যমূল্য পাচ্ছেন না বলে দাবি করছেন কৃষকেরা। কৃষক চাঁন মিয়া শিকদার বলেন, ‘এত কষ্ট করে সবজি চাষ করে ন্যায্যমূল্য পাচ্ছি না। বাজারের দ্রব্যমূল্যের দাম বেড়েছে। তেলের দাম বেড়েছে। এর প্রভাব সব পণ্যের ওপর পড়েছে।’

মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ‘প্রতিনিয়ত বাজার তদারকি করা হচ্ছে। ভোক্তা অধিকার নিয়ে যারা কাজ করেন, তাঁরা প্রায়ই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করছেন। তারপরেও কোনো নির্দিষ্ট অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত